ফেসইবুকে সমালোচনা ও কটুক্তিsteemCreated with Sketch.

in hive-129948 •  last year 

sad-4207079_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা যারা বর্তমানে স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকেরই ফেসবুক একাউন্ট থাকে। ফেসবুক একাউন্টের মাধ্যমে আমরা আমাদের বন্ধুদের সাথে এবং পরিবার-পরিজনের সাথে কানেক্টেড থাকতে পারি। এটি ফেসবুকের একটি বড় সুবিধা বলা চলে। বর্তমানে ফেসবুকের মাধ্যমে কেউ চাইলে তার ভালো সুবিধাগুলো নিতে পারবে আবার এই ফেসবুকের মাধ্যমে কেউ চাইলে বাজে কাজও করতে পারবে। ফেসবুকে যে যেভাবেই ব্যবহার করে তার জন্য তেমন।

ফেসবুক হচ্ছে একটি ওপেন প্লাটফর্ম যার মধ্যে মানুষ চাইলেই যা ইচ্ছা শেয়ার করতে পারে। বর্তমানে একটি বিষয়ে আমি খুব বেশি দেখছি ফেসবুকের মধ্যে সেটা হচ্ছে মানুষকে নিয়ে আজেবাজে সমালোচনা ও কটুক্তি অনেক বেশি করা হচ্ছে। মানুষকে নিয়ে এমনভাবে সমালোচনা করা হয় যেটা যে মানুষকে নিয়ে করা হয় তার সম্মানহানি হচ্ছে। অনেক সময় আমাদের প্রিয়জন অথবা বন্ধুদের কমেন্টসের মাধ্যমে হাসি ছলে তাদের ছোট করা হচ্ছে। যে খারাপ কমেন্ট করছে সে সেটা বুঝতে পারছে না কিন্তু অপরপক্ষে জন্য অনেক সম্মানহানিকর।

সমালোচনা ও কটুক্তি দুইটা আলাদা ব্যপার। আপনি কোন ব্যক্তি অথবা কাউকে নিয়ে চাইলে গঠনমূলকভাবে তার সমালোচনা করতে পারেন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি চাইলেই সেই ব্যক্তিকে নিয়ে তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আজেবাজে কটুক্তি করতে পারবেন না। কিন্তু বর্তমানে ফেসবুকে যা সমালোচনার নামে করছে সেটা সমালোচনার নামে কটুক্তির পর্যায়ে চলে যাচ্ছে। মানুষকে নিয়ে আজেবাজে কথা বলছে এবং গালিগালাজ করছে যেটা মোটেও উচিত নয়।

বিশেষ করে আমাদের দেশের সেলিব্রিটিদের নিয়ে অনেক বেশি সমালোচনা হয় ফেইসবুকে। এটি মূলত যারা করে হয়তো সেই সেলিব্রেটিকে তাদের পছন্দ নয়। আপনার পছন্দ না হলে তার কাজকে আপনি ইগনোর করতে পারেন। কিন্তু সে ব্যক্তিকে নিয়ে আপনি চাইলেই তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কটুক্তি রটাতে পারবেন না এই অধিকার আপনাকে দেওয়া হয়নি।

তাই আমাদের উচিত ফেসবুকে মানুষদের নিয়ে আজেবাজে সমালোচনা ও কটুক্তি বন্ধ করা। সমালোচনা করতে চাইলে সেই ব্যাপারটি নিয়ে আগে সঠিক ধারণা নিন। তারপর আপনি চাইলে গঠনমূলক সমালোচনা করতে পারেন। আশা করি আমার পোস্টটি সবার অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম ঠিক বলেছেন ফেসবুকে কটুক্তির স্বিকার হয় বেশি সেলিব্রিটিরা।আর সব থেকে বেশি কটুক্তির স্বিকার হয় আমাদের দেশে।রাজনীতিবীদরাও এমন কটুক্তির স্বিকার হয়ে থাকে।আসলে তাই যে যেমন ভাবে ব্যাবহার করে ফেসবুক তেমন।কেউ উপকৃত হচ্ছে আবার কেউ অপকৃত। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।