আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের জীবন অনেক সুন্দর। যদি সেটা সুশৃংখলভাবে পরিচালনা করা যায়। কিন্তু বর্তমানে মানুষ তার জীবনকে এমনভাবে পরিচালনা করে যে সুখী হওয়া খুঁজতে গিয়ে সে উল্টো আরো দুঃখী হয়ে যায়। জীবনকে প্রকৃত সুখী করার পদ্ধতিকে আরও কঠিন করে ফেলছে। মানুষ যা করলে সুখী থাকতে পারবে তার উল্টাটা করছে।
যেমন মানুষ চায় অনেক বেশি টাকা ইনকাম করতে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সুখী থাকতে। কিন্তু মানুষ টাকা উপার্জন করার জন্য উল্টা নিজের জীবনকে দুর্বিষও করে তুলছে। টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ তার প্রকৃত সুখ কে নষ্ট করছে। টাকা কি অনেক গুরুত্বপূর্ণ মনে করছে যার কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।
এখন প্রত্যেকটা মানুষের চাওয়া-পাওয়া অনেক বেশি। যার কারণে মানুষ এখন অনেক বেশি মনের মধ্যে আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। যার ফলশ্রুতিতে মানুষ তার চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য এমন সব কার্যকলাপ করে যার ফলে সে সুখী হওয়ার বদলে নিজের জীবনে আরো অনেক বেশি সমস্যা বয়ে আনে। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না এবং তার অনেক বেশি চাওয়া পাওয়া আরো দিন দিন বৃদ্ধি পায়।
তাই পরিশেষে এটাই বলব জীবনে সুখী হতে হলে এত বেশি কিছুর প্রয়োজন নেই। প্রতিদিনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারলে এত বেশি কিছুর চাওয়া পাওয়াকে দূরে রাখলেই জীবনে সুখী হওয়া যায়। তাই নিজের চাওয়া পাওয়াকে ছোট করুন সুখী হওয়ার জন্য এটাই অনেক বড় গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ