দ্বিতীয়বার মেট্রোরেলে ভ্রমণ এর অভিজ্ঞতা।

in hive-129948 •  10 months ago 

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি।

দ্বিতীয়বার মেট্রোরেলে ভ্রমণ এর অভিজ্ঞতা নিয়ে আজ আমি লিখতে যাচ্ছি।

মেট্রোরেল

IMG_20240123_222827.jpg

লোকেশন: মিরপুর ১১ মেট্রোরেল স্টেশন, ঢাকা।

সখের বশে প্রথমবার মেট্রোরেলে উঠেছিলাম যখন মেট্রোরেল প্রথম যাত্রা শুরু করে। তখন যাত্রা ছিলো অল্প মিরপুর ১১ থেকে উত্তরা উত্তর। কিন্তু এইবার যাত্রাটা একটু আলাদা।

অফিস এর কাজে ২৩ জানুয়ারী ২০২৪ ইং তারিখে আমি মালিবাগ এস বি অফিসে গিয়েছিলাম।

কাজ বিকেল ৪: ৪৫ মিনিটে শেষ হয়ে যাওয়াই আমি আর অফিস ফিরে না যেয়ে বাসাই যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

ভাবছিলাম যে কিভাবে যাবো মিরপুরে। মালিবাগ থেকে মিরপুর এর দূরত্ব খুব কম না। তার উপর পুরো রাস্তায় জ্যাম থাকে। হঠাৎ মনে পরলো যে এখন তো মতিঝিল থেকে মেট্রোরেল চলছে। তাই আমি মতিঝিল যাওয়ার জন্য ৬০ টাকা দিয়ে একটা রিকশা ভাড়া করলাম এস বি অফিস মালিবাগ থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন পর্যন্ত।

মতিঝিল শাপলা চত্বরের ঠিক পাশেই মেট্রো রেল স্টেশন।

মতিঝিল শাপলা চত্বর এবং মেট্রো রেল স্টেশন

IMG_20240123_213217.jpg

IMG_20240123_213308.jpg

লোকেশন: শাপলা চত্বর, মতিঝিল, ঢাকা।

রিকশা থেকে নেমে স্টেশনে যেয়ে যাত্রিদের চাপ দেখে আমার চোখ কপালে। নিয়ম মেনে আমি টিকেটের লাইনে দারালাম ৫: ১৮ মিনিটে। টিকেট এর অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলাম অনেক সময়। মানে অপেক্ষার সময় আর কাটছিলই না।

স্টেশনের ভিতরে টিকেট এর লাইন

IMG_20240123_223205.jpg

IMG_20240123_223134.jpg

IMG_20240123_223147.jpg

লোকেশন: মেট্রোরেল স্টেশন, মতিঝিল, ঢাকা।

অবশেষে প্রায় ৫৯ মিনিট পর আমি আমার কালকে তো টিকিট পেলাম।

কাঙ্খিত টিকেট

IMG_20240123_223104.jpg

লোকেশন: মেট্রোরেল স্টেশন, মতিঝিল, ঢাকা।

এরপর টিকেট পেয়ে সোজা হাটা শুরু করলাম প্লাটফর্ম এর দিকে। কারণ মানুষের যে চাপ তাতে তাড়াতাড়ি না গেলে ট্রেন মিস করতে হবে। বেশ তাড়াতাড়ি হেটে যেয়েও তেমন লাভ হলো না। এতো পরিমানে মানুষ আগে থেকেই জমায়েত ছিলো যা না দেখলে বুঝতে পারবেন না।

ট্রেনে উঠার আগে প্লাটফর্ম এর অবস্থা

IMG_20240123_223006.jpg

IMG_20240123_222946.jpg

লোকেশন: মেট্রোরেল প্লাটফর্ম, মতিঝিল, ঢাকা।

কোন রকম ভাবে ট্রেন এ উঠলাম। চেষ্টা করলাম গেট এর কাছে না দাড়ানোর। কারণ যাত্রি উঠা নামার সময় অনেক ঝামেলা হবে (পূর্বের পাবলিক বাসে যাতায়াতের অভিজ্ঞতা থেকে নেয়া)

খুব কষ্ট করে দাঁড়িয়ে ছিলাম ট্রেন ৫:২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে ছাড়লো ৫:২৩ মিনিটে।

একে একে সব গুলা স্টেশনে ক্রমান্বয়ে ট্রেন থামলো এবং যাত্রি উঠাল। এক পর্যায়ের ট্রেনে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে গিয়েছিলো।

মেট্রোরেলের মধ্যে

IMG_20240123_222924.jpg

IMG_20240123_222904.jpg

IMG_20240123_222841.jpg

লোকেশন: শাহবাগ, ঢাকা।

অনেক ভিড় ছিলো কারণ অফিস ছুটির সময়। এতো কষ্টের পর আমি আমার গন্তব্য মিরপুর পৌছালাম ঠিক ৩০ মিনিট পর।

মিরপুর ১১ স্টেশন

IMG_20240123_222808.jpg

IMG_20240123_222640.jpg

IMG_20240123_222659.jpg

লোকেশন: মিরপুর ১১, ঢাকা।

স্টেশনে নেমে আগে একটা সেল্ফি উঠালাম। ভালই লাগছিলো এত অল্প সময়ে মিরপুর চলে আসলাম।
আস্তে আস্তে নেমে আসলাম নিচে।

বেশ ভালো একটা অভিজ্ঞতা হলো আজ। কষ্ট হলেও যাত্রা টা কম। কখনো ভাবতেও পারি নি যে এতো তাড়াতাড়ি মতিঝিল থেকে মিরপুর আসবো।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!