আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের জীবনে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, তারও কোন না কোন শূন্যতার জায়গা আছে। এই ব্যাপারটা নিয়ে যে কারো কাছে অস্বীকার করলেও নিজের কাছে অস্বীকার করতে পারবেনা।
আসলে আমাদের সৃষ্টিকর্তা কাউকে সম্পূর্ণ পারফেক্ট হিসেবে তৈরি করেননি। সবার মধ্যেই কিছু না কিছু কমতি দিয়েই সৃষ্টি করেছেন এটাই তার বিধান। আর এই সকল কমতি ও না পাওয়া নিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হয় এগিয়ে যেতে হয়।
কিছু মানুষ তাদের দুঃখ কষ্ট কে প্রকাশ করে না এটা দেখে ভাবা উচিত নয় যে তার কোন সীমাবদ্ধতা বা দুঃখ-কষ্ট নেই। আপনি তাকে উপর থেকে দেখে ভাববেন হয়তো এই মানুষটি অনেক সুখে আছে আমার থেকে ভালো আছে কিন্তু ভিতরের হয়তো সে সুখী নেই তাই আপনার যা আছে তা নিয়েই সুখে থাকুন। এই সকল জীবন পরিচালনা করুন এগিয়ে যান।
জানেন কি যাদের যত বেশি দুঃখ তারা ঠিক তত বেশি লোক দেখানো ভালো থাকার চেষ্টা করে। আসলে তারা চায় তাদের এই দুঃখ কষ্ট গুলো যেন কারো কাছে প্রকাশ না পায়। এই মানুষগুলো জানে যে তারা পারফেক্ট নয় এবং এই ব্যাপারটি মেনে নিয়েই তারা জীবন পরিচালনা করে। এই মানুষগুলো এই সীমাবদ্ধতা গুলো মেনে নিয়ে বার বার হেরে গিয়ে বেচে উঠে। সবাই ভাল থাকবেন আশা করি আপনাদের জীবনের সমস্যাগুলো যেন সমাধান করে এগিয় জেতে পারেন এই দোয়া রইলো।
ধন্যবাদ।
আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন সৃষ্টিকর্তা কাউকে কখনো পারফেক্ট করে তৈরি করেন না। পারফেক্ট তো সেই যে হাজারো দুঃখ কে জয় করে সামনের দিকে এগিয়ে যায়। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই দুঃখ কে জয় না করতে পারলে এ জীবনের কোনোই সার্থকতা নেই। আপনার এই পোস্টটি পড়ে নিজেকে দুঃখ কে জয় করার প্রবণতা আরো বেড়ে গেল। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit