আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন আজকে আমি বাচ্চাদের স্মার্ট ফোন ব্যবহারের কিছু কুফল তুলে ধরব। বর্তমানে স্মার্টফোন ছাড়া আমাদের চলাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের অতি ব্যবহার মানুষের জীবনকে প্রভাবিত করছে। আমরা যারা বড় আছি তাদের পাশাপাশি বাচ্চাদেরও স্মার্টফোনে আকৃষ্ট করছে। বর্তমানে বাচ্চারা জন্মের পর যখন থেকে বুঝতে শিখেছে তারপর থেকেই পিতা-মাতা স্মার্ট ফোনে অভ্যস্ত করে তুলছে তাদের। বাচ্চাদের অতি স্মার্টফোন ব্যবহারের কুফল তুলে ধরলাম-
অতি স্মার্টফোন ব্যবহারে তাদের মানসিক বিকাশে বা বাধাগ্রস্ত হয়। বর্তমানে বাচ্চাদেরকে পিতা-মাতা বুঝতে শিখার সাথে সাথেই স্মার্টফোন হাতে তুলে দেয়। যার ফলে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে ।
ইউটিউব এবং ফেসবুকের প্লাটফর্মগুলোর অ্যালগরিদম এমনভাবে সেট করেছে একটি ভিডিও যে রকমের দেখবে, ওই ভিডিও রিলেটেড বারবার তাদের সামনে আসতে থাকবে যার ফলে বাচ্চাদের আরও বেশি আকৃষ্ট করছে এবং মোবাইল থেকে তাদের চোখ সরাতে পারছে না। অতি ব্যবহারের ফলে তাদের চোখের সমস্যা হচ্ছে। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে।
বাচ্চাদের স্মার্ট ফোন ব্যবহারের ফলে যে ভিডিওগুলো দেখছে অনেক সময় অশ্লীল ভিডিও তাদের সামনে প্রদর্শিত হচ্ছে। এসব অশ্লীল ভিডিওর ফলে মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
পিতামাতারাও বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর সময় ভিডিও দেখিয়ে খাওয়াচ্ছেন। এর ফলে বাচ্চারা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে ।
বাচ্চারা অন্য দেশের বাচ্চাদের ভিডিও বেশি দেখে থাকে। যার ফলে তাদের মধ্যে অন্য দেশের সাংস্কৃতিক, আচার-আচরণ তাদের মধ্যে আনয়ন হয়। আমি মনে করি এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে তাদের পরবর্তী জীবনে।
বাচ্চারা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে লেখাপড়ায় মন দিতে পারেনা এবং পড়ালেখার বাধাগ্রস্ত হচ্ছে অতি স্মার্ট ফোন আসক্তি।
এই সমস্যা একমাত্র সমাধান করতে পারেন তাদের পিতা-মাতা এবং বাচ্চাদের গার্জিয়ান। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই স্মার্ট ফোন থেকে দূরে রাখতে হলে অবশ্যই পিতা-মাতাকে স্মার্টফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে। বাচ্চাদের সামনে অতি স্মার্টফোন ব্যবহার করা যাবে না। এই ব্যাপারে তাদের প্রতি খুব কঠোর হতে হবে যে স্মার্টফোন হাতে নেওয়া যাবে না।
ধন্যবাদ
বর্তমানে ফোন কোম্পানিরা এবং সিম কোম্পানিরা অত্যাধুনিক আইসি ব্যবহার করে ফোন হাই কোয়ালিটি বা হাইস্পিড বানাচ্ছে। আবার রেডিয়েশন এর পরিমাণও দিন দিন বেড়েই চলছে। আর এক্ষেত্রে বাচ্চাদের ফোন ব্যবহার অথবা বাচ্চাদের আসে পাশে ফোন রাখাটা অনেক ক্ষতিকর। রেডিয়েশন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধদেরও অনেক বেশি ক্ষতি করে। ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কি আর বলবো আপনার পোস্ট দেখে প্রথমত খুব ভালো লাগলো এবং দ্বিতীয়ত আপনার পোস্ট পড়ে আরও বেশি ভালো লাগলো। কারণ বর্তমানে ছোটরা স্মার্টফোন নিয়ে অনেক সময় তাদের অবসর সময় পাস করছে এমনকি এর মাধ্যমে তারা আসক্ত হয়ে পড়ছে। তাই ছোটদের থেকে অবশ্যই স্মার্টফোন ধরে রাখতে হবে তা না হলে এটি এক সময় খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit