।। পদ্মা সেতু নির্মাণে বিশ্বনন্দিত বাংলাদেশ।। 10% shy-fox beneficiary।।

in hive-129948 •  3 years ago 

১৭ই আষাঢ় /১৪২৯ বঙ্গাব্দ।
১লা জুলাই/২০২২ইং।
রোজঃ-শুক্রবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও অসুস্থ শরীর নিয়ে একরকম আছি আর কি। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের গর্ব এবং গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জিং একটি স্থাপনা, বাংলাদেশের স্বপ্নের সেতু, পদ্মা বহুমুখী সেতু নিয়ে কিছু বলার জন্য হাজির হয়েছি। আশা রাখি আপনাদের সকলকে ভাল লাগবে।

পদ্মা সেতু নির্মাণে বিশ্বনন্দিত বাংলাদেশ

স্বপ্নের পদ্মা সেতু আজ আর শুধু স্বপ্ন নয়, উজ্জ্বল নক্ষত্রের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে আলোক রশ্মি ছড়াচ্ছে চারিদিকে। এই পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে বাংলাদেশ সরকারকে নানান রকমের ঘাত, প্রতিঘাত, আলোচনা, সমালোচনা, অভিযোগ, রাজনৈতিক বিরোধিতা সহ দেশীয় ও আন্তর্জাতিক নানান ষড়যন্ত্রের শিকার হইতে হয়েছে। যার ফলশ্রুতিতে পদ্মা সেতু নির্মাণে যে সমস্ত আন্তর্জাতিক দাতা সংস্থা প্রতিষ্ঠান অর্থ দিয়ে সহযোগিতা করার কথা ছিলেন তারা শেষ পর্যন্ত পিছুটান দিয়েছিল। হলে একেবারে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের পক্ষে পদ্মা সেতু নির্মাণ করা। কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন দূরদর্শিতা ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে, দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

পদ্মা সেতুর চিত্র-০১

munshiganj-bangladesh-april-padma-bridge-multipurpose-road-rail-across-river-245519791.jpg image source

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে বাংলাদেশকে নিজস্ব অর্থায়নে ব্যয় করতে হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা। যা বাংলাদেশের অর্থনীতিতে ছিল একটি কঠিন চ্যালেঞ্জিং ব্যাপার। গত ২৫জুন/২০২২ ইং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ই মাওয়া প্রান্ত থেকে সেতুর টোল প্লাজায় টোল প্রদান করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ও সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার সর্বসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল স্বপ্নের এই পর্দা সেতু।

পদ্মা সেতু চিত্র-০২

construction-padma-bridge-river-padma-bangladesh-construction-padma-bridge-river-padma-bangladesh-197689069.jpg.
image source

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ২০০৮ ইং সালের জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার ছিল স্বপ্নের এই পদ্মা সেতু। নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার এই পদ্মা সেতুর কাজ শুরু করে দেন। পদ্মা নদী অত্যন্ত খরস্রোতা নদী, এক কথায় বলতে গেলে বিশ্বের বিখ্যাত নদী আমাজনের পরপরই এই পদ্মা নদী। এই প্রমত্ত খরস্রোতা পদ্মা নদীতে সেতু নির্মাণ করতে গিয়ে , কয়েকবার সেতুর নকশা পরিবর্তন করতে হয়েছে।

পদ্মা সেতুর চিত্র-০৩

munshiganj-bangladesh-april-padma-bridge-multipurpose-road-rail-across-river-245519660.jpg image source

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রায় ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ প্রায় ১৮.২ মিটার। পদ্মা সেতু মুন্সীগঞ্জের লৌহজং এবং শরীয়তপুরের জাজিরা কে সংযুক্ত করেছে। পদ্মা সেতু রাষ্ট্রের নিজের অর্থায়নে নির্মাণ কাজের ঘোষণা দেয়ার পর সরকার আন্তর্জাতিক পর্যায়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি গুলোকে টেন্ডারের আহবান করেন। টেন্ডারের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এই পদ্মা সেতুর নির্মাণ কাজ পেয়ে যান।

পদ্মা সেতু চিত্র-০৪

padma-bridge-under-construction-193200791.jpg image source

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png টেন্ডারের পর বাংলাদেশ পদ্মা সেতু কর্তৃপক্ষ চায়না ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে গত ১৭ জুন/২০১৪ ইং পদ্মা সেতু নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে নির্বাচন করেন। উক্ত কোম্পানি পদ্মা সেতু নির্মাণের জন্য নির্বাচিত হয়ে ২০১৪ ইং সনের ২৬ শে নভেম্বর থেকে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেন। আজ বাংলাদেশের স্বপ্নের সেই পদ্মা সেতু মাতা উঁচু করে দাঁড়িয়ে আছে খরস্রোতা পদ্মা নদীর উপরে।

পদ্মা সেতুর চিত্র-০৫

munshiganj-bangladesh-april-padma-bridge-multipurpose-road-rail-across-river-245519772.jpg image source

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। দেশীয় আন্তর্জাতিক কূটনৈতিক অতিথি সহ দেশের লক্ষ লক্ষ লোকের সমাগম। পদ্মা সেতুর উদ্বোধন কে উপলক্ষে এক সপ্তাহ থেকে বাংলাদেশের আনাচে-কানাচে আনন্দ উৎসব এবং উদ্বোধনের দিনে সারাদেশেই ছিল চোখে পরার মত উল্লাস, আনন্দ মিছিল ,মিষ্টি বিতরণ, মসজিদ, মন্দিরে প্রার্থনা ইত্যাদি কার্যক্রম।

পদ্মা সেতু চিত্র-০৬

padma-bridge-multipurpose-road-railway-across-river-under-construction-bangladesh-munshiganj-april-selective-focus-245519650.jpg image source

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png এই পদ্মা সেতু উদ্বোধনের ফলে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জনগোষ্ঠীর উন্নয়নসহ বাংলাদেশের অর্থনীতিতেও একটি বিপ্লব সাধিত করবে। এটি শুধু যোগাযোগ নেটওয়ার্কই নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনে ও জীবিকার উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

পদ্মা সেতুর চিত্র-০৭

padma-bridge-multipurpose-road-rail-bridge-across-padma-river-bangladesh-munshiganj-bangladesh-april-padma-245519687.jpg image source

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ আজ বিশ্ব নন্দিত হয়েছেন। কোন ঠাসা হয়েছেন দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীর। আন্তর্জাতিক বিভিন্ন নেতৃবৃন্দ ও রাষ্ট্রনায়কদের অভিনন্দন বার্তার ঝড় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। পদ্মা সেতুর বাংলাদেশের জন্য একটি গর্ব, পদ্মা সেতু বাংলাদেশের জন্য আর্ত মর্যাদার সম্মান, পদ্মা সেতু বাংলাদেশের বীরত্বের প্রমাণ, পদ্মা সেতু বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি, পদ্মা সেতু একটি অহংকারের সম্পদ বাংলাদেশের। সাবাস বাংলাদেশ সাবাস। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কিছু নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ,সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একজন ভেরিফাইড মেম্বারের পোস্টে কপিরাইটেড ফটোর উপস্থিতি দুঃখজনক। ফটোগুলো রিমুভ করে দিন ভাই।

Source:
https://www.dreamstime.com/