১৯ বৈশাখ/১৪২৯ বঙ্গাব্দ।
২রা মে/২০২২ইং।
রোজঃ-সমবার।
।। নিজ স্কুলের২৮টি ব্যাচ নিয়ে ইফতার পার্টি ।।
নমস্কার বন্ধুরা,
আমি @amitab আপনাদের নতুন বন্ধু বাংলাদেশ থেকে" আমার বাংলা ব্লগ " কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আগাম ঈদের শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও মোটামুটি আছি। অদ্য আমি আপনাদের সামনে একটি ঐতিহ্যবাহী ইফতার পার্টির বিবরন নিয়ে হাজির হয়েছি এবং এটির আয়োজক আমরা নিজেই। অর্থাৎ আমি যে স্কুল থেকে লেখাপড়া করিছি। সেটি হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ থানার " ভেন্ডাবাড়ী বহুমূখি উচ্চ বিদ্যালয়""। আশা করি সকলের ভাল লাগবে।
।। ইফতার পার্টি চিত্র-০১।।
photo locations শরীর-মন কোনটাই প্রায় ২ সপ্তাহ ধরে। কারণ আমি ব্রেন স্ট্রোক করেছিলাম। ডাক্তারের নিকট নিয়মিত চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে বর্তমানে পেশাগত দায়িত্ব থেকে বিরত আছি। ফুললি একটা রেস্ট ও নিয়মিত সে কাপের মধ্যে রয়েছি। ফলের রমজান মাসে পেশাগত দায়িত্ব কোন ধরনের ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারিনি।
।। ইফতার পার্টি চিত্র-০২।।
photo locations কিন্তু অদ্য বন্ধুদের অনুরোধ এবং জড়াজড়িতে এটেন না করে পারলাম না। এটি এমন একটি স্কুল, যে স্কুল থেকে আমি নিজেই ১৯৮৯ইং সনে এসএসসি করেছি। আমাদের এই স্কুলে প্রায় ৭-৮ বছর থেকেই এই ইফতার পার্টিটা করা হয়ে থাকে। অবশ্য এর উদ্যোক্তা হিসেবে মুখ্য দায়িত্ব পালন করেছেন আমার ব্যাচের বন্ধু নুরুন্নবী মিনা রাজু (প্রিন্সিপাল ভেন্ডাবাড়ী মহিলা কলেজ)। ও সর্বপ্রথম ভেন্ডাবাড়ী পরিবার নামে একটি ফেসবুক আইডি ওপেন করেন। আর সেই আইডিতে স্কুলে প্রতিষ্ঠালগ্ন থেকে যতগুলো ব্যাচ রয়েছে সকলেই এই আইডির সঙ্গে যুক্ত হয়ে যান।
।। ইফতার পার্টি চিত্র-০৩।।
photo locations এরপর হঠাৎ একদিন ঈদের দিনে আমি সহ বন্ধুবর প্রদীপ চন্দ্র সরকারের (বর্তমানে জেলা ডিস্ট্রিক্ট জজ ফরিদপুর জেলা), আনোয়ারুল হক ( সাংবাদিক দৈনিক মানবজমিন পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি), সিনিয়র ভাই নূর মোহাম্মদ রাজু (মহাপরিচালক রেলওয়ে), জুনিয়র ছোট ভাই নূর আনোয়ার রঞ্জু (উপ-পরিচালক বিটিভি)।
।। ইফতার পার্টি চিত্র-০৪।।
photo locations একসঙ্গে বসে হোস্টেলে চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এরইমধ্যে হঠাৎ প্রিন্সিপাল নুরুন্নবী রাজু মিয়া প্রস্তাব করে বসলেন যে, আগামী রমজান থেকে আমাদের ব্যাচের মাধ্যমে ভেন্ডাবাড়ী স্কুল মাঠে একটি ইফতার পার্টির আয়োজন করা সম্ভব কিনা ? যেই কথা সেই কাজ। তার প্রস্তাবে আমরা সকলে রাজি হয়ে গেলাম।যথারীতি পরের বছর রমজান মাসের মাঝামাঝিতে "ভেন্ডাবাড়ী স্কুল পরিবার " ফেসবুক আইডিতে একটি স্টাটাস দেয়া হলো।
।। ইফতার পার্টি চিত্র-০৫।।
photo locations সেই স্ট্যাটাসে আমরা সারা পেলাম প্রায় বিভিন্ন ব্যাচের ৪০ জন স্টুডেন্টের। তারা বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরীরত রয়েছেন। এই ৪০জন ইস্টুডেন্ট মিলেই শেষ রমজানে ৩শত জন ব্যক্তির ইফতারের আয়োজন করেছিলাম। তার পরের বছর ৫শত জন ব্যক্তির, তার পরের বছর ১ হাজার জন ব্যক্তির আয়োজন করেছিলাম।
।। ইফতার পার্টি চিত্র-০৬।।
photo locations তার পর থেকে আর পিছুু ফিরেে তাকাতে হয়নি। এখন এই ইফতারর পার্টিটি ভেন্ডাবাড়ীর একটি৷ ঐতিহ্য হয়ে দাড়িয়েছে। এখন প্রচুর পরিমানে ডোনেট পাওয়া যায়। আমাদেরকেও আর বেশী সময় দিতে হয় না। অসংখ্য জুনিয়র ভাইয়েরা এটির সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তবে প্রতিষ্ঠাতা হিসেবে আমাদের কয়েক জনের নাম সবার আগে উঠে আসে।
।। ইফতার পার্টি চিত্র-০৭।।
photo locations এবারে জুনিয়র ব্যাচের ভাইয়েরা প্রায় ১৫ শত লোকের ইফতারের আয়োজন করেছিল। অদ্য আমি বাড়ীতে শুয়েছিলাম। হঠাৎ বাড়ির উঠানে মোটরসাইকেল এর আওয়াজ তখন প্রায় ইফতারের জন্য প্রায় ২০মিনিট বাকী রয়েছে। ২-১ মিনিটের মধ্যই বাড়ীর ভিতরে প্রবেশ করলেন, বন্ধুবর প্রিন্সিপাল নূরুনবী রাজু, বন্ধুবর প্রদীপ চন্দ্র সরকার (বর্তমানে জেলা ডিস্ট্রিক্ট জজ ফরিদপুর জেলা), আনোয়ারুল হক ( সাংবাদিক দৈনিক মানবজমিন পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি), সিনিয়র ভাই নূর মোহাম্মদ রাজু (মহাপরিচালক রেলওয়ে), জুনিয়র ছোট ভাই নূর আনোয়ার রঞ্জু (উপ-পরিচালক বিটিভি), জুনিয়র ভাই আব্দুল আল মামুন রুবেল (বাংলাদেশ নৌ পরিহন মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব)। তাদের সবারই হাতে কিছু ফলমুল রয়েছে। উদ্দেশ্য আমার অসুস্থতা জনিত কারনে দেখতে আসা এবং সেই সাথে আমাকে নিয়ে ইফতার পার্টিতে যোগ দেয়া।
।। ইফতার পার্টি চিত্র-০৮।।
photo locations সকলের সম্মানার্থে শেষ পর্যন্ত অসুস্থ শরীর নিয়েই বন্ধুদের সাথে কোন রকমে ইফতার পার্টিতে যোগদান করতেই হলো। আর আসলাম যেহেতু সেহেতু ফাকেই সবাইকে ফাকি দিয়ে কিছু ফটোগ্রাফি করে ফেললাম। ওরে বাপ যাওয়ার পরে আমি একেবারে হাফিয়ে উঠেছি। জুনিয়র ভাইয়েরা বিশাল আয়োজন করেছেন। যাওয়ার পর অবশ্য মনটা অনেক ভাল লাগছিল। কারন এলাকার অনেক ভিআইপিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে পেরে নিজেকে অনেকটা হালকা মনে হলো। ইফতার শেষে বন্ধুরা সবাই মিলে হেটে হেটে আমাকে বাড়ীতে রেখে গেলেন।
বন্ধুরা, আজ এ পর্যন্ত্যই, এটিই ছিল আমার এ বছরের ১ম কোন ইফতার পার্টিতে যোগদান। সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুভরাত্রি।।
নাম | শ্রী ফণিভূষণ রায় অমিতাব। |
---|---|
আইডি নাম | @amitab |
camera | Symphony Mobile phone. |
model | z-35 |
ঠিকানা | পীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ। |
এত বছর পার হয়ে গিয়েছে, তারপরও যে আপনারা সবাই মাঝে মাঝে একটু একত্রিত হন সেটাই তো অনেক বড় পাওয়া। তারপরও অনেক বড় আয়োজন ছিল দেখছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকল বন্ধুদের সাথে একসাথে দেখা হয়েছে এইটা যে কতটা আনন্দে তা আসলে বলে বুঝানো সম্ভব নয় । ২৮টি ব্যাচ সকলের সাথে দেখা হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে সকলের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস বইছে। সত্যিই খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। এত অসাধারন মুহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে এই অনুভূতিগুলো বুঝি নাই। এখন বুঝি অনেক দিন পর সেই স্কুল বন্ধুদের সাথে এক সাথে ইফতার করার মজা কতটা। আপনার ইফতারের অভিজ্ঞতা পড়ে এখন আমার নিজের বন্ধুদের খুব মিস করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্কুলের ইফতার পার্টি দেখে অনেক ভালো লাগলো এই বয়সে এসেও আপনারা সবাই মিলে কত সুন্দর ভাবে একসাথে ইফতার করছেন ।এটি একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার এক মিলন মেলা। আপনাদের এই বন্ধন চিরঞ্জীব হোক সবসময় এই কামনা করি। সেই সাথে আপনি দারুন সব সময় কাটিয়েছেন আপনার বন্ধুদের সাথে সিনিয়র জুনিয়র দের সাথে। এত সুন্দর সময় গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে স্কুলে আজকে ইফতার পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা গ্রামের মানুষ আজকে একত্রিত হয়ে ইফতারি গ্রহণ করবে। আসলে এই সমস্ত বিষয় গুলো আমার খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্কুলে ইফতার পার্টি দেখে খুবই ভালো লাগলো। আসলেই পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে ইফতার করার মজাটাই আলাদা। আয়োজনটা খুবই ভাল হয়েছে। আমাদের সঙ্গে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ বড়সড় ভাবেই আপনাদের স্কুলের ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সবাই মিলে আনন্দমুখর পরিবেশে ইফতারের কার্যক্রম সম্পন্ন করেছেন।ইফতার কার্যক্রমের আলোকচিত্র গুলো অনেক সুন্দর ছিল ভাই।সেই সঙ্গে সুন্দরভাবে সব কিছু বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই খুব গুরুতর স্ট্রোক দেখছি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন ভাই।কিন্তু তারপরেও বন্ধুদের সাথে ইফতার আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং খুব সুন্দর একটি সময় পার করেছেন।শুভেচ্ছা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit