মানুষ তার সময় এবং ভাগ্যের হাতে সবসময় বন্দি। এখন আপনি হাসছেন আবার কিছুক্ষণ পর আপনি কাঁদতেও পারেন। এখন আপনার মন ভাল কিছুক্ষণ পর আপনার মন খারাপ হয়ে যেতে পারে। আপনাকে ঘিরে ধরতে পারে অনেক বিষন্নতায়। খুবই আনপ্রেডিক্টেবল আমাদের এই ছোট্ট একটি জীবন।
আজ যে আপন মানুষ গুলো আপনার পাশে আছে এমন সময় আসবে যখন কেউ আপনার পাশে নাও পেতে পারেন । সময়ের পরিক্রমায় আপন মানুষগুলো পর হয়ে যায়। যে মানুষটি আপনার সাথে সবসময় ছিল সুখে দুখে সেও আপনার পাশে নাও থাকতে পারে।
আপনার ভাগ্য আপনাকে এই হাসাবে এই আবার কাঁদাবে। আপনি আজ হাসছেন বলে এই নয় যে সারা জীবন আপনি হাসবেন ও সারা জীবন আপনার হাসি খুশিতে কেটে যাবে। আবার এটাও সঠিক নয় যে আজ আপনি কাঁদছেন বলে সারা জীবন আপনাকে কান্নাই করতে হবে। এমন হতে পারে আপনার জীবন আজকের পর থেকে কান্না নাও থাকতে পারে সারা জীবনে।
আমাদের সময় এবং ভাগ্য কখনোই অনুকূলে থাকে না। আপনি চাইলেও সব সময় আপনার অনুকূলে রাখতে পারবেন না। তবে আজ আপনি আনন্দে আছেন বলে বেশি আত্মহারা না হয়ে আগামীকাল দুঃখ আসতে পারে এটাও চিন্তা আপনার মাথায় রাখতে হবে। আমাদের জীবনটা এমনই।
আবার তীব্র হতাশায় ভেঙ্গে না পড়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য। আমাদের জীবনের যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। ঠিক যেমন ঝড় সব সময় থাকে না, দুঃখ-কষ্ট আসবে আবার সেটি চলেও যাবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। যারা ধৈর্য ধরে এই সময়টি পার করতে পারে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে। আমাদের এই ক্ষণিকের জীবনে কোন কিছুই স্থায়ী নয়। তাই এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে ।।
ধন্যবাদ।