আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। একজন মানুষের পার্সোনালিটি এবং সেলফ রেসপেক্ট অনেক গুরুত্বপূর্ণ। পার্সোনালিটির মাধ্যমে মানুষ কে সবাই জাজ করে যে সে মানুষটি কেমন। যার পার্সোনালিটি যত বেশি সুন্দর মানুষ তাকে বেশি পছন্দ করে এবং ভালবাসে। পার্সোনালিটি সুন্দর না হলে কোন মানুষকে কেউ পছন্দ করেনা। তাই নিজের পার্সোনালিটি নিজেকে ধরে রাখতে হবে তার জন্য দুইটি জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
স্ট্রং পার্সোনালিটি একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন মানুষের কটু কোথায় কারো জীবন থেমে থাকার নাম জীবন নয়। কারণ হলো কারো যদি স্ট্রং পার্সোনালি থাকে তাহলে সে কারো কথায় বেশি একটা পাত্তা দেয় না এবং নিজের প্রতি নিজের বিশ্বাস রাখে যে সে অবশ্যই যোগ্য। আপনাকে অনেক মানুষ অনেক ধরনের কটু কথা বলতে পারে তাই বলে আপনার জীবন থেমে থাকবে না। এটিই হলো স্ট্রং পার্সোনালিটির একটি লক্ষণ।
যার স্ট্রং পার্সোনালিটি আছে সে একবার ব্যর্থ হয়ে গেলে লাইফে বারবার চেষ্টা করবে। ব্যর্থ হওয়ার পর মানুষ তাকে নানান ভাবে ছোট করবে তারপরও সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। ব্যর্থ হয়ে নুয়ে পড়বে না। সে মনে করবে ব্যর্থতার মাধ্যমে জীবনের সফলতা অর্জিত হয়। সে ব্যর্থতাকে পাশ কাটিয়ে যেকোনো একটি অপশনকে কাজে লাগিয়ে সে নিজের জীবনকে সাকসেসে পরিণত করে।
দ্বিতীয় ব্যাপার হল সেলফ রেসপেক্ট। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে আপনি পাঁচবার ইগনোর করে নিজের প্রতি আত্মবিশ্বাস দেখিয়ে দিন৷ কারণ পৃথিবীতে আপনি একজনই। আপনি কারো কথায় অবশ্যই নিজেকে ছোট মনে করবেন না। কেউ আপনাকে ইগনোর করলে আপনি তার পিছে ঘুরবেন না। নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যান। সে যেমন মানুষ আপনিও তার থেকে কোন অংশে কম নয়। আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।
কেউ যদি আপনার অবস্থান নিয়ে খোটা দেয় তাহলে আপনি আপনার অবস্থান কে মজবুত করে আপনিও দেখিয়ে দিন যে আপনিও তার থেকে কোন অংশে কম নয়। কেউ যদি আপনার কাছ থেকে চলে যেতে চায় তাহলে তাকে দরজা অব্দি এগিয়ে দিন এবং নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবেন যেন সে আপনার সাফল্য দেখে আফসোস করে এখানেই সার্থকতা।
আপনার জীবনে কে কি বলল এই জিনিস থেকে বের হয়ে আসুন। সহ্য করুন আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তাদেরকে অবশ্যই কাজের মাধ্যমে উচিত জবাব দিবেন। এই একটা বিশ্বাস আপনাকে সাফল্যের চূড়া নিয়ে যাবে। এটাই সেলফ রেসপেক্ট। সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ