৮ই সেপ্টেম্বর/২০২২ইং।
রোজ রোজ-বৃহস্পতিবার
বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ঐতিহ্যবাহী "রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সংক্ষিপ্ত ইতিহাস ও ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি।" আশা করি সকলকে ভাল লাগবে।
।। চিত্র-০১।।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের মূল প্রবেশদ্বার।
রংপুর বিভাগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল টি দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবায় অনন্য অবদান রেখে আসছে। রংপুরের আর জেলায় নয় শুধু এটি উত্তরের জনপদের ঐতিহ্যবাহী একটি হাসপাতাল।
।। চিত্র-০২।।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে অসংখ্য প্রাইভেট এম্বুলেন্স অপেক্ষা করছে।
১৯৬৬ ইং সনে ৬৫ একর জমির উপর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তারপরে হাটি- হাটি, পা, পা করে তৎকালীন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, জাতীয় অধ্যাপক, মরহুম ড: ইব্রাহিম ১৯৭৬ ইং সনের ১৯ শে মার্চ এই হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বাস্থ্যসেবার যাত্রা শুরু করেন।*
।। চিত্র-০৩।।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একাডেমী ভবন এটি।
তারপর থেকেই এই হাসপাতালটি অত্যন্ত সুনাম দক্ষতার সাথে স্বাস্থ্যসেবার সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে হাসপাতালে আসন সংখ্যা=১০০০।
।। চিত্র-০৪।।
এটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একাংশ।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ একাধিক কেটাগিরিতে উন্নত মান ও উন্নতি প্রযুক্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন।
।। চিত্র-০৫।।
এটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষার জন্য বিকল্প সিঁড়ি।
হাসপাতালের স্বাস্থ্যসেবার একাধিক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তারমধ্যে রয়েছে-ইনডোর বিভাগ, আউটডোর বিভাগ, জরুরী বিভাগ, এম্বুলেন্স সার্ভিস, ডায়রিয়া ট্রেনিং ইউনিট, ব্রেস্ট ফিডিং সেন্টার, এম আর ক্লিনিক, ই পি আই প্রোগ্রাম, মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক, ইওসি কার্যক্রম ও সমাজ সেবামূলক কার্যক্রম সহ ইত্যাদি বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।
।। চিত্র-০৬।।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরে রোগীদের স্বজনদের উপস্থিতি দেখা যাচ্ছে।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কি উত্তরবঙ্গের জন্য একটি মডেল ও ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের অগণিত সর্বসাধারণসহ বৃহত্তর রংপুর জেলার সর্বসাধারণ বিশেষ চিকিৎসা সেবা পাচ্ছে।
।। চিত্র-০৭।।
রংপুর মেডিকেল হাসপাতালে একাংশ ভবনের সামনে একজন ফল বিক্রেতাকে ফল বিক্রি করছে দেখা যাচ্ছে।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।।
নাম | শ্রী ফণিভূষণ রায় অমিতাব। |
---|---|
User Id | @amitab |
Camera | Symphony Mobile phone. |
Mobile Phone Model | Z-35. |
Photo Location | rangpur medical college hospital. |
My Address | Vendabari Prigonj Rangpur Bangladesh. |
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সংক্ষিপ্ত ইতিহাস এবং ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আমার বাংলা ব্লগে। আমাদের উওর বঙ্গের মানুষের জন্য এই মেডিকেল অনেকটা জীবনের অংশ। আমরা উওর বঙ্গের ৯৫% মানুষ এখান থেকে স্বাস্থ্য সেবা নিয়ে সুস্থ্য হইয়ে বাড়ি ফিরি , যা খরচ ব্যয় অতি অল্প বলা চলে।এই মেডিকেল আছে বলে আজ আমরা নানান রোগকে নিরাময় করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ জানায় এমন সুন্দর একটি মেডিকেল রিভিউ নিয়ে পোস্ট করার জন্য। শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই। উত্তর অঞ্চল তথা রংপুর ডিভিশনের এটিই একমাত্র ভরসা। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আমার বিয়ের পর দুই বছর রংপুরে ছিলাম। তখন এই রংপুর মেডিকেল কলেজে একবার গিয়েছিলাম। এই হাসপাতালের স্বাস্থ্য সেবার মান আমার কাছে বেশ ভালই মনে হয়েছে। তাছাড়া আপনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে বিস্তারিত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা পরে অনেকেরই বেশ উপকার হবে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন আরো উন্নত হয়েছে আপু। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit