স্বরচিত কবিতা "বিজয় (১৬ই ডিসেম্বর)"।।

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে আবারও কবিতা শেয়ার করতে যাচ্ছি।আশাকরি, কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।

আজ আমাদের বিজয় দিবস।বহু লোকের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই বিজয়।আজকের এই বাংলাদেশ।আর এই মহান বিজয় দিবসের দিনে সেই অগনিত শহীদের স্বরণে আমার এই ছোট কবিতা।

Source


বিজয় (১৬ই ডিসেম্বর)

আনিসুর রহমান

বিজয় মানে শত্রু ধ্বংসে
সুচিন্তিত হক,
সংগ্রাম করে হাতে পাওয়া
অধিকারের হক।

বিজয় মানে রুখে দেওয়া
অন্যায় দাবি দাওয়া,
হৃদয় থেকে ভালোবেসে
আকাঙ্ক্ষিত চাওয়া।

বিজয় মানে রক্তের দানে
মুখে ফোঁটা হাসি,
বজ্রকন্ঠে হুশিয়ারী
তোমায় ভালোবাসি ।

বিজয় মানে আপন মনে
প্রাণের কথা বলা,
হাসি খুশি মন'টা নিয়ে
নির্ভয়ে পথ চলা।

বিজয় মানে পূর্ব আকাশে
জ্বলে ওঠা রবি,
লক্ষ প্রাণের আত্মত্যাগে
বাংলাদেশের ছবি।।

1.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png


আমার পরিচিতি


IMG_1123.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

মহান বিজয় দিবস উপলক্ষে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে, সম্পূর্ণটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম কবিতা গুলো আমি খুবই পছন্দ করি। আর যদি হয় এরকম টপিক নিয়ে লেখা তাহলে তো কোন কথা নেই। পুরো কবিতাটা বেশ ভালোই উপভোগ করে পড়েছি। সম্পূর্ণটা আমি যত পড়ছিলাম, আমার কাছে ততই খুব ভালো লাগছিল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সম্পূর্ণটা খুব সুন্দর করে সম্পূর্ণটা লিখেছেন আপনি। ধন্যবাদ সুন্দর করে কবিতাটা লিখে শেয়ার করার জন্য।

বাহ্ ভাইয়া তো দেখছি মহান স্বাধীনতা দিবস নিয়ে বেশ দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার আজকের কবিতা কিন্তু আমার কাছে দারুন লেগেছে। সব মিলিয়ে বেশ সুন্দর করে আপনি মহান বিজয় দিবস কে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

বিজয় দিবস উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে এই বিজয় আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে। তাই আজ আমরা স্বাধীন দেশে মুক্ত পাখির মত বসবাস করতে পারছি। আপনি বিজয় দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

আমার নামের সাথে মিল এর একটি কবিতা পড়তে পেরে আমি অনেক খুশি হলাম। এখানে এই কবিতা খুবই ভালোভাবে তৈরি করেছেন৷ আমার কাছে এই কবিতা খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

এরকম দিনকে কেন্দ্র করে কবিতা লিখলে তো সবার কাছেই ভালো লাগবে পড়তে। তেমনি আপনিও বিজয় দিবসকে কেন্দ্র করে, পুরো কবিতাটা লিখেছেন। পুরো কবিতার মাধ্যমে বাস্তবিক কিছু কথাও তুলে ধরেছেন আপনি। কবিতার সবগুলো লাইন দারুন হয়েছে।

বিজয় মানে রুখে দেওয়া
অন্যায় দাবি দাওয়া,
হৃদয় থেকে ভালোবেসে
আকাঙ্ক্ষিত চাওয়া।

আমার এই লাইনগুলো একটু বেশি পছন্দ হয়েছে।

একাধিকবার নিয়ম ভঙ্গের কারণে আপনাকে ব্যান করা হলো।

Reason: https://techtouchtalk.in/mhk18122020/