।। অপরূপ বাংলার সূর্যাস্ত ফটোগ্রাফি।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in hive-129948 •  3 years ago 

অপরূপ বাংলার সূর্যাস্ত ফটোগ্রাফি

নমস্কার বন্ধুরা,
আমি @amitab আপনাদের নতুন বন্ধু বাংলাদেশ থেকে। "আমার বাংলা ব্লগ "কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বর কৃপায় ভালো আছি। আদ্য আমি আপনাদের সামনে মনোরম সূর্যাস্তের আকর্ষণীয় কিছু ফটোগ্রাফি উপস্থাপনের জন্য হাজির হয়েছি। আশা করি সকলের ভাল লাগবে।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০১

IMG_20220324_171407987~2.jpg বেশ কয়েকদিন পুর্বে রংপুরের পীরগঞ্জ থেকে গোধুলি লগ্নে মটর বাইক নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে বাড়িতে আসছিলাম। পীরগঞ্জের লালদীঘিতে আসতেই চোখে পরে সরকারি ভাবে নির্মিত অত্যাধুনিক মডেল মসজিদের পিছনে সূর্যাস্তের অপরুপ দৃশ্যটি। লোভ সামলাতে না পেরে হাতে থাকা আমার মোবাইল ফোনটি বের করে একটি ক্লিক করেছিলাম।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০২

IMG_20220324_171630484_AI~2.jpg অনুরুপ ভাবে পীরগঞ্জের লালদীঘিতে সরকারি ভাবে নবনির্মিত অত্যাধুনিক শেখ কামাল আইটি পার্ক এর পিছনের সূর্যাস্তের অপরুপ দৃশ্যটিও একটি ক্লিক করেছিলাম।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০৩

IMG_20220324_172013054_AI~2.jpg এ দৃশ্যটি বগুড়া টু রংপুর নবনির্মিত ফোরলেন মহাসড়ক থেকে গ্রামে সূর্যাস্তের অপরূপ দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০৪

IMG_20220324_172435865_AI~2.jpg এ দৃশ্যটি বগুড়া টু রংপুর নবনির্মিত ফোরলেন মহাসড়ক পার্শে অবস্থিত একটি ইটভাটায় সূর্যাস্তের অপরূপ দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০৫

IMG_20220324_172605802_AI~2.jpg এ দৃশ্যটি একটি নবনির্মিত ভবনের পিছনে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০৬

IMG_20220324_172916523_AI~2.jpg এ দৃশ্যটি গ্রাম বাংলার সবুজ মাঠ পেরিয়ে পল্লী গ্রামের পিছনে সূর্যাস্তের একটি মনোরম দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০৭

IMG_20220324_174811588_AI~2.jpg এ দৃশ্যটি চিরচেনা বাংলার সবুজ শ্যামল মাঠের সূর্যাস্তের অসাধারণ দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০৮

IMG_20220318_171409347_AI~2.jpg এ দৃশ্যটি করতোয়া নদীর তীরে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়াত স্বামীর নামে প্রতিষ্টিত, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, " ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং কলেজ " ভবনের উপর দিয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-০৯

IMG_20220313_174317262_AI.jpg এ দৃর্শ্যটি পীরগঞ্জের একটি সুপারির বাগানের পিছনে সূর্যাস্তের একটি অপরূপ দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-১০

IMG_20220318_174642742_AI~3.jpg এ দৃশ্যটি করতোয়া নদীর পাশে একটি গ্রামের উপরে সূর্যাস্তের একটি অপরূপ দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-১১

IMG_20220318_173539110_AI~2.jpg এ দৃশ্যটি প্রায়াত ড. এম এ ওয়াজেদ টেক্সটাইল এন্ড ইন্জিনিয়ারিং কলেজের মসজিদের পার্শ্বে সূর্যাস্তের দৃর্শ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-১২

IMG_20220318_173939613_AI~2.jpg এ দৃশ্যটি পীরগঞ্জের করোতোয়া নদীর উপর নির্মিত ড. এম এ ওয়াজেদ মিয়া সেতুর উপর সূর্যাস্তের মনোরম দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-১৩

IMG_20220318_174141425_AI~2.jpg এ দৃশ্যটি পীরগঞ্জের করোতোয়া নদীর উপর নির্মিত ড. এম এ ওয়াজেদ মিয়া সেতুর উপর থেকে ধারণ করা।

সূর্যাস্ত ফটোগ্রাফি-১৪

IMG_20220318_174212387_AI~2.jpg যে দৃশ্যটি পীরগঞ্জের করোতোয়া নদীর উপর নির্মিত ড. এম এ ওয়াজেদ মিয়া সেতুর উপর থকে করতোয়া নদীতে সূর্যাস্তের মনোরম দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-১৫

IMG_20220318_174327344_AI~2.jpg এ দৃশ্যটি পীরগঞ্জের করোতোয়া নদীর উপর নির্মিত ড. এম এ ওয়াজেদ মিয়া সেতুর উপর সূর্যাস্তের মনোরম দৃশ্য।

সূর্যাস্ত ফটোগ্রাফি-১৬

IMG_20220315_175432556_AI~3.jpg যে দৃশ্যটি পীরগঞ্জে প্রতিষ্ঠত মেরিন একাডেমির একাংশে সূর্যাস্তের মনোরম দৃশ্য।

বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোন কন্টেন্ট নিয়ে । সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্যে কামনায় শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
ইউজার আইডি@amitab
cameraSymphony android phone.
modelZ-35
ঠিকানাপীরগঞ্জ,রংপুর-বাংলাদেশ।

location

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি সূর্যের সাথে অসাধারণ রকম সুন্দর কয়েকটি ছবি উপহার দিয়েছেন আমাদেরকে চমৎকার হয়েছে আপনার প্রত্যেকটি ছবিগুলো, প্রথম এবং দশম ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

সূর্যাস্তের অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। প্রতিটি ফটো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি খুবই সুন্দর সুন্দর সূর্যাস্ত ফটোগ্রাফি করেছেন। আমার কাছে বিশেষ করে ৪ নাম্বার এবং ৯ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। আপনি আপনার ফটোগ্রাফি সম্পর্কে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

সূর্য অস্তের সময় অসাধারণ কিছু মুহূর্তে আমাদের সাথে শেয়ার করলেন ভাইয়া।প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনি দারুণভাবে প্রত্যেকটা ফটোগ্রাফির সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু সূর্য অস্তের ছবি উপস্থাপন করার জন্য।

সূর্যাস্তের অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। আপনার সুন্দর অভিজ্ঞতা আছে ছবি তোলার দেখে বোঝা যাচ্ছে। কারণ সবগুলো ছবি সুন্দর একটি ফ্রেমে বন্দী করেছেন। আপনি খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু শেষ বিকেলে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি আজকে আমাদের মাঝে অপরূপ বাংলার সূর্যাস্ত ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে আপনার 10 নম্বর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার তোলা সূর্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

আপনার ফটোগ্রাফি গুলো দেখি আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করেছেন। খুবই অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের সূর্য অস্তের ফটোগ্রাফি গুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

চমৎকার সব ফটোগ্রাফি দেখলাম। দিন শেষে সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে যে সৌন্দর্য লক্ষ্য করা যায় সেটি আপনি ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার ফটোগ্রাফি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। বিশেষ করে সূর্য অস্ত যাবার ছবিটা খুব ভালো লেগেছে। সব ছবির খুব সুন্দর ব্যাখ্যা করছেন আপনি। এভাবে সামনের দিকে এগিয়ে যান ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

সূর্যাস্ত দেখতে আসলে অনেক ভালো লাগে। এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে কেন সেটা আসলে বলতে পারব না। আপনি আজকে খুবই সুন্দর কিছু সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লেগেছে।

অপরূপ বাংলার সূর্যাস্তের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। আমার কাছে সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য পটভূমি উপভোগ করতে খুবই ভালো লাগে। যেটা প্রায়ই উপভোগ করে থাকি। এত সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

জাস্ট অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই। সূর্যের অন্তিম লগ্নে খুবই দক্ষ হাতে ক্যামেরাবন্দি করেছেন এই। এই মুহূর্তগুলো সচরাচর চোখে পড়ে না তবে আপনি খুব সময় করে ক্যামেরাবন্দি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

সূর্যাস্তের ছবি ধারণ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সূর্যাস্তের ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন তা আপনার ধারণ করা এই ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।