অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুগণ,

আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি ঈশ্বরের কৃপায়।

আজ আমি আপনাদের সংগে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।

গত ০৪ নভেম্বর ২০২৩ ইং, তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে এইচ আর এবং কমপ্লায়েন্স বিষয়ের উপর একটি অ্যাসেসমেন্ট এর দায়িত্ব পাই। সেসব নিয়েই আজকের আয়োজন।

IMG_20231112_202616.jpg

অনেকদিন পর হঠাৎ করেই বিজিএমইএ থেকে ফোন আসলো যে আমাকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে এইচআর এবং কমপ্লায়েন্সের উপর একটি অ্যাসেসমেন্ট করতে হবে। আমিও হ্যাঁ বলে দিলাম। তারপর বিজিএমইএ থেকে তারা আমাকে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিলেন।

পরবর্তীতে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাসেসমেন্ট এর তারিখটা ঠিক করি ০৪ নভেম্বর।

বেক্সিমকো ট্রেনিং ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন লক্ষ্মী দিদি। অনেক ভালো মনের একজন মানুষ।

অনেক সহযোগিতা করেছেন আমাকে। অ্যাসেসমেন্ট শুরু করার আগেই তিনি সকল প্রশিক্ষণার্থীদের উপস্থিত রেখেছেন।

অফিস থেকে ঠিক ২ টায় বের হলাম বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্দেশ্যে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল জিরানি গাজিপুর এ। আমি জাহিদকে নিয়ে বাইকে সেখানে পৌছাইতে সময় লাগলো দেড় ঘন্টা।

ঠিক ৩:৩০ মিনিটে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে পৌঁছালাম এবং তাদের নির্ধারিত বাইক রাখার গ্যারেজে বাইক রাখলাম। নিয়ে গেল তারপর তারা তাদের নিজস্ব বাইক দিয়ে আমাদেরকে তাদের ট্রেনিং এর জন্য নির্ধারিত স্থানে নিয়ে গেলেন।

বেক্সিমকো এর ভিতরে ঢুকে এক অন্যরকম অনুভূতি হল। অনেক সুন্দর সাজানো-গোছানো পুরো এরিয়া। দেখে ছবি তুলতে খুব ইচ্ছা করছিল কিন্তু সাহস পাচ্ছিলাম না কারণ পাশে থেকে কয়েকজন বলেছিল যে ভাইয়া ভিতরে ছবি তোলা নিষেধ। যার কারনে ছবি তুলতে পারেনি।

অনেক বড় তাদের এরিয়া। গার্মেন্টস, টেক্সটাইল, সিরামিক ইত্যাদি সবগুলোই একই এলাকার মধ্যে।

সেখানে গিয়ে এক অন্যরকম অনুভূতি হল। এত বড় এরিয়া কিন্তু এত সুন্দর সাজানো গোছানো যা দেখে আমি প্রায় অবাক। ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে প্রায় সকল ধরনের গাছই সেখানে রয়েছে। আরো ভালো লেগেছে তাদের পাসপোর্টেশন সুবিধা। মেইন গেট থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা বাইক ব্যবহার করেন।

তারপর সেখানে অ্যাসেসমেন্ট শেষ করে এবং তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। সবাই খুব আন্তরিক।

অ্যাসেসমেন্ট শেষ করে ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে পুরো রাস্তা হেঁটে হেঁটে মেনগেট পর্যন্ত আসলাম এবং সৌন্দর্য উপভোগ করলাম।

IMG_20231112_202535.jpg

IMG_20231112_202557.jpg

IMG_20231112_202507.jpg

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যাসেসমেন্ট চলাকালীন দৃশ্য

আমাকে এত সুন্দর একটা জায়গাতে অ্যাসেসমেন্ট এর দায়িত্ব দিয়ে তা পরিদর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য বিজিএমইএ কর্মকর্তাদের অনেক ধন্যবাদ। এবং সার্বিক সহযোগিতার জন্য লক্ষ্মী রানী দিদিকে অনেক ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বিষয়অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ।
ফটো ক্রেডিট@amitroy
ডিভাইসরেডমি নোট ৮প্রো
লোকেশনজিরানি, গাজিপুর
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!