বর্তমান সমাজ তথা দেশ, এমনকি পৃথিবীকে ভালো মানুষই এগিয়ে নিয়ে যাচ্ছে।।

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আসলে বর্তমান সমাজ তথা দেশ, এমনকি পৃথিবীকে ভালো মানুষই এগিয়ে নিয়ে যাচ্ছে।এই বিষয়টি আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করবো।আশাকরি, পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগবে।

Source


পৃথিবী বলি আর সমাজ বা রাষ্ট্র, এর উন্নতি-অগ্রগতি বা কল্যাণ ভালো মানুষ দ্বারাই হয়েছে।বর্তমানেও যদি আমরা সমাজের দিকে দৃষ্টিপাত করি সে সত্যেরই প্রতিফলন আমরা দেখতে পাই।দেশ ও সমাজ নিয়ে যারা ইতিবাচক চিন্তাভাবনা করেন,তাঁরা মানুষের চোখে ভালো মানুষ। তাঁরাই সমাজ তথা দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা ফিকির করে থাকেন।যদিও বর্তমান সময়ে এই কাজ অনেক বেশি কঠিন।

সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত বহু শাসক এসেছেন এই পৃথিবীতে। তাদের মধ্যে কেউ ছিলেন মানবহিতৈষী,সমাজ সংস্কারক এবং মানব সেবার নিবেদিতপ্রাণ।আবার কেউ ছিলেন নৃশংস, হিংস্র এবং ধ্বংসের প্রতিমমূতি।যেসব সমাজপতি পৃথিবীকে,এর অধিবাসীদের কিছুই দিতে পারেনি,অত্যাচার-নির্যাতন,শোষণ-লুণ্ঠন আর ধ্বংসযজ্ঞ ছাড়া। তাঁরা পৃথিবীকে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেনি।বরং তাদের কার্যকলাপ পিছিয়ে দিয়েছে সমাজ তথা রাষ্ট্রকে।ইতিহাসে তাঁরা মন্দ লোক হিসেবে চিহ্নিত হয়ে আছেন এবং থাকবেন।

বর্তমানে আমাদের সমাজে এখন ভালো মানুষের চেয়ে মন্দ মানুষের দাপট এবং প্রভাব দুটোই অনেকবেশি। যদিও মন্দ মানুষের সংখ্যা ভালো মানুষের চেয়ে বেশি না।আসলে মুস্টিমেয় মন্দ লোকের দাপটে ভালো মানুষগুলো সংখ্যায় বেশি হলেও চুপসে থাকেন।মান সম্মান এর ভয়ে অনেকটা নিরব থাকেন।আর তাদের এই নিরবতাই মন্দ লোকদের আরও অপরাধ ও খারাপ কাজ করতে,এমনকি সমাজ তথা দেশকে ধ্বংসের দিকে ধাবিত করতে উদ্ভুদ্ধ করে।

বর্তমান সময়ে সরকারি অফিসে যে কর্মকর্তা বা কর্মচারী ঘুষ বা দুর্নীতিতে লিপ্ত হন না বা তা রোধ করার চেষ্টা করেন,তাকে অফিসে একঘরে হয়ে থাকতে হয়,এমনকি কখনও কখনও পরতে হয় উটকো ঝামেলায়।তদ্রুপ সমাজেও যখন কোন নিরীহ বা ভালো মানুষ বিপদে পরে কেউ তার পাশে এসে দাঁড়ায় না।উল্টো জুলুমবাজদের পক্ষে দাঁড়ায়।তাদের তোষামোদি ভাব যে সমাজকে কতটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা তারা বুঝতে পারছে না।

আজ আমাদের দেশে দুর্নীতি বহুমুখীকরণ কর্মসূচি চলছে। পত্রপত্রিকায় নিত্যনতুন বিচিত্র সব দুর্নীতি ও অনিয়মের তথ্য উঠে আসছে। যে যে়ভাবে পারছে দুর্নীতির পদ্ধতি আবিষ্কার করে পকেট ভারি করছে।দেশ বা জাতির কথা তাঁরা একটুও ভাবছে না। দেশ এগোল না পেছাল,তা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই। তাঁরা তাদের নিজেদের এগিয়ে যাওয়াটাকে শুধু প্রধান্য দেয়।দেশের কিছু দুর্নীতিবাজ মানুষ দেশের টাকা-পয়সা ও ধন-সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে ।দেশের আলো-বাতাসে বড় হয়ে, দেশেরটা খেয়ে দেশের টাকা-পয়সা ও ধন-সম্পদ যারা বিদেশে পাচার করে,তাদের সঙ্গে প্রাচীনকালের মারাঠা বা পর্তুগিজ জলদস্যুদের কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। ওরাও আমাদের দেশের ধন-সম্পদ লুন্ঠন চালিয়ে নিয়ে যেত,এরাও তাই করছে।

একটি কথা আমরা প্রায়ই বলি,সমাজে ভালোমানুষের বড্ড অভাব।কথাটা সর্বাংশে সত্য বা মিথ্যা কোনোটাই নয়।ভালোমানুষ অবশ্যই আছে।তবে তাঁরা কোণঠাসা।মন্দ বা খারাপ মানুষের ভিড়ে তাঁরা নিজেদের গুটিয়ে রাখে। আমাদের রাজনৈতিক অঙ্গনের দিকে তাকালেই তা অকপটে পরিস্কার হয়ে যাবে। দুর্নীতিবাজ,চোরাকারবারি, মাদক কারবারি, ধর্ষক,দুর্বৃত্তদের গডফাদার, সরকারি তথা জনগণের সম্পদ লুন্ঠনকারী,সমাজবিরোধীরা আজ এ অঙ্গনে মহাপ্রতাপে বিরাজ করছে। দেশপ্রেমিক,মানবদরদি,সৎ ও ন্যায়পরায়ণ মানুষ আজ অসহায়।

সবচেয়ে দুঃখজনক হলো,এই বদচরিত্রের লোকগুলোকে আমরা আবার মাথায় তুলে নাচি,জিন্দাবাদ দেই,কদমবুচি করে ধন্য হই।ফলে সমাজে মন্দ মানুষের রাজত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।এরা সমাজে ভালো কিছু দিতে পারে না। বরং সমাজকে অন্ধকারে নিয়ে যাচ্ছে।তারপরও মন্দ মানুষের ভিড়ে আজও কিছু দেশপ্রেমিক,মহৎ,নিষ্ঠাবান মানুষ নিজেদেরকে আত্ম মানবতার মাঝে বিলিয়ে দিয়ে সমাজের উন্নয়নে এগিয়ে আসছেন।সর্বোপরি, দেশ,সমাজ তথা পৃথিবীকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য ভালো মানুষের কোন বিকল্প নেই।

আজ এ পযর্ন্তই।অন্য দিন অন্য কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।আর লিখার মধ্যে কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাবে আপনাদের মতামত দিবেন।



আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন ভাইয়া বর্তমান সমাজে যেন ভাল মানুষের কোন মূল্য নেই। যেদিকেই আমরা তাকায় না কেন খারাপ মানুষের আধিপত্য লক্ষ্য করতে থাকে। তারপরও এটা সত্য যে সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য ভালো মানুষের গুরুত্ব অনেক বেশি।