।। মধুমাসে বাহারি ফলের সমাহার।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in hive-129948 •  2 years ago  (edited)

৩০ই জ্যৈষ্ঠ /১৪২৯ বঙ্গাব্দ।
১৩জুন/২০২২ইং।
রোজ-সোমবার।

নমস্কার বন্ধুরা,
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমি বিশেষ ভালো নেই, শারীরিকভাবে ভীষণ অসুস্থ। শারীরিকভাবে ভীষণ অসুস্থ হলেও বেঁচে আছি বলতে পারেন শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য। কারণ অদ্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি, মধুমাসের শেষ লগ্নে বাহারি ফলের গল্প শোনানোর জন্য। আশা করি আশারাখি গল্পটি সবারই ভালো লাগবে। তাহলে এবার আর দেরি নয়, চলে আসা যাক আসল কথায়।

Picsart_22-06-13_07-11-35-253.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

।।মধুমাসে বাহারি ফলের সমাহার।।

আজ ৩০ শে জ্যৈষ্ঠ/১৪২৯ বঙ্গাব্দ। অর্থাৎ মধুমাসের আজকেই শেষ দিন। বর্তমানে এই জৈষ্ঠ মাস কি মধুমাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতাম ইতিপূর্বে বিভিন্ন সাহিত্য ও শাস্ত্রে চৈত্র মাসকে মধুমাস হিসেবে বর্ণনা করা হয়েছিল। কিন্তু ইদানিং বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন প্রকার অনুষ্ঠানে এই জ্যৈষ্ঠ মাসকে মধু মাস হিসেবে আখ্যায়িত করা হয়।

।। ফলের চিত্র-০১।।

IMG_20220605_111042637.jpg এটি একটি লিচুর দোকান, এই লিচু বিক্রেতার নিকট বিভিন্ন প্রকারের লিচু রয়েছে।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তবে হ্যাঁ, আমিও এই যুক্তির সঙ্গে একমত পোষণ করি। কারণ জৈষ্ঠ মাস এলেই সমাগম ঘটে নানান বাহারি মধু ফলের। এই ধরণীতে যত প্রকার ফলের গাছ রয়েছে তার ৯৫% ভাগ ফল পাওয়া যায় এই মাসে। গ্রাম গঞ্জের হাট বাজার ও শহর-বন্দরে গেলে দেখা মেলে এই সমস্ত বাহারি ফলের সমাহার, যা একেবারে চোখে পড়ার মতো।

ফলের চিত্র-০২

IMG_20220605_111617251.jpg
এগুলো হচ্ছে রংপুরে সেই ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম। এই বিক্রেতারা বাইসাইকেলে করে রাস্তার ধারে বসে বিক্রি করছেন।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg অনেক অনেক পরিবার আছে যাদের বাড়ির আশেপাশেই অসংখ্য ফলের বাগান তৈরি করেছে। জৈষ্ঠ মাস হিন্দু ধর্মাবলি দের জন্য ও একটি বিশেষ মাস। এই মাসে হিন্দু ধর্মাবলি দের অনুষ্ঠিত হয় জামাই ষষ্ঠী। অর্থাৎ নতুন জামাইদের বাড়িতে শ্বশুরবাড়ি থেকে আম-কাঁঠালের ভার নিয়ে যাওয়া হয়। সেই ভারে থাকে নানা রকমের বাহারি ফল। এই মধু মাসে যে সমস্ত ফল পাওয়া যায় তার কিঞ্চিৎ ফলের নাম আমি বলতে পারব বোধ হয়।

।। ফলের চিত্র-০৩।।

IMG_20220605_111340218.jpg এগুলো নাকি দুধে আম। অর্থাৎ এই আমগুলো তে পর্যাপ্ত রস থাকে যা দুধে দিয়ে মেখে খাওয়া যায়।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এই মাসে পাওয়া যায়-আম ,জাম,কাঁঠাল, তরমুজ, কদবেল, লিচু , বাঙ্গি, আতা ফল, দেউয়া, লটকন, ফেলুন ফল, আনারস, কলা, পেয়ারা, ডালিম, বেদেনা, সবেদা, জলপাই, আমড়া ফল, গোলাপ জাম, বেত ফল, গাব, জামরুল, কদবেল, কাউফল , শরিফা ফল সহ নানান জাতের রসে ভরা বাহারি ফল।

ফলের চিত্র-০৪

IMG_20220605_145638818.jpg এগুলো মালভোগ কলা, কলাতো বারোমাসি পাওয়া যায়।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এরকম আরো অনেক অসংখ্য হল রয়েছে। এইসময় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব দের বাসায় যাওয়া মানে আপ্যায়নের ঝুড়িতে রসে ভরা ফল। আম কাঁঠাল জাম লিচু এগুলো তো প্রায় সবারই বাড়িতে আছে।

।। ফলের চিত্র-০৫।।

IMG_20220605_112203080.jpg বিক্রেতা বলছে এগুলো নাকি খিরসা আম।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

আমাদের বাড়িতেও রয়েছে কাঁঠাল গাছ, কালো জামের গাছ, লিচুর গাছ, রংপুরের সেই ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের গাছ। এই হাড়িভাঙ্গা আম টি বাংলাদেশের একটি বিখ্যাত আম এ পরিণত হয়েছে। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পদাগঞ্জ ইউনিয়নের বেশিরভাগ কৃষক এই আম চাষের সঙ্গে জড়িত। এই হাড়িভাঙ্গা আম এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বর্তমানে নার্সারির কলম করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই পাওয়া যায়।

ফলের চিত্র-০৬

IMG_20220605_111234881.jpg

এগুলো হচ্ছে রংপুরের সেই হাড়িভাঙ্গা আম। এরা সাইকেলে করে নিয়ে গলি গলি বিক্রি করে থাকেন।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg কিন্তু একটা অলৌকিক ব্যাপার রয়েছে, রংপুরের হাড়িভাঙ্গা আমের যেমন সুস্বাদ, অন্য কোন জেলাতে এ আমের এতটা সুস্বাদ পাওয়া যায় না। আমির আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি বেশি পেকে গেলে খাওয়া মুশকিল হয়ে যায়। এটির গায়ের রং কাঁচা অবস্থায খেলে সবচেয়ে বেশি স্বাদ পাওয়া যায়।

।। ফলের চিত্র-০৭।।

IMG_20220605_111146648.jpg এগুলো হচ্ছে তরমুজ তরমুজ বিক্রেতা বিক্রির জন্য স্তুপ করে রেখেছেন।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাইহোক যা বলছিলাম আরকি, বাড়ির সঙ্গেই হাট বসে সপ্তাহে দুদিন। এখন হাটে খরচ করতে গেলেই দেখতে পাওয়া যায, অন্যান্য পণ্যের বাজারের ন্যায় ফলের আলাদা বাজার।

ফলের চিত্র-০৮

IMG_20220605_111003228.jpg এগুলো হচ্ছে লটকন, একজন বিক্রেতা লটকন বিক্রি করছেন।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg শত শত মানুষ নিজের বাড়ির ফল বিক্রি করার জন্য নিয়ে এসেছে বাজারে। কিউবা ভ্যানে করে, কিউবা সাইকেলে করে, কেউবা আবার ভারে করে, নিজের বাড়ির অথবা বাগানের ফল নিয়ে দাঁড়িয়ে আছে ফলের বাজারে।

।। ফলের চিত্র-০৯।।

IMG_20220605_110943867.jpg এগুলো হচ্ছে বাঙ্গি এটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। এরা হারো কোন নাম থাকতে পারে।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যে যতটা পারছে নিজের চাহিদা মত টাটকা ফল কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। কেউ কিনছে লিচু, কেউ কিনছে কাঁঠাল, কেউ কিনছে আম, কেউ কিনছে তরমুজ, কেউ কিনছে আনারস সহ বিভিন্ন জাতের ফল। মাঝেমধ্যে আমাকেও কিনতে হয় তরমুজ, লিচু কাঁঠাল। তবে এবারে বাজারে কালোজামের আমদানি একটু কম।

ফলের চিত্র-১০

IMG_20220605_110915600.jpg এগুলো হচ্ছে কাল তরমুজ।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আসলে এটি একটি বই মধুমাস, সেটি হাটে-বাজারে না গেলে বোঝা যাবে না। ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে যে-এই জ্যৈষ্ঠ মাসে নানান ফলে সমাহার ঘটে থাকে। এই মাসে যত রকমের ফল পাওয়া যাবে তার কিঞ্চিৎ কিঞ্চিত খেলেও শরীরের জন্য অত্যন্ত উপকারী।

।। ফলের চিত্র-১১।।

IMG_20220605_110806258.jpg এই গলিটি হচ্ছে হাড়িভাঙ্গা আমের বাজার অনেকেই এখানে বাই সাইকেলে করে হাড়িভাঙ্গা আম নিয়ে দাঁড়িয়ে আছেন।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg কারণ ফলের মধ্যে রয়েছে সব ধরনের ভিটামিন। এই মধু মাসে যে সমস্ত মানুষ সব ধরনের ফল ভক্ষণ করতে পারবেন, সে সমস্ত মানুষ অসংখ্য রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন।

ফলের চিত্র-১২

IMG_20220605_110729293.jpg এই বিক্রেতা বাংলাদেশের জাতীয় ফল কাঠাল বিক্রি করছেন।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আর তাই যদি সম্ভব হয়, যে যার সাধ্যমতো বেশি করে এসময়ই ফল খাওয়ার চেষ্টা করুন। এটি ফলের সিজন, আমদানি অতিরিক্ত হওয়ায় অন্য সিজনের তুলনায় ফলের দাম অনেক কম।

।। ফলের চিত্র-১৩।।

IMG_20220605_110648578.jpg এগুলি হচ্ছে ডেউয়া ফল, এ ফলটি প্রায় বিলুপ্তির পথে। হাটে বাজারে এটিকে খুব কম দেখা যায়।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাহোক অসুস্থ অসুস্থতাজনিত কারণে রংপুরে যাওয়া পরছে পরপর। কোন একদিন ডাক্তারের নিকট যাওয়ার ফাঁকে গিয়েছিলাম পৌর মার্কেট ফল বাজারে। বাজারে গিয়ে ফলের বাজার টি দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল।

ফলের চিত্র-১৪

IMG_20220605_110635572.jpg এখানে দুইজন বিক্রেতা, কালোজাম, আনারস ও পেয়ারা বিক্রি করছেন।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সেখানে গিয়ে দেখতে পেলাম বড় বড় ফলের আড়ত। একেকটি আড়ত এক একটি ফলের জন্য। ফল বাগানের মালিক গন ফল নিয়ে এসে আড়তে দিচ্ছেন। এসব থেকেই আড়ত থেকে আবার দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ফল। আমি মূলত গিয়েছিলাম লিচু কেনার জন্য। যাহোক বাজার ঘুরে ফিরে বাসার জন্য কিছু লিচু কিনে চলে আসলাম।

।। ফলের চিত্র-১৫।।

IMG_20220512_171909502~2.jpg এটি একটি তরমুজের আড়ত, এখানে ট্রাক থেকে তরমুজ নামানো হচ্ছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তবে এখানকার আড়তগুলোতে লক্ষ্য করলাম রংপুরের ঐতিহ্যবাহী ও বিখ্যাত হাড়িভাঙ্গা আমই বেশি। আড়ত ঘরগুলো থেকে শত শত মিনি ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

ফলের চিত্র-১৬

IMG_20220512_171859319~2.jpg এখানে একজন বিক্রেতা আনারস বিক্রি করছেন।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা আজ এ পর্যন্তই, এই ছিল আমার মধুমাসের নানান বাহারি ফুলের গল্প। আগামী কাল আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি ফল খান, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে মধুমাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায়, শুভরাত্রি।।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationRangpur.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই মধু মাসে পরিচিত অপরিচিত অনেক ধরনের ফলের গ্রাফি করেছেন যা দেখে খুব ভালো লাগছে। ১৩ নম্বর চিত্রের ডেউয়া ফলটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বর্তা হয়। অত্যন্ত সুস্বাদু একটি ফল এটি। এখন তো এই সব ফল তেমন একটি পাওয়া ও যায় না।

আসলে দেয়া ফলটি বিলুপ্তির পথে প্রায়। আমাদের এদিকে ও দেখা যায় না। সেদিন রংপুরে বহুদিন পর দেখলাম। আপনার জন্য শুভকামনা রইল।

মধু মাসে বারো রকম ফলের সমহার। টাইটেল টি পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন ভাইয়া এই মধুর মাসের ফলের সমারেশ তা না বললেও নয়। বিভিন্ন রকম ফল আম ,কলা, তরমুজ, আনারস, লটকন ,বাঙ্গি আমার তো সব রকমের ফল দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

এই মাসে যত বেশি ফল খাবে তত শরীরের জন্য ভালো। এ মাসে যত ফল পাবেন অন্য মাসগুলোতে তথ্য ফল পাবেন না। পারলে বেশি বেশি করে ফল খান। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাইসাইকেল করে আম বিক্রি করতেছে বিষয়টা দেখে অন্যরকম লেগেছে। এর আগে এমন দৃশ্য আমি আর কখনো দেখিনি। অনেক বড় বড় গাড়ি করে এনে আম বিক্রি করতে দেখেছি। অনেক পরিশ্রম করে অনেক বড় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ভীষণ ভালো লেগেছে আমার কাছে।

মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আমরা জৈষ্ঠ্য মাসকেই মধুর মাস জানি।যাই হোক ফলের ছবিগুলো বেশ ভালো লেগেছে।বিশেষ করে ডেউয়া ফল আমার কাছে অনেক ভালো লাগে।সব গুলো ফল লোভনীয়। ধন্যবাদ

যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমি নিজে ধন্য। মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

সময় পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফলের আগমন ঘটে। যেগুলো সময় বেঁধে খুবই সুস্বাদু হয়ে থাকে ।এই সময়ে বিভিন্ন ফল একসাথে দেখে খুবই ভালো লাগলো।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এগুলো হচ্ছে লটকন, একজন বিক্রেতা লটকন বিক্রি করছেন।

এগুলি হচ্ছে ডেউয়া ফল, এ ফলটি প্রায় বিলুপ্তির পথে। হাটে বাজারে এটিকে খুব কম দেখা যায়।

এই দুইটা ফলের সাথে আমি পরিচিত নই। আপনার মাধ্যমে কিছু টা ধারণা পেলাম।

এই ফলটি খেতেও বেশ ভালো লাগে। পারলে মৌসুমী ফল হিসেবে খেয়ে নিবেন। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

জ্যৈষ্ঠ মাসকে মধু মাসে বলা হয়। অনেক ধরনের ফুলের সমাহার দেখতে পাওয়া যায় এই জ্যৈষ্ঠ মাসে। আপনার ফলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। আপনি খুব চমৎকারভাবে মধু মাসের ফল সম্পর্কে আপনার মনের অনুভূতি শেয়ার করেছেন । এতো অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি শুধু মধুমাসে নয়, ফল পিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। আপনার জন্য শুভকামনা রইল।

ফল আমার কাছে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে আম এবং লিচু আমার খুবই প্রিয়। আপনি দারুন কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আমারও তাই, মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আজকের পোষ্ট অনেক সুন্দর হয়েছে এবং অনেক ফল শেয়ার করেছেন। আমি আম ভীষণ পছন্দ করি। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

তবে বাংলাদেশের যত আম রয়েছে তার থেকে রংপুরের হাড়িভাঙ্গা আম একটু আলাদা । মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ফলে ফলে সাজিয়ে তুলেছেন আপনার আজকের পোস্ট। যেখানে 16 আইটেমের ফল দিয়ে পোস্টটি সাজিয়েছেন এবং যথাযথ বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

মন্তব্য করার জন্য এবং দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের জন্য আপনার জন্য শুভকামনা রইল।

গৃষ্ম কাল মানে মধুর সময়। এই সময়ে নানান ফলের সমারোহ দেখতে পাওয়া যায় গ্রাম বাংলার বুকে। যে ফলগুলো খুবই যত্ন সহকারে সংগ্রহ করে বাড়িতে আনা হয় এবং অনেক ক্রেতা-বিক্রেতারা বাজারে নিয়ে যান। তাই বললো খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর একটি পোস্ট দেখে।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

মধুমাসে এমন চমৎকার কিছু ফল আমরা দেখতে পাই যা দেখার পরে কোন ভাবে লোভ সামলাতে পারেনি। মধুমাসে পাওয়া ফলগুলোর মধ্যে আমার কাছে আম জাম এবং লটকন খেতে আমার কাছে খুবই ভালো লাগে।

মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।