।। মহালয়ায় এ মৃত্যু যেন স্বর্গীয় হয়।। 10% shy-fox beneficiary।।

in hive-129948 •  2 years ago 

১৩ই আশ্বিন ১৪২৯ বাং।
২৮শে সেপ্টেম্বর/২০২২ইং।
রোজঃ বুধবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের
জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা উপজেলায়
মহালয়ার দিনে করতোয়া নদীতে ঘটে যাওয়া স্মরণকালের মর্মান্তিক নৌকাডুবিতে হিন্দু ধর্মাবলীর ২১জন শিশুসহ মোট ৭২ জন ব্যক্তির মৃত্যু স্মরণে আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একসঙ্গে এতগুলো লোকের প্রাণহানিতে পঞ্চগড় জেলার নিহতদের স্বজনদের গগন বিদারী আত্মচিৎকারে আকাশ ভারী হয়ে উঠছে। মহালয়ায় তাদের এই মৃত্যু যেন স্বর্গীয় হয়।

pexels-jeffrey-czum-2281793.jpg
iMessage source

।। মহালয়ায় এ মৃত্যু যেন স্বর্গীয় হয়।।

মানুষ মরণশীল, জন্মিলেই মরতে হবে এর কোন বিকল্প নেই। মানুষের মৃত্যুটা বিভিন্নভাবে হয়ে থাকে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, রোগব্যাধিতে মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু, স্বাভাবিক মৃত্যু ইত্যাদি। কিন্তু প্রতিটি ধর্মেই এ সকল মৃত্যু আর ধর্মীয় কোন পূর্ণ স্থানে মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।যা প্রত্যেকটা ধর্মরই ধর্মীয় পুস্তকে এর বিবরণ দেয়া রয়েছে। যেমন ইসলাম ধর্মীয় বিধান মতে হজ করতে গিয়ে কেউ মৃত্যুবরণ করলে তাকে বেহেস্ত বাসি বলা হয়। হিন্দু ধর্মীয় মতে কোন ব্যক্তি পূর্ণ ধামে মৃত্যুবরণ করলে তাকে স্বর্গীয় বলা হয়। অন্যান্য ধর্মীয় যেমন পেগাডা, গির্জা ইত্যাদি ধর্মীয় উপাসনালয়ে মৃত্যুবরণ করলেই তাদেরকে ঈশ্বর পথযাত্রী বলা হয়ে থাকে।

সারা বিশ্বের হিন্দু ধর্ম বলিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব।

এরই অংশ হিসেবে গত রবিবার ছিল মহালয়া।গত রবিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বৌদ্ধেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন হিন্দু ধর্ম বলিরা। একটি ইঞ্জিন চালিত বড় নৌকায় বোদা উপজেলার মারিয়া এলাকা থেকে করতোয়া নদীর ওপারে বড় শশী ইউনিয়নের শ্রীশ্রী শক্তি পিঠ বুদ্ধেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। উক্ত নৌকায় মহালয়ার তীর্থযাত্রী শতাধিক হিন্দু ধর্মাবলী নারী পুরুষ ও শিশু সহ শতাধিক যাত্রী ছিলেন। তীর্থ যাত্রীবাহী নৌকাটি করতোয়া নদীর মাঝামাঝি পৌষা মাত্রই অতিরিক্ত যাত্রীর ভরে নৌকাটি নিমিষেই তলিয়ে যায়। তলিয়ে যাওয়া নৌকা থেকে কিছু সংখ্যক লোক সাঁতরে উঠলেও ৭২ জন শিশু নারী পুরুষ সলিল সমাধি সহ নিখোঁজ রয়ে যায়। গত পাঁচ দিন ধরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে ৬৯ জন নারী পুরুষ ও শিশুর মৃত্যু দেহ উদ্ধার করেন। এখন পর্যন্ত তিনজনের লাশের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে স্মরণকালের এই ভয়াবহ নৌকাডুবি সরাসরি সম্প্রচার দেখা গেছে। এটি পঞ্চগড় জেলার স্মরণ কালের ভয়াবহ দুর্ঘটনা বলে আখ্যায়িত করছেন অনেকে। এ ঘটনায় পঞ্চগড় জেলায় শোকের মাতম বইছে। স্বজনদের গগনবিদারই আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। বাংলাদেশের হিন্দু ধর্মাবলীদের মধ্যে এক শারদীয় উৎসবে এক শোকের বার্তা বইছে।

ধর্মীয় উৎসব পালনের উদ্দেশ্যে তীর্থ স্থানে যাবার পথে এই মৃত্যুকে ধর্মীয় বিধান মতে ধর্মীয় অনুসারীরা স্বর্গীয় মৃত্যু বলে আখ্যায়িত করছেন।

আমিও একজন হিন্দু ধর্মাবলী হিসেবে ও আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে ঈশ্বরের নিকট প্রার্থনা করছি,"তাদের এই মৃত্যু যেন স্বর্গীয় মৃত্যু হয়।"সেই সাথে কামনা করছি সকল ইউজারদের নিকট নিহত ব্যক্তিদের শান্তি কামনায় যে যার ধর্ম থেকে প্রার্থনা করার।।।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার মহালয় এ মৃত্যু যেন স্বর্গীয় হয় আলোচনার। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় সকলের দীর্ঘায়ু কামনায় শুভরাত্রি।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!