১৯শে সেপ্টেম্বর/২০২২ইং।
রোজঃ-সোমবার।
বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে এক রকম আছি। আজ আমি আপনাদের সামনে আমি আমার একটি স্বরচিত কবিতা:- "আই লাভ ইউ" নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলকে ভাল লাগবে।
চর্চা ও অনুশীলন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সব ইউজারদের চর্চা ও অনুশীলন এর মাধ্যমে কবিতা আবৃত্তি, সরস্বতী কবিতা রচনা, গল্প লেখার অভ্যাস, রেসিপি, চিত্রাঙ্কুন সহ ইত্যাদি বিষয়ে অনুশীলন সহ দক্ষ করে তোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি নিজেও চেষ্টা করে যাচ্ছি মাত্র। আজকে আপনাদের সামনে আমার স্বরচিত কবিতাটি উপস্থাপন করলাম। যদি ভালো লাগে তাহলে মনে করব এর পুরো কৃতিত্ব আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্মের। কারন আমি কখনোই কবিতা লিখতে পারতাম না সাথে চিত্রাংকনও করতে পারতাম না। যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে হয়তোবা কোনদিন লিখতেও পারতাম না। যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি তা শুধু এই প্লাটফর্মের জন্যই।
।। আই লাভ ইউ।।
লেখক-ফনি ভূষণ রায় অমিতাব
সেই অষ্টপ্রহরের কথা ?
সেদিন তোমায় দেখেছিলাম চুপি চুপি একা।।
ডাগর ডাগর চোখের ঝলক
আর মিষ্টি ঝরা হাসি,
কৃষ্ণ বরণ লম্বা চুলে দিয়েছো আমায় ফাঁসি।।
নামটি তোমার তিন অক্ষরের খুবই ছোট,
সোনার বরণ সোনালী,
চোখের সামনে থাকলে তুমি,
তাকিয়ে থাকি অপরূপ দৃষ্টি।।
সামনে দিয়ে চলে যাও যখন,
কলেজ ছুটির পরে,
তোমায় দেখতে বার বার ছুটে যাই,
আমাদের ওই গাঁয়ের নদীর ধারে।।
কল কলানি ছলছলানি গায়ের নদীর ঢেউ,
আমার সুরে সুর মিলিয়ে
বলছি তোমায় আই লাভ ইউ।।
বন্ধুরা, এই ছিল আজকে আমার স্বরচিত কবিতা- আই লাভ ইউ।" আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।
নাম | শ্রী ফণিভূষণ রায় অমিতাব। |
---|---|
User Id | @amitab |
Camera | Symphony Mobile phone. |
Mobile Phone Model | Z-35. |
My Address | Vendabari Prigonj Rangpur Bangladesh. |
দাদা আপনি ছন্দগুল সুন্দরভাবে মিলিয়ে লিখেছেন তাই পড়ে ভাল লাগলো । আর পুরনো কলেজ এর দিনগুলোর কথা মনে পরে গেল। ধন্যবাদ আপনাকে স্মৃতিরোমন্থন করিয়ে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে প্রত্যেকের স্কুল ও কলেজ জীবনের স্মৃতি রয়েছে। যা শুধু এখন অনেকের কাছে স্মৃতি। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার প্রতিটি শব্দ অসাধারণ লেগেছে আমার কাছে। কবিতার নামটিও খুব সুন্দর। চরণগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন আপনি। কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের সকলের এরকম উৎসাহ পেলে লেখার চেষ্টা করব। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেমন কবিতার টাইটেল দিয়েছেন ঠিক সেরকম কবিতাটির ছন্দ মিলিয়ে কবিতাটি সম্পূর্ণ করেছেন।কবিতাটি পড়ে অনেক আনন্দ পেলাম।ধন্যবাদ আপনাকে এরকম একটি কবিতা শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের হৃদয়ে যদি আমার এই কবিতা টুকু দোলা দেয় তাহলে আমার লিখনি স্বার্থক বলে মনে করব। উৎসাহ দিয়ে মন্ত্র করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি অনেক সুন্দর লিখেছেন ভাইয়া আপনি। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। এভাবে এগিয়ে যান ভাইয়া। আপনার জন্য মন থেকে দোয়া রইল। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা একে অপরের হিসাব পাশে থাকলে সকলেই একদিন ভালো করতে পারব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা ঠিক বলেছেন এ বাংলা ব্লগের কল্যাণে আমরা আমাদের প্রতিভা তুলে ধরতে পেরেছি। না হলে আমাদের সবার সৃজনশীলতা জলে মিশে যেত। আজকে খুব সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। খুবই ভালো লেগেছে আপনার কবিতাটি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা সকলেই যদি আমাকে এভাবে উৎসাহ দেন তাহলে আমার লিখনি সফল হবে। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit