আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা প্রত্যেকটা মানুষই মরণশীল। সবারই একদিন না একদিন মরতেই হবে। কারো যদি কোটি টাকাও থাকে যে পৃথিবীতে তার হায়াতের এক সেকেন্ড বেশিও বাঁচতে পারবে না। মৃত্যু অবধারিত মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকেই মেনে নিতে হবে। কিন্তু কারো মৃত্যু হয় মানুষের কাছে কষ্টের ব্যাপার আবার অপরদিকে কারো মৃত্যু হয় মানুষের কাছে আনন্দের ব্যাপার।
এই কথাটা কেন বললাম কারণ আপনি যখন একজন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তখন আপনি মারা গেলে সে মানুষটি দুঃখ পাবে আপনার জন্য। অপরদিকে আপনি যদি কোন মানুষের হক নষ্ট করেন বা খারাপ আচরণ করেন তখন আপনি মারা গেলে সে মানুষটি খুশি হবে। টি হচ্ছে দুনিয়ার নিয়ম এটিই আমাদের সত্যিকার অর্থে শিক্ষা।
তাই আমাদের পৃথিবীতে থাকতে মানুষের সাথে ভালো ব্যবহার করার গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সদ্ব্যবহার করতে হবে। কাউকে এমন ভাবে কষ্ট দেওয়া যাবে না বা কারো হক নষ্ট করা যাবে না যার কারণে আমি মারা যাওয়ার পর মানুষ আমাকে কটুক্তি করবে খারাপ বলবে। এই অর্জনটি প্রতিটা মানুষের জন্য দরকার যে মারা যাওয়ার পর মানুষ আমার জন্য কষ্ট পাবে আমার জন্য দুঃখ অনুভব করবে।
তাই আমাদের পৃথিবীতে ওই ভাবেই নিজের জীবন পরিচালনা করা উচিত যেন মানুষের সাথে সদ্ব্যবহার করতে পারি মারা যাওয়ার পর যেন তারা আমার প্রতি সুস্থ থাকে। আমার মৃত্যুর কারণে যেন তারা খুশি না হয়। প্রতিটা মানুষকেই এই হবে জীবন পরিচালনা করা উচিত যেন মানুষ তাকে মৃত্যুর পরেও মনে রাখে তার প্রতি দুঃখ প্রকাশ করে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
মূলত মানুষ তার ব্যবহারের মাধ্যমে বেঁচে থাকে। একজন মানুষ যদি ভালো ব্যবহার করে তাহলে তার মৃত্যুর পরে অনেকেই আফসোস করে এমন একজন ভালো মানুষকে হারিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit