পরিচয় পর্ব।। আমার বাংলা ব্লগ কমিউনিটি।। ৩ এপ্রিল ২০২২

in hive-129948 •  3 years ago  (edited)

71573682_710239249471605_824415570853101568_n.jpg
আশাকরি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।
আমার নাম আনিকা তাছমিন রিপা। আমার ইউজার আইডি@anikatasmin, আমার বাসা যাত্রাবড়ি বিবিরবাগিচা ১নং গেট। আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী মা একজন গৃহিনী। আমার বয়স ২২ বছর আমি অনার্স ১ম বর্ষে পড়ি এবং পাশাপাশি আমি একটি বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কাজ করছি।
আমার একটি অনলাইন বিজনেস পেজ রয়েছে। এবং অনলাইনে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক গ্রুপে এড রয়েছে এবং বেশ কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার পর ইস্টিমেট এর সাথে পরিচিত হই এবং এখানে এটা ভালো প্লাটফর্ম এটি আমি বিশ্বাস করি এবং এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমার বাংলা ব্লগ যখন শুরু করা হয় তখনই আমি এখানে সাবস্ক্রাইব করে কাজ করতে পারিনি হয়তো কিন্তু অংশগ্রহণ করে ছিলাম। আমি ইস্টিমেট এর অনেক বিষয় আছে যেগুলো আমি জানতাম না এবং বুঝতাম না কিন্তু এখন তা আমার সম্পর্কে ধারণা হয়েছে। কিভাবে একটি কোয়ালিটিফুল পোস্ট তৈরি করতে হয় আশা করি আমি শিখে গেছি।
আমার বাংলা ব্লগ একটি অন্যতম ভালো কমিউনিটি এখানে সততার সাথে কাজ করা হয়। মডারেটর এডমিন থেকে শুরু করে সকলে অনেক সহৃদয় এবং অত্যন্ত ভালো মানুষ। এখানে এসে আমি অত্যন্ত ভাল ব্যবহার এবং সকলের সহযোগিতা পেয়েছি আশাকরি ভবিষ্যতে পাবো।
অবশ্যই আমরা সততার সাথে আমার বাংলা কমিউনিটি তে কাজ চালিয়ে যাবো এবং অবশ্যই একদিন না একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি এবং আমি পরবর্তীতে কোন পোস্ট করলে সেই পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন।
235518909_330516915488967_8551264293578590468_n.jpg

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পরিচয় পর্ব পোস্টটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে সকলকে ধন্যবাদ।
153126481_265597824968963_2929966459541599507_n.jpg

154988748_1190838754682063_8713017886918733581_n.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পরিচিতিমূলক পোস্ট টি পুরোপুরি হয়নি।আপনাকে কমপক্ষে ৩/৪ টি ছবি দিতে হবে।আপনি মডারেটরদের সাথে কথা বলে জানতে পারবেন।

ok

আপনি আমার বাংলা ব্লগকে ভালোবেসে পরিচিত পোস্ট করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাকে জানতে হবে আমার বাংলা ব্লগে এখন লোক নেওয়া হচ্ছে কিনা। তাই মডারেটর ভাইয়াদের মেনশন করতে পারেন।

ঠিক আছে

আপনাকে আমার বাংলা ব্লগে অভিনন্দন আপু। আপনার পরিচিত মূলক পোষ্ট টি সম্পূর্ণ হয়নি আপু। আশা করি আপনি অন্যদের পরিচিত মূলক পোস্ট গুলো দেখে নিয়ম-নীতি মেনে পোস্ট করবেন। তাহলে অবশ্যই আপনি এখানে সবার সাপোর্ট পাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আপনার পরিচিত মূলক পোস্টটি আমার কাছে খুবই ভালো লাগলো ।আপনার জীবন বৃত্তান্ত চমৎকার ছিল। এই প্লাটফর্মে আপনাকে স্বাগতম আপনার কাছ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি অনেক কিছু আশা করে। এগিয়ে চলেন আপনার সফলতার পথে। আপনার জন্য শুভকামনা রইল।

Loading...

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে সুস্বাগতম। আশাকরি বাংলা ব্লগ কমিউনিটির সব নিয়মকানুন মেনে আপনি কাজ করবেন। এই কমিউনিটি এমন একটা কমিউনিটি যা আপনার ক্রিয়েটিভিটি কে প্রাধান্য দিবে। আপনার পরিচয় মূলক পোষ্ট পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।।

ধন্যবাদ আপনাকে।