আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে আমার নিজের অভিমত শেয়ার করব কিভাবে মানুষের সাহায্য করে আনন্দ উপলব্ধি করা যায়।
মানুষের সাহায্য করা একটি মানবিক দায়িত্ব। মানুষের সাহায্য করা একটি নিঃস্বার্থ প্রক্রিয়া যার মাধ্যমে আপনি অন্যকে সাহায্য করে নিজের মনে একটি শান্তি অনুভব করতে পারবেন। একটি মানুষ যখন আপনার কাছে যে কোন সাহায্যের জন্য আসবে আপনি যদি তাকে সে সাহায্যটি করতে পারেন চটি করার পর আপনার মনে একটি শান্তি অনুভব হবে যা স্বর্গীয় একটি শান্তি যা আপনি অন্য কোথাও এই শান্তি পাবেন না।
সাহায্য করা বলতে শুধু আর্থিক সাহায্য নয়। আপনি একটি পথহারা মানুষকে যদি তার সঠিক পথ দেখিয়ে দেন এটাও একটি সাহায্যের মধ্যে পড়বে। আপনি যদি কোন এক ব্যক্তিকে সুপরামর্শ দিয়ে তাকে সমস্যার সমাধান দিতে পারেন সেটিও একটি সাহায্য।
অনেক সময় আমাদের বন্ধুরা আমাদের কাছে তাদের মনের দুঃখ শেয়ার করে বা তাদের কোন সমস্যা আমাদের কাছে শেয়ার করে। যখন আপনি তার কথা শুনে তাকে সান্তনা প্রদান করবেন ও তাকে একটি ভাল পরামর্শ দিবেন এটি একপ্রকার সাহায্যে।
আমার কাছে মনে হয় সবচাইতে বড় সাহায্য হলো কোন অভাবগ্রস্থ ব্যক্তিকে অভাবের সময় অভাব দূর করার চেষ্টা করা সেটা আর্থিকভাবে। আপনার যদি সামর্থ্য থাকে আপনি যদি কোন এক ব্যক্তিকে তার অভাবের সময় তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন এর থেকে বড় আনন্দ অনুভব আপনি আর কোন কাজেই পাবেন না এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ অনুভব করতে পারবেন আপনার মনের ভেতর।
পরিশেষে একটি কথাই বলবো মানুষের সাহায্য করার মধ্যে একটি স্বর্গীয় অনুভূতি আপনার মনে অনুভব হবে। যখন আপনি কোন একটি মানুষকে সাহায্য করবেন শুধুমাত্র তখনই এই স্বর্গীয় অনুভূতিটি আপনার মনের মধ্যে পাবেন যেটা অন্য কোন কাজের মধ্যে আপনার এই অনুভূতি বা ভালোলাগা পাবেন না।
ধন্যবাদ।