ছাত্র বয়সে নিজেকে সফল ভাবে গড়ে তোলার উপায়steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

domestic-life-2364990_1280.png
কপিরাইট ফটো সোর্স- পিক্সাবেয়

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আমার প্রিয় শিক্ষার্থী ভাই-বোনদের উদ্দেশ্যে কিছু কথা লিখব, নিজেকে কিভাবে ছাত্র বয়সে সফলভাবে গড়ে তোলা যায়।

প্রথমত উপার্জনের জন্য ছাত্র বয়সে কিছু করার চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্তত আমাদেরকে টিউশনি করে হলেও কিছু আয় করার চেষ্টা করতে হবে। অনেকে হয়তো প্রথমদিকে বলবে যে ভাইয়া আমি তো কোন কাজই পাচ্ছি না। আপনাকে টিউশনি বা অন্যান্য কাজ পাওয়ার জন্য অবশ্যই লজ্জাহীনতা বাদ দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেকেই ভাবতে পারেন টিউশনি করালে মানুষ কি ভাববে। লোকে কি বলবে এই ভেবে লজ্জা পেলে চলবে না। কারণ এই লোকেরা তো আর আপনাকে চলার পয়সা দিবে না। দিনশেষে আপনাকে আপনার প্রয়োজন মিটানোর জন্য অর্থ উপার্জন করতে হবে। ছাত্র বয়সে হয়তো আপনাকে অনেক বেশি উপার্জন করতে হবে এমন নয় নিজের খরচ মিটানোর মত অর্থ উপার্জন করার চেষ্টা চালিয়ে যেতে হবে।

দ্বিতীয়ত আপনাকে আপনার পরিবারকে বেশি সময় দিতে হবে। আপনার অবসর সময় গুলো পরিবারের সাথে কাটাতে হবে। গৃহস্থালী কাজে বাবা-মাকে সাহায্য করতে হবে। আপনার নিজের রুম আপনাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিজের পরিধানরত কাপড় নিজেকেই ধুতে হবে। মানে এক কথায় আপনাকে আপনার নিজের কাজগুলো নিজেই করে নিতে হবে। এই ব্যাপারে আপনার পিতা-মাতাকে কোন কষ্ট দেওয়া যাবে না। সকল বিষয়ে পিতা-মাতাকে এই বয়সে সাহায্য সহযোগিতা করতে হবে।

তৃতীয়তঃ এমন কোন কাজ করা যাবে না যাতে আপনার প্রতিবেশীরা কষ্ট পায়। সব সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতিবেশীরা যেন নীরবে কষ্ট না পায় । কারণ ছাত্র বয়সে বা যুবক বয়সে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই আপনাকে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আপনার প্রতিবেশীদের কখনো না কখনো তাদের সাহায্যের প্রয়োজন হতে পারে তাই তাদেরকে আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে যেন তারা কোনো ব্যাপারে কষ্ট না পায়।

ছাত্র বয়সে বেশি রাত জাগা যাবে না। বর্তমানে আমাদের যুবকদের একটি সমস্যা তারা রাত জেগেই স্মার্টফোন ব্যবহার করে স্মার্টফোনের নেশায় তাদের আকৃষ্ট করে রেখেছে। রাত দশটা থেকে ১১ঃ০০ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে এবং সকালে উঠে লেখাপড়া করতে হবে। নিজেকে সফলভাবে গড়ে তুলতে হলে আপনাকে স্মার্টফোনের হয়তোক ব্যবহার পরিহার করতে হবে। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!