নমস্কার, আশা করি সবাই ভাল আছেন। বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করার জন্য, আমার বাংলা ব্লগ অন্যতম সুন্দর একটি প্ল্যাটফর্ম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন।
লেভেল ওয়ান থেকে আমার অর্জন:
এত সুন্দর একটা জার্নির শুরুটা মানেই লেভেল ওয়ান, এই লেভেল ওয়ান থেকে প্রাপ্তির খাতায় নতুন নতুন অভিজ্ঞতা সংযুক্ত হচ্ছে। নতুন নতুন বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। চেষ্টা করছি সেগুলোকে তুলে ধরতে।
§ টাইটেল: কোন একটি বিষয়ের নামকরণই হচ্ছে টাইটেল। টাইটেল দেখলেই আমরা বুঝতে পারি যে, লেখাটি পড়তে যাচ্ছে সেটি কোন বিষয় হতে যাচ্ছে। আমার বাংলা ব্লগে কোন বিষয়ে পোস্ট করার জন্য অবশ্যই একটা টাইটেল থাকা লাগবে। এবং যা কোনভাবেই ২৫৫ ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না।
বিবরণের অংশে অর্থাৎ বডিতে সর্বোচ্চ ৬৫৫৩৬ ক্যারেক্টার হতে হবে। বিবরণী সুবিধার্থে আমরা বিষয়ের সাথে মিল রেখে আমরা ছবি সংযুক্ত করতে পারি। কিন্তু সে ক্ষেত্রে ছবির সাইজ ১০ মেগাবাইট এর মধ্যে রাখাই ভালো।
§ স্প্যামিং: অপ্রাসঙ্গিক এবং অবাঞ্ছিত বিষয়বস্তুকে সাধারণত স্প্যামিং বলা হয়ে থাকে। কোন একটি বিষয় যদি অবাঞ্ছিতভাবে বারবার পুনরাবৃত্তি হতে থাকে তখনও সেটাকে আমরা স্প্যামিং হিসেবে ধরতে পারি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কারো মন্তব্যের ঘরে বারবার একই ধরনের কথার পুনরাবৃত্তি ঘটানো কিংবা হতে পারে একই মানুষকে বারবার মেনশন করতে থাকা। কমিউনিটিতে এই ধরনের একটিভিটি করা অপরাধ এবং তা আমাদের সকলকে এড়িয়ে চলতে হবে।
§ কপিরাইট: অন্যের মস্তিষ্ক প্রসূত কোন জিনিসকে নিজের বলে দাবি করা মূলত এটাই হচ্ছে কপিরাইট। কপিরাইট বর্তমান সময়ে অন্যতম একটি আলোচিত বিষয়বস্তু। অন্য কারো লেখা থেকে কপি করা কিংবা রেফারেন্স বিহীন কারো লেখা নিজের নামে উপস্থাপন করা ব্লগিংয়ের ক্ষেত্রে দণ্ডনীয়। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।
§ কপিরাইট ফ্রি তিনটি ওয়েব সাইটের নাম যেখান থেকে সহজেই ছবি ডাউনলোড করা যেতে পারে:
১.https://pixabay.com
২.https://www.pexels.com
৩.https://www.freeimages.com
§ ট্যাগ: ট্যাগ হচ্ছে এক বিশেষ ধরনের কিওয়ার্ড। যেটা ব্যবহারের মাধ্যমে আমরা সহজেই কোন পোস্টকে খুঁজে বের করতে পারি। তাই কোন লেখার সময় লেখার বিষয়বস্তুর সাথে মিল রেখে এক ব্যবহার করা যেতে পারে। তবে ট্যাগ ব্যবহার করার সময় আমাদের অবশ্যই সেটা বিষয়বস্তুর সাথে কতটুকু সামঞ্জস্য তার উপর নজর রাখতে হবে।
§ প্লাগারিজম: অন্য কারো লেখা কোন পরিবর্তন ছাড়া কিংবা সামান্য পরিবর্তনের মাধ্যমে নিজের লেখা হিসেবে উপস্থাপন করাই হচ্ছে প্লাগারিজম। যা অত্যন্ত দণ্ডনীয়। অন্য কারো লেখা অনুসরণ করতে হলে রেফারেন্সে তার নাম উল্লেখ করা যেতে পারে এবং লেখনির ৭০% এ যেন নিজের স্বতন্ত্রতা বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
§আমার বাংলা ব্লগে যে ধরনের পোস্ট করা থেকে বিরত থাকতে হবে: নারীর প্রতি সহিংসতা, নারী বিদ্বেষ, কিংবা নারীর মানহানি করে এ ধরনের লেখা থেকে বিরত থাকতে হবে। তাছাড়াও পশু পাখি নির্যাতন, বিভিন্ন ধরনের সামাজিক সংঘাতকারী প্রসঙ্গ, পর্নোগ্রাফি ইত্যাদি ধরনের পোস্ট উপস্থাপন থেকে বিরত থাকতে হবে।
§ Re-write আর্টিকেল: বিভিন্ন আর্টিকেল পড়ে যুব অনুসরণ করে সেখান থেকে তথ্য নিয়ে পুনরায় নিজের মতো করে উপস্থাপন করাকে re-write আর্টিকেল বলা হয়ে থাকে।
§ ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে যা যা উল্লেখ করতে হবে: কোন আর্টিকেল রি রাইট হলেও সেখানে অবশ্যই নিজের স্বতন্ত্রতা রাখতে হবে। সেক্ষেত্রে ৭৫% নিজের স্বতন্ত্রতা থাকা বাঞ্ছনীয়। কোন তথ্যের উপযুক্ত সোর্স উল্লেখ করতে হবে। যেসব ইনফরমেশন নেয়া হয়েছে তা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে।
§ একটি পোস্ট যখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হবে: একটি পোস্ট যদি কোন ভাবে ১০০ ওয়ার্ডের কম হয়ে যায় তখন সে পোস্টটি ম্যাক্রো পোস্ট এর আওতাধীন হয়ে যাবে।
§ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সবোর্চ্চ যতটি পোস্ট করতে পারবে: একজন ব্লগার আমার বাংলা ব্লগে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিনটি করে পোস্ট করতে পারবেন।
লেভেল ওয়ান থেকে এই বিষয়গুলোর সম্পর্কে আমি বিস্তারিত জানতে পেরেছি। এবং বিষয়গুলো যথেষ্ট ইনফরমেটিভ পরবর্তী পোস্টগুলোতে অবশ্যই ব্যাপারগুলো মেনে চলতে হবে।
আপনি দেখছি আজকে লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর একদম সুন্দর ভাবে গুছিয়ে উত্তর করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাক ......
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ওয়ান এর ক্লাস করেছেন এখন লিখিত পরীক্ষা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মোটামুটি অনেক সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছেন দেখলাম। আশা করব সিট ভালোভাবে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। ভাইবাতে অংশগ্রহণ করে ভালোভাবে বলার চেষ্টা করবেন। এখন এভাবেই সামনের দিকে এগিয়ে আসবেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit