প্রকৃতি প্রেমিক

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার,

আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন।আমিও ভাল আছি ঈশ্বরের কৃপায়।

আজ আমার ভালো লাগার প্রকৃতিকে নিয়ে কিছু বলতে চাই, আসলে প্রকৃতি কার না ভালো লাগে। সবার পছন্দের সেরা হলো এই প্রকৃতি। আমার নিজের করা ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের সামনে।

ডিভাইসঃ রেডমি নোট ৮ প্রো
লোকেশনঃ উত্তরা দিয়াবারি, ঢাকা, বাংলাদেশ।

অনেকদিন থেকেই ভাবছিলাম যে
সূর্যের একটা ভিডিও বানাবো। তাই বানিয়ে ফেললাম জানি না সবার কেমন লাগবে, আমার কিন্তু অনেক ভাল লাগছে।

হঠাৎ একদিন বিকেলবেলা উত্তরা দিয়াবাড়িতে ঘুরতে গেলাম, ঠিক সে সময় মেট্রোরেল প্রকল্প এর পাশ থেকে পড়ন্ত বিকেলের এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। ঠিক তখনই ঠিক করলাম যে এটার একটা ভিডিও বানিয়েই ফেলবো। এবং বানিয়ে ফেললাম।

উত্তরা দিয়াবাড়ি এলাকাটার চারপাশ ফাকা জায়গা, গাছ, লেক সব মিলিয়ে অনেক সুন্দর। সবচেয়ে মনোমুগ্ধকর ব্যাপার হলো শরৎকালে পুরো এলাকাটা বিস্তৃত থাকে কাঁশফুলে, যেদিকে তাকাই শুধু সাদা আর সাদা। এক পাশে কাশফুল ভরা মাঠ, অপর পাশে মেট্রোরেল, লেক, গভঃ বিল্ডিং, সব মিলিয়ে অসাধারন সৌন্দর্য।

আমি আসলে ঘুরতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে
নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল ইত্যাদি সব কিছু আমাকে অনেক টানে, মন খারাপ থাকলেই আমি চলে যাই নির্জন কোন জায়গায়।আর উপভোগ করতে থাকি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যেটা আমার মনকে অনেক শান্তি দেয়।

আর এই প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যাপচার বা ভিডিও বানাতে আমরা অনেক বেশি ভালো লাগে। যার জন্য মাঝে মাঝেই আমি হারিয়ে যাই যান্ত্রিক শহর থেকে প্রকৃতির মাঝে।

প্রকৃতিকে অনেক ভালবেসে ফেলেছি আমি, সব সময় প্রকৃতির প্রেম আমাকে টানে, এক কথায় বললেই চলে আমি একজন প্রকৃতি প্রেমিক।

আজ এই পর্যন্তই থাক। সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন। পরবর্তীতে প্রকৃতির আরো অনেক গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিয়াবাড়ি উত্তরায় প্রচুর গিয়েছি এবং সেখানে পরিবেশটা অনেক চমৎকার। ঢাকা থেকে মানুষ একটু শান্তির নিশ্বাস নেওয়ার জন্য উত্তরা দিয়া বাড়ি তে যায়। সেখানে সূর্যাস্ত দেখা অনেক চমৎকার একটি বিষয়। আপনি সেই দৃশ্যটি ধারণ করে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু, আমার ভিডিওটা দেখার জন্য, উত্তরা দিয়াবাড়ি এমন একটা জায়গা যেখানে অনেক বার যাওয়ার পরেও বার বার যেতে ইচ্ছে করে। ভালো লাগার জায়গা দিয়াবাড়ি।

প্রকৃতির এমন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমি এখানে মেট্রোরেল প্রকল্প শুরু হওয়ার আগে গিয়েছিলাম। এই জায়গায় বিকাল বেলা গেলে প্রকৃতির এই সুন্দর রুপ দেখতে খুবই ভালো লাগে। আমি সেখানে অনেকক্ষন ছিলাম আর এই সুন্দর দৃশ্য উপভোগ করেছি। অনেক দিন পর আপনার ভিডিওর মাধ্যমে এই সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর পরিবেশে একা একা বসে থাকলে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আগের থেকে এখন আরো সুন্দর পরিবেশ, চলে আসবেন সময় করে অনেক ভালো লাগবে এখন। আসলে দৃশ্যটি এত সুন্দর ছিলো ভিডিও করতে দুইবার ভাবি নি। অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। সামনে যেনো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা আশা করছি।

আসলেই ভাই প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে ৷ প্রকৃতিকে সবাই কম বেশি ভালোবাসে ৷ প্রকৃতির এমন সৌন্দর্যের মাঝে থাকতে ঘুরতে আমারও অনেক বেশি ভালো লাগে ৷ তবে যাই হোক আপনি প্রকৃতির দারুণ একটি ভিডিও ধারণ করেছেন ৷ আপনি যে প্রকৃতি প্রেমি তা আপনার কাজ দেখেই বোঝা যাচ্ছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমার পোস্ট টা দেখে প্রসংশা করার জন্য। হ্যা এটা ঠিক সবাই কম বেশি প্রকৃতিকে ভালোবাসে। আর এই প্রকৃতিকে ঘিরেই আমাদের বসবাস। প্রকৃতির সৌন্দর্য্য আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে।

সত্যি ভাইয়া প্রকৃতির সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে। আপনি চমৎকার একটি ভিডিও শেয়ার করেছেন,যা দেখে অনেক ভালো লাগল। আসলে মন খারাপ থাকলে প্রকৃতির মাঝে ঘুরতে গেলে, এমনিতে মন ভালো হয়ে যায়।ধন্যবাদ আপনাকে।

হ্যা একদম ঠিক বলছেন মন খারাপের দিনে এমন প্রকৃতির মাঝে মিশে যেতে পারলে অনেক ভালো লাগে। মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ধন্যবাদ আপু আপনাকেও আমার পোস্টটি মন দিয়ে পড়ার জন্য।

যেহেতু গ্রামে বাস করি তাই প্রকৃতির অপরূপ দৃশ্য নিজের আশেপাশে ঘিরে রেখেছি। শহরের কোলাহল পরিবেশ থেকে গ্রামের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব সহজেই খুঁজে পাওয়া যায়। যাইহোক দিয়াবাড়িয়ার সৌন্দর্য সম্পর্কে আমি অবগত আছি।

আসলে গ্রাম হল প্রকৃতির নীলাভূমি। আর আপনি সে গ্রামেই বাস করেন। আমারও ইচ্ছে করে গ্রামে থাকতে কিন্তু জীবিকার্জনের জন্য সেটা হয়ে ওঠে না, তাই আশে পাশেই খুজে নেয় আমাদের গ্রাম্য পরিবেশ। ধন্যবাদ আপনাকে

আমি আপনার মত একজন প্রকৃত প্রেমিক। আমার কাছে তো প্রকৃতির মাঝে ঘুরতে ভীষণ ভালো লাগে। আমার যখনই মন খারাপ হয় বা ঘুরতে ইচ্ছে করে তখনই বাইক নিয়ে ঘুরতে চলে যাই। আপনি সূর্যের যে ভিডিওটি শেয়ার করেছেন আমাদের মাঝে ওইটি তো আমার মন কেড়ে নিয়েছে। এই ভিডিওটি দেখার সময় আমি তো ভিডিওর মাঝে হারিয়ে গিয়েছিলাম। সত্যি এরকম জায়গা গুলোতে ঘুরতে ভীষণ ভালো লাগে। ঘুরাঘুরি করতে কেনা পছন্দ করে। ভিডিও দেওয়ার কারনে একটু বেশি খুশি হয়েছি। খুবই ভালো ছিল আপনার পোস্ট।

শুনে অনেক ভালো লাগলো যে আপনিও আমার মতো প্রকৃতি প্রেমিক। প্রাকৃতিক পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগে আমার। মন চাইলেই ছুটে যাই আজানাই। ধন্যবাদ আপনাকে। আমার দেয়া ভিডিও আপনাকে খুশি করতে পেরেছে এটা শুনেই আমার অনেক ভালো লাগছে। সামনে যেনো এমন আরো ভিডিও পোস্ট করতে পারি তার জন্য সহযোগিতা আশা করছি।

বিকেলের এই পরিবেশটা সত্যি আমাকেউ মুগ্ধ করেছে। আহ কী সুন্দর পরিবেশ। এবং আপনার ভিডিও টি চমৎকার ছিল এবং ব‍্যাকগ্রাউন্ড গানটাতো 💕। দারুণভাবে ভিডিও টা ধারণ করেছেন ভাই।।

হ্যা বিকেলটা সুন্দর হইলে মনটাও ভাল হয়ে যায়। চেস্টা করেছি ভিডিওটা সবার গ্রহণযোগ্য করার জন্য, কতটুকু হয়েছে জানি না। ধন্যবাদ আপনাকে

উত্তরা দিয়া বাড়ির সৌন্দর্য অনেক বেশি মনোমুগ্ধকর। ছোটবেলায় গিয়েছিলাম অনেকবার। যখন কাশ ফুলে ভরা থাকে তখন বেশি সুন্দর লাগে। আকাশের সৌন্দর্য নিয়ে মেঘের ভিডিওটি খুব ভালো লেগেছে। এবং ভিডিওর সাথের গানটি আমার বেশ পছন্দের একটি গান।

ধন্যবাদ আপু, ভিডিও টি করেছিলাম মনের ইচ্ছে মিটাতে আর এটা সবার মাঝে শেয়ার করতে পেরে আরও বেশি ভাল লাগছে। আমার পাশে আপনাদের এভাবে পেলে আর ভালো কিছু করার চেস্টা করবো।

ঘুরাঘুরি করতে আপনি অনেক বেশি ভালোবাসেন এটা জেনে খুবই ভালো লাগলো ব্যক্তিগতভাবে আমিও ঘুরাঘুরি করতে খুবই ভালোবাসি। আমি মনে করি যারা ব্লগিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে তারা সকলে কোথাও যদি ঘুরতে যায় চেষ্টা করে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য। উত্তর দিয়াবাড়ি ঘুরতে গিয়ে খুবই চমৎকার একটি ভিডিও করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পছন্দ করেনা এরকম মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না।

ধন্যবাদ আপনাকে। এটা ঠিক আমরা যারা ঘুরাঘুরি করি তারা সকলেই কিছু ফটো বা ভিডিও করে থাকি। স্মৃতি হিসেবে এগুলাই রয়ে যায়।

আহা কি দারুন গান অ্যাড করেছেন দাদা ভিডিওটার সাথে 👌। এক মনে তাকিয়ে দেখছিলাম আর গানটা শুনছিলাম। কখন যে ধুম করে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। দারুন ছিল পুরো আয়োজনটা ❤️। আমিও প্রকৃতি ভালোবাসি। ইট পাথরের এই শহর থেকে এমন নিরিবিলি কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে খুব। একটু হলেও তো নিজেকে খুঁজে পাওয়া যাবে তাহলে।

হ্যা ঠিক বলছিস একদম। ইট পাথরের শহর থেকে নিরিবিলি কোথাও হারিয়ে যেতে অনেক ভালো লাগে নিজেকে চাংগা করে নেয়ার জন্য। অনেক ধন্যবাদ তোকে মন দিয়ে পোস্ট টা পরার জন্য।