আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে সময়। সময়কে যে যত বেশি মূল্যায়ন এবং কাজে লাগাতে পারবে সে তত জীবনে সফল হতে পারবে। আপনার জীবনের প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ আর সেই মুহূর্তটা কখনোই ফিরে আসবে না যেটি চলে যাবে। সময়ের গুরুত্ব এত বেশি দিতে হবে যে সময় চলে গেলে সেটি আর ফিরে আসবে না সেই ব্যাপারটি অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে।
বর্তমানে আমরা সময়ের এত বাজেভাবে অযথা ব্যবহার করছি যে আমাদের জীবনের বেশিরভাগ সময় অযথা অবহেলায় চলে যাচ্ছে। আমরা আমাদের সময়কে এখন তুচ্ছ মনে করছি। সোশ্যাল মিডিয়া এবং নানান প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের সময় খুবই অবহেলায় কাটছে। আমরা যে কিভাবে আমাদের সময়কে অবচয় করছি সেটা হয়তো অনেকেই বুঝতে পারছি না। কিন্তু যখন সময় চলে যাবে তখন হয়তো আমাদের আর সময় ফিরে পাওয়ার মতো সুযোগ থাকবে না।
আপনি যত মনিষী এবং সফল ব্যক্তিদের জীবন দেখবেন তারা তাদের জীবনে সময়কে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং কাজে লাগিয়েছে। তারা তাদের সময়কে এমন ভাবে কাজে লাগিয়েছে যে তাদের জীবনে অযথা সময় অপচয় করেনি আমাদের মত। তারা যদি আমাদের মতো এভাবে সময়টা নষ্ট করতেন তাহলে তাদের জীবনে কখনোই সফল হতে পারতেন না। তারা আজ এই অবস্থানে আছে এটার একমাত্র কারণ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার।
তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময়ের সঠিক ব্যবহার করা এবং সময়কে গুরুত্ব দিয়ে সেটিকে কাজে লাগানো। বাংলা একটি প্রবাদ আছে সময় গেলে সাধন হবে না। এই কথাটি অবশ্যই সত্যি। সময় চলে গেলে আর সেটি কখনোই ফিরে আসবে না। আমাদের প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আপনার জীবনের যে সময়টি চলে গেছে প্রতি সেকেন্ডের জন্য যদি আপনি কোটি টাকা খরচ করেন না কেন সেটি আর ফিরে পাবেন না। তাই এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন সময়ের গুরুত্ব দিতে হবে জীবনে সফলতা পেতে হলে।
ধন্যবাদ ।