পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি

in hive-129948 •  2 months ago 

startup-593304_1280.jpg
কপি রাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। এই কথাটির মর্মার্থ হল যে ব্যক্তি যত বেশি পরিশ্রমে সে তত জীবনে সফল এবং তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে কখনোই ব্যর্থ হয় না। একজন পরিশ্রমী মানুষ তার পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে নেয়। সে কখনোই ব্যর্থতার বেড়াচলে আটকে থাকে না। কারণ তার পরিশ্রম তাকে সৌভাগ্যের উন্নত শিখরে নিয়ে যায়।

আমাদের মধ্যে যারা সফল তাদের সাথে কথা বলে দেখুন তাদের জীবনে অবশ্যই পরিশ্রম করে সফল হয়েছে। সফল ব্যক্তিরা কখনোই পরিশ্রম ছাড়া সফল হতে পারেনি। তাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করেছেন। তারা কখনোই পরিশ্রমকে ভয় পাননি। যার ফলে সবার কাছে সফল ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছে।

আর আমাদের মধ্যে যারা অলস বা পরিশ্রম করতে চায়না দেখবেন তাদের জীবন কখনোই সফল হয় না। তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তারা ব্যর্থ হয় কারণ তারা পরিশ্রমকে ভয় পায়। সফলতার সাথে পরিশ্রম অতঃপরভাবে জড়িত। সফলতার মূল মন্ত্র হলো পরিশ্রম। তাছাড়া কখনোই একজন ব্যক্তি সফল হতে পারেনা।

তাই আমরা যদি কেউ জীবনের সফল হতে চাই বা ব্যর্থতাকে আড়াল করে এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে যদি আপনি পরিশ্রম করে এগিয়ে যান তাহলে সফলতা আজ হোক কাল হোক আসবেই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সহজ কথায় বলতে গেলে পরিশ্রম বিফলে যায় না। হ্যাঁ আমাদের সমাজে যারা অলস ঠিকমতো কাজ করতে চায় না তাদের দ্বারা কখনো সফলতা অর্জন করা সম্ভব না কারণ পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি।