আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সৎ মানুষ হিসেবে নিজেকে সবার কাছে পরিচিত করা। একজন সৎ মানুষকে সবাই পছন্দ করে সবাই সৎ মানুষকে বিশ্বাস করে। আপনি যখন সবার কাছে সৎ হিসেবে পরিচিত হবেন তখন সবাই আপনাকে অনেক সম্মান করবে এবং সবার কাছ থেকে বিশ্বাস অর্জন করতে পারবেন যা কখনোই আপনি অন্য কিছুর মাধ্যমে অর্জন করতে পারবেন না।
আপনার কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু আপনি যদি সৎ মানুষ না হন তাহলে আপনি কখনোই মানুষের মনের থেকে সম্মান বা শ্রদ্ধা পাবেন না। সব মানুষকে সবাই মন থেকে পছন্দ করে এবং ভালোবাসে এবং সম্মান করে। কিন্তু আপনি যদি অসৎ মানুষ হন কিন্তু আপনার অনেক টাকা পয়সা আছে তারপরও আপনাকে মানুষ মন থেকে ভালবাসবে না আপনাকে ঘৃণার চোখে দেখবে।
সৎ হওয়ার মধ্যে মানসিক শান্তি অনুভব হয়। আপনি যখন সৎ কাজ করবেন তখন আপনার নিজের মধ্যে মানসিক শান্তি অনুভব হবে। আর আপনি যখন একজন অসৎ ব্যক্তি হবেন আপনি যাই করেন না কেন সেটা আপনার বিবেকে বাধা দিবে এবং নিজেকে কখনোই মানসিকভাবে শান্ত রাখতে পারবেন না। কারণ একজন মানুষের সৎ হোক বা অসৎ হোক তার বিবেক সেটা অনুধাবন করায়।
তাই জীবনের সম্মান এবং সুখী হতে হলে বা পেতে হলে অবশ্যই সৎ মানুষ হওয়া জরুরী। আপনি যেকোন কাজী করে না কেন যদি সৎ ভাবে করতে পারেন এটার পুরস্কার আপনি আজ হোক বা কাল হোক অবশ্যই পাবেন। সৎ মানুষ হতে পারলে নিজে যেভাবে মানসিকভাবে শান্তি অনুভব করে মানুষের কাছ থেকেও সম্মান অর্জন করা সম্ভব। তাই সবসময়ই সৎ পথে চলা এবং সৎ কাজে নিজেকে নির্জিত রাখা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ