আমাদের গ্রামsteemCreated with Sketch.

in hive-129948 •  last year 

received_846460873665231.jpeg

সালামুআলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রাম এবং গ্রামের জীবনযাত্রা নিয়ে কিছু কথা লিখব। আমাদের মধ্যে অনেকেরই শৈশব গ্রামে কেটেছে এবং এখনো অনেকেই গ্রামে বাস করি।আমাদের গ্রাম আমাদের জীবনের সাথে মিশে আছে।

আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অসীম । চারদিকে বিস্তৃত ঘাসফুল, সাদা মেঘের আকাশ, আর সাথে সুন্দর নদী এই প্রাকৃতিক সৌন্দর্যের মিলনে আমরা অত্যন্ত গর্বিত। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে।বিকেলের ঠান্ডা বাতাস আপনার মনকে ভালো করে দিবে।

received_1437502243704076.jpeg

গ্রামের মানুষ সাধারণত সদয় মনের হয় এবং সাহায্যকারী হয়। তারা শহরের মানুষের তুলনায় অনেকটা সাদাসিধে জীবন যাপন করে এবং তাদের মনও সাদাসিধা হয়। তারা তাদের প্রতিবেশীদের প্রতি অনেক সদয় হয় এবং সাহায্য করে যে কোন সমস্যায় তারা পাশে দাঁড়ায়।

IMG_20190815_115432.jpg

গ্রামে আদিকাল থেকে অনেক উৎসব পালন করা হয় যা আপনি শহরে পাবেন না। সবাই একত্রে মিলিত হয়ে অনেক আনন্দ করে আমাদের গ্রামেও এই উৎসব পালিত হয়। এসকল উৎসবগুলো সমাজের মানুষের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি করে।

গ্রামের দৈন্দনিক জীবন খুব সহজ এবং স্বাভাবিক। শহরের জীবন যতটা না যান্ত্রিকতায় পরিপূর্ণ গ্রামের জীবন ততটাই শান্তা এবং অসীম সৌন্দর্যে ভরা। যারা গ্রামে বাস করে তারাই জানে আসল প্রাকৃতিক শান্তি এবং সৌন্দর্য কি।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম হলো প্রকৃতির এক সৌন্দর্য । চারদিকের রূপ লাবণ্য ভরপুর। গ্রামের মানুষ গুলো যেমন সহজ সরল তেমন গ্রামের সবকিছুই অনেক সুন্দর। শহরে মানুষ গুলোর মতো ইট পাথরের মন গ্রামের মানুষের নয়। এরা অত্যন্ত সহজ সরল। এবং মানুষের প্রতি ভালোবাসা বেশি। গ্রামের মানুষগুলো কাউকে সহযোগিতা করতে একটু পিছপা হয় না। গ্রাম মানে একটা শান্তির জায়গা।

Posted using SteemPro Mobile

জি ভাইয়া আমার মনের কথা গুলো বলছেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য💓💓

গ্রাম নিয়ে আমাদের সাথে শেয়ার করা আপনার পোস্টটি সুন্দর হয়েছে। এজন্য ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক বলেছেন গ্রামের মানুষ অনেক সহজ সরল। বিভিন্ন উৎসব পালন করা হয়। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব সময় মুগ্ধ করে। ছবি গুলো সুন্দর হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

গ্রামের সব কিছুই সুন্দর তার মতই সন্দর আপনার কমেন্ট 💓💓

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া গ্রামের মানুষ সত্যি অনেক সহজ সরল। তারা কোন ঝামেলা পছন্দ করে না। অনেক সুন্দর ভাবে আপনি আপনার গ্রামের ফটোগ্রাফি করেছেন। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ গুলো দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে

আমারও গ্রাম অনেক ভালো লাগে💗💗