হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন ।আমিও ভালো আছি। আজকে আমি লেভেল চার এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এসেছি।লেভেল চার এর ক্লাস থেকে আমি অনেক কিছু শিখেছি । অনেক কিছুই অজানা ছিল সেগুলো লেভেল চার এর ক্লাস থেকে শিখতে পেরেছি। আসলে প্রত্যেক টা লেভেল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো। লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল ফোর পর্যন্ত সকল শিক্ষকগণ অনেক অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন, তাদের কাছ থেকে আমরা সকলেই অনেক কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ জানাই সকল শ্রদ্ধেয় শিক্ষকগণদের। @rupok ভাইয়া ভালো ভাবে আমাদের লেভেল ফোর এর ক্লাসে সবকিছু বুঝিয়েছে । লেভেল ফোর এর ক্লাস করে আমি যতটা বুঝতে পেরেছি তার থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে যাচ্ছি।
প্রশ্ন:১. p2p কি ?
উঃ
ব্যাক্তি থেকে ব্যক্তিকে ট্রান্সফার করাকে p2p বলে। P2p মাধ্যমে আমরা একজন আরেকজনের আইডিতে steem, sbd সব কিছু ট্রান্সফার করতে পারি, তবে তার জন্য যুক্তিসম্পন্ন বিশেষ কারণ থাকতে হবে এবং মেমোতে উল্লেখ করতে হবে। যদি মেমোতে উল্লেখ করা না হয় তাহলে দুইটা আইডি একজনের বলে ধরে নেওয়া হবে।
প্রশ্ন:২. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উঃ
P2p মাধ্যমে আমার স্টিমিট একাউন্ট থেকে @level4test এ 0.001 sbd সেন্ড করেছি আমি। SBD সেন্ড করার জন্য প্রথমে আমি ওয়ালেটে গিয়েছি। তারপর স্টিম ডলার অপশনে ক্লিক করেছি ।ট্রান্সফার অপশন এ ক্লিক করে এরপর অ্যামাউন্ট অপশনে আমি অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি 0.001। এরপর মেমো অপশনে আমি কেন পাঠাচ্ছি তা লিখে দিলাম For level 4 exam test। এরপর আইডির নাম লিখে দিলাম@level4test। তারপর একটিভ কি দিয়ে পাঠিয়ে দিয়েছি।
প্রশ্ন:৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।?
উঃ
P2p মাধ্যমে আমার স্টিমিট একাউন্ট থেকে @level4test এ 0.001 Steem সেন্ড করেছি আমি। Steem সেন্ড করার জন্য প্রথমে আমি ওয়ালেটে গিয়েছি। তারপর স্টিম অপশনে ক্লিক করেছি ।ট্রান্সফার অপশন এ ক্লিক করে নিলাম ।এরপর অ্যামাউন্ট অপশনে আমি অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি 0.001। এরপর মেমো অপশনে আমি কেন পাঠাচ্ছি তা লিখে দিলাম For level 4 exam test। এরপর আইডির নাম লিখে দিলাম @level4test। তারপর একটিভ কি দিয়ে পাঠিয়ে দিয়েছি।
প্রশ্ন:৪. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।?
উঃ
P2p মাধ্যমে আমার স্টিমিট একাউন্ট থেকে @level4test এ 0.01 Trx সেন্ড করেছি আমি।প্রথমে আমি আমার ওয়ালেটে গিয়েছি। এরপর trx অপশনে ক্লিক করলাম। তারপর আমি ট্রান্সফার অপশনে ক্লিক করে নিলাম। এরপর অ্যামাউন্ট অপশনে এমাউন্ট বসিয়েছি 0.01 । Tron private key দিয়ে Trx পাঠিয়ে দিয়েছি।
প্রশ্ন:৫. Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।?
উঃ
SBD থেকে Steem এ Convert করার জন্য সর্বপ্রথম আমি Steemwallet এ গিয়েছি । তারপর সেখান থেকে steem এর পাশে arrow চিহ্ন তে ক্লিক করেছি, তারপর currency market এ ক্লিক করেছি । তারপর Total এর জায়গায় কত SBD convert করব তার পরিমাণ লিখলাম এবং Buy Steem এ ক্লিক করলাম এবং SBD থেকে Steem Convert হয়ে গেল ।
প্রশ্ন:৬. Poloniex Exchange site এ একটি Account Create করুন।?
উঃ
Poloniex গিয়ে sign up ক্লিক করতে হবে । তারপর একটি email address দিতে হবে। এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে আবার পাসওয়ার্ড দিতে হবে। Referral code ঘরে কিছু দেওয়া লাগবে না। captcha verify করতে হবে। নিচে থাকা ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এরপর ইমেইলে একটি লিঙ্ক পাঠানো হবে। সেখান থেকে ইমেল ভেরিফাই করতে হবে। তাহলে poloniex একাউন্ট তৈরি হয়ে যাবে।
প্রশ্ন:৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন?
উঃ -
প্রথমে poloniex একাউন্টে যাব ।এরপর ওয়ালেটে ক্লিক করব ।এরপর ডিপোজিট অপশনে ক্লিক করব। এরপর সার্চ অপশনে স্টিম লিখে সার্চ দিব ।স্টিম অপশনে ক্লিক করব। তারপর এরপর এড্রেস ও মেমো কপি করব। এরপর স্টিমিট ওয়ালেটে যাব ।তারপর কপি করা এড্রেস দিয়ে দিব। কপি করা মেমো অপশনে মেমো দিয়ে দিব । এরপর এমাউন্ট অপশনে এমাউন্ট বসিয়ে নেক্সট অপশন এ ক্লিক করব। তারপর Active key দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম।
প্রশ্ন:৮. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন?
উঃ
Poloniex গিয়ে প্রথমে আমি ডিপোজিটে ক্লিক করলাম। তারপর সার্চ Trx লিখেছি।Trx এ ক্লিক করে নিলাম।তারপর TRC20 ক্লিক করে নিলাম। এরপর আমি এড্রেস ও মেমো কপি করে নিলাম। এরপর আমি স্টিমিট ওয়ালেটে গিয়েছি।Trx এ ক্লিক করে ট্রান্সফার বাটানে ক্লিক করে নিলাম। এরপর SWITCH TO TRON ACCOUNT Select করেছি। এরপর কপি করা এড্রেস দিয়ে দিলাম। মেমো অপশনে মেমো দিয়ে দিলাম।এমাউন্ট বসিয়ে নেক্সট এ ক্লিক করে নিলাম। তারপর Tron private key দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম।
প্রশ্ন:৯. Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?
উঃ
আমার Poloniex Account থেকে Steem এবং TRX কে USDT তে convert করার জন্য আমি আমার Poloniex Account থেকে Trade অপশনে ক্লিক করেছি । তারপর Steem এবং TRX convert করে নিয়েছি, এবং স্ক্রিনশট গুলো নিচে প্রদর্শন করলাম ।
আমি লেভেল 4 এর ক্লাস থেকে প্রফেসরদের মাধ্যমে যেগুলো শিখেছি সেগুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় @rupok ভাইয়া কে তার বুদ্ধি মত্তা দিয়ে অনেক কঠিন বিষয় গুলো সহজ করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার লেভেল চারের অর্জন দেখে খুশি হলাম। আশা করছি পরবর্তী ধাপগুলো আপনি আপনার চেষ্টা এবং অধ্যাবসায়ের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই,
সামনে আরো ভালো করার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা আশা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব গুলো বিষয়ের সাথেই আপনার ভালো ধারণা আছে। সুন্দর উপস্থাপন করেছেন। ট্রান্সফার সম্পর্কে ভালো আইডিয়া হয়েছে ।এই অর্জন ভবিষ্যতে কাজে দিবে। এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া,
এই অর্জন যেনো ধরে রাখতে পারি ভাইয়া। এই সব গুলো বিষয় অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যতে অনেক কাজে দিবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল চার অতিব গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই লেভেলে রয়েছে। আপনি যথাযথভাবে এটি আয়ত্ত করতে পেরেছেন দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে। এতো সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে লেভেল -৪ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।এই অধ্যায়টি আপনি সফলভাবে সম্পন্ন করেছেন। জেনে খুব ভালো লাগলো।আর আমাদের সম্মানিত এডমিন ও মডারেটরা এত সুন্দর ভাবে ক্লাসে বুঝিয়ে থাকেন যে একটু মনোযোগ দিলেই সফলভাবে যে কেউ সফলতা পাবে।আর আপনার জন্য শুভকামনা রইল। সামনে আরও এগিয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। হ্যা আমাদের সম্মানিত এডমিন ও মডারেটগণ এত সুন্দর ভাবে ক্লাসে বুঝিয়ে দিয়েছেন যে একটু মনোযোগ দিলেই সফলভাবে সফলতা পাওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ৪ অতিক্রম করতে পেরেছেন সেটা দেখে খুবই ভালো লাগলো এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালোভাবেই আপনি বিষয়গুলো ধরতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
আপনাদের সহযোগিতা আমাদের সামনে অগ্রসর হইতে সাহায্য করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit