আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
রোজ- সোমবার।১৫ ই,কার্তিক।১৪২৯,বঙ্গাব্দ।হেমন্তকাল।।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে আবারও হাসির গল্প"দল বদল”এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটি আপনাদের ভালো লাগবে।
আমার এক ছোট ভাই জিজ্ঞেস করল,ভাই আগামী শুক্রবার ফ্রি আছেন নাকি?আমি বললাম,ফ্রি ফ্রি করিস না তো! ফ্রি কালচারটা ভালো না। এই ফ্রি কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ছোট ভাই হালকা একটু আঘাত পেয়ে বলল, ভাই এই ফ্রি আর সেই ফ্রি এক জিনিস না।সেই ফ্রি মানে তো বিনে পয়সায় খাওয়া। আর আমি যেই ফ্রি এর কথা বলছি,এই ফ্রি মানে হচ্ছে অবসর।
আমি এবার মৃদু দুষ্টমি করার চেষ্টা করলাম।বললাম, কেন,দাওয়াত টাওয়াত দিবি নাকি? যদি দাওয়াত দিস আর ভালো খাওয়া -দাওয়ার ব্যবস্থা করিস, তাহলে ধরে নে আমি আমি ফ্রি আছি।ছোট ভাই বলল, এ রকম কিছু আশা করে লাভ নেই ভাই।
আসলে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। যেখানে এলাকার কিছু আলোচিত ব্যক্তি উপস্থিত থাকবেন।যারা বিভিন্ন সময়ে দল পরিবর্তন করেছেন। মানে এক দল থেকে আরেক দলে গিয়েছেন।আমি বললাম, বুঝতে পেরেছি।তুই এবার নতুন একটা ধান্দা শুরু করছিস।
ছোট ভাই বলল,আরে না, না।তবে অনুষ্ঠানে তাদের রাখছি এই জন্য, যেহেতু তারা দল বদল করে অভ্যস্ত।অভিজ্ঞতার একটা দাম আছে না? আর আমরা বদল করবো হচ্ছে ক্রিকেট দল।মানে আগে যে দলকে সাপোর্ট করতাম,সেই দল পাল্টে অন্য একটা দল সাপোর্ট করবো। কারণ,বিশ্বকাপে এবারের লক্ষণ খুব একটা ভালো ঠেকছে না।এখন থেকেই শক্তপোক্ত একটা দলকে সাপোর্ট করা শুরু না করলে পরে পস্তাতে হবে।
আমি বললাম, পস্তাতে হবে মানে? ছোট ভাই বলল, না,মানে নতুন বিয়ে করেছি তো ভাই। বউয়ের সঙ্গে অনেককিছু নিয়েই ঝামেলা হচ্ছে। যেমন আমি কেন খেলা দেখি,এটা নিয়েও সে প্রশ্ন তুলেছ।আমি তাকে বললাম,আমার প্রিয় দল খেলছে,আর আমি খেলা দেখবো না? বউ রাগে বলে কি,তোমার দল তো জেতে না। খালি হারে।এই খেলা দেখে কি লাভ? এর চেয়ে ভালো বসে বসে আমার সঙ্গে আল্লু অর্জুনের ছবি দেখ।তো আমি চিন্তা করে দেখলাম, যদি দল বদল না করি,যদি জয়ী পার্টির সাপোর্টার না হই, তাহলে তো টিভি দেখার চান্সই পাব না।বউ সারাদিন আল্লু অর্জুনের ছবি দেখবে।
এতে কিন্তু একটা রোমান্টিক ব্যাপার স্যাপার ঘটে যেতে পারে। যা ভাবতেই আমার বুক কেঁপে ওঠে। এই জন্য ভাবতেই চাই না।শুধু আপনাকে দাওয়াত দিতে চাই।ওই যে,আগামী শুক্রবার। দল বদল অনুষ্ঠানে।ও ভালো কথা ভাই।পারলে একটা ফুলের তোড়া নিয়ে আইসেন।একটা ব্যাপার আছে না?
আশা করি,হাসির গল্প "দল বদল" এর প্রথম পর্বটি পড়ে আপনাদের ভালো লেগেছে।আর গল্পের মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ভাল থাকবেন ও সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। অপচয় রোধ করবেন। চারপাশ পরিষ্কার রাখবেন।আর গল্পটি ভালো লাগলে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এ পর্যন্তই।
VOTE @bangla.witness as witness
OR
ভাই আপনার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি গল্পটি হাসির হল আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুবিধা মত দল বদল করে ফেলে। ধন্যবাদ আপনাকে এমন একটা হাসির গল্পের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি হাসির গল্প সেয়ার করেছেন ভাইয়া। দেশের অবস্থা ভাল না। কখন কি হয় যায় বলা যায় না। ক্রিকেট দলের সাথে মনের মাঝে যে দল আছে সেটাও পরিবর্তন করা দরকার। আর হারা দলের সাথে থাকলে কোথাও দাম নাই। চুরি বাটপারি করে হলেও দলকে বিজয় করতে হবে আর বিজয় দলের সাথে থাকতে হবে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit