প্রেমের উপমা
আনিসুর রহমান
Source
ওগো মনেরই প্রিয়া "তোমার "
ঐ প্রশাস্ত ললাটে সৌভাগ্যের ঘনঘটা,
ললাটের ঘর্ম বিন্দু যেন সিন্ধু নদের জল ফোঁটা।
সূচি শুভ্র দন্ত রাজি যেন ঝিনুক মুক্তোর মালা,
ডাগর নয়নের দৃষ্টি দেয় হৃদয় প্রেমের জ্বালা।
শুচালো তব নাসিকা যেন অপরুপ রুপের ভূবন,
তব দু'টো ভুরুতে কাম উন্মাদনার স্বপন।
বাঁকানো ঠোঁটের হাসি,উন্মুক্ত ঝলসিত অসী,
চেহারাতে এমনি লাবন্য তব কাছে হারবে পূর্ণ শশী।
মসৃণ পেলব বাহুদ্বয় যেন জাফরান সহযোগে গড়া,
Source
দীঘল কালো কেশ যেন ছুঁতে চায় এই বসুন্ধরা।
সুপুষ্ঠ হস্ত অঙ্গুলী দেখতে যেন পদ্ম পাপড়ি,
কালো গোলাপের মত তব ঐ দীঘল কেশের কবরী।
অপরুপ সুন্দর দু'টি কর্ণ যেন পদ্ম পাতার দু'টি ছত্র,
গ্রীবা দেস যেন চির উজ্জ্বল এক স্বর্ণ পত্র।
তব ভালবাসায় মাতোয়ারা প্রেমিক সুজন,
কোমল হৃদয় তাইতো সবাইকে করেছে আপন।
এ যে হৃদয়ের আকুলতা সব কিছুই
মোর প্রেমের উপমা,
শোকর গুজার করি বিধাতার তরে
হয়েছ মোর প্রিয়তমা।।
nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nice
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit