"কুমোরটুলি" পরিদর্শনের আজ চতুর্থ ও অন্তিম পর্ব । আশা করছি বিগত তিনটি পর্ব আপনাদের কাছে উপভোগ্য হয়েছিল । গত তিনটি পর্বে আমি মৃৎশিল্প নিয়ে কিছু অল্প স্বল্প ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে । প্রথম পর্বে মৃৎশিল্পের জন্য মাটি সংগ্রহ ও প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ নিয়ে আলোকপাত করেছিলাম । দ্বিতীয় পর্বে শিল্পের উপযোগী মাটি প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করেছিলাম । তৃতীয় পর্বে মৃৎশিল্পের মূর্তি নির্মাণের জন্য কাঠামো তৈরী প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে জ্ঞাত করেছিলাম ।
আজকের পর্বে জানাবো মাটির মূর্তি তৈরীর শেষ ধাপ সম্পর্কে । কাঠামো তৈরী শেষ হলে আগের থেকে প্রস্তুত করে রাখা মাটির সাথে পরিমাণমতো জল মিশিয়ে সেই মাটি খড়ের কাঠামোর ওপর চাপানো হয় । প্রথমে অর্ধ তরল মাটি ভালো করে খড়ের কাঠামোর ওপর লেপে রোদে শুকানো হয় ৩-৪ দিন ধরে । এর ফলে শুকনো খড়ের ওপর মাটির একটা স্থায়ী পাতলা আস্তরণ তৈরী হয়ে যায় ।
এরপরে তুলি দিয়ে অল্প অল্প জল লেপে দেওয়া হয় সেই শুকনো মাটির আস্তরণের ওপর । এতে শুকনো মাটির স্তরের ওপর একটা চটচটে আস্তরণ তৈরী হয় । ফলে তার ওপর মাটি ধরে ভালো । এবার তাল তাল মাটি চাপানোর কাজ শুরু হয় কাঠামোতে । মাটি চাপানো শেষে বাঁশের তৈরী বিভিন্ন টুলস দিয়ে মাটির সেই কাঠামোকে ধীরে ধীরে একটি মানুষ বা প্রাণীর আকৃতি দেওয়া শুরু হয় ।
বেশ কিছুদিন ধরে চলে এই প্রক্রিয়া । মাথা, হাত, বুক, পেট, কাঁধ, কোমর, পা সকল স্থানেরই শেপ একদম নিখুঁত করার পরে রোদে শুকানোর পালা । অনেক ক্ষেত্রে অক্সি-আসিটিলিন শিখা ব্যবহার করে কাঁচা মাটির মূর্তি শুকানো হয় । রোদে শুকালে ১৪-১৫ দিন একটানা লাগে রোদে দেওয়া ।
কাঁচা মাটির মূর্তি শুকিয়ে গেলে শুরু হয় রং করার পালা । প্রথমে সাদা খড়ি রং ব্যবহার করা হয় । এটা হলো বেজ কালার । এই কালারের তিন পোঁচ দেওয়ার পরে যে কোনো রং দিলে সেটা ফুটবে। না হলে রং ফুটবেও না, ঔজ্বল্যও বাড়বে না । বেজ কালারের ওপর যেখানে যে রং দেওয়ার দরকার সেই রং দিয়ে রঙের কাজ সম্পূর্ণ করা হয় । এ কাজটাও খুব সময়সাপেক্ষ । ৮-১০ দিন লেগে যায় সম্পন্ন হতে ।
সব শেষে মূর্তির অলঙ্করণের কাজ । এটি সম্পন্ন হলেই মূর্তি একদম রেডি ।
তো এই ছিল আমার চারটি পর্ব জুড়ে সম্পূর্ণ একটি মাটির মূর্তি তৈরির প্রক্রিয়া গুলোর সংক্ষিপ্ত বর্ণনা । ফটোগ্রাফির সাথে সাথে এগুলো শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে । আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে ।
মাতৃ মূর্তির পাশাপাশি অসুর এবং সিংহের মূর্তি নির্মাণও চলছে পুরোদ্যমে ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : D5600
ফোকাল লেংথ : ৮৬ মিমিঃ
এই দূর্গা মূর্তিটির কাঠামোর কাজ শেষ । এখন মাটির কাজ চলছে ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হুল বিদ্রোহ (সাঁওতাল বিদ্রোহ) কে স্মরণ করে মূর্তি । ১৯ শতকে বৃটিশ সরকার ও তাদের পা চাটা জমিদারশ্রেণীর বিরুদ্ধে সাঁওতালদের এই বিদ্রোহ চির স্মরণীয় হয়ে আছে ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
প্রথম ফোটোতে মূর্তির মাটির কাজ সমাপ্ত, খড়ি রঙের কাজ চলছে । আর দ্বিতীয় ফোটোতে খড়ি রঙের কাজ শেষ, এখন মূল পর্বের রঙের কাজ শুরু হয়েছে ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
কুমোরটুলির পুরোনো কলকাতার ঘরবাড়ি । শতাব্দী প্রাচীন এসব ঘরদোর ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
কুমোরটুলি থেকে এখন আমরা বিদায় নিচ্ছি । পুরোনো কলকাতার স্মৃতি বিজড়িত এই স্থানটি ছেড়ে যেতে মন যেন কেমন একটু করছে ।
তারিখ : ২৭ জুলাই ২০২৩
সময় : বিকাল ৬ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : D5600
ফোকাল লেংথ : ৮৬ মিমিঃ
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://steemit.com/hive-129948/@rme/5jzjj6
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit