সিজন-৪ এ ১০ স্টিম পাওয়ার আপ।।

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের মাঝে আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আবারও পাওয়ার আপ পোস্ট করবো।



দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য পাওয়ার আপ বিকল্প নেই।পাওয়ার বৃদ্ধি মানে নিজের স্টিমিট একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি। আর যে যতবেশি পাওয়ার আপ করবো তার ততবেশী নিজের স্টিমিট একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই প্ল্যাটফর্মে তার ভবিষ্যৎ ততটা সমৃদ্ধ হবে।কমিউনিটির সব ইউজাররা নিজেদের মত করে কম বেশী পাওয়ার আপ করিতেছে।এটা সবার জন্য খুবই ভাল একটি দিক।


আমরা জানি,বর্তমানে টার্গেট ডিসেম্বর সিজন- ৪ চালু হয়েছে।আমি আজকে টার্গেট ডিসেম্বর পাওয়ার আপ সিজন- ৪ এ ১০ স্টিম পাওয়ার আপ করে অংশগ্রহণ করতে যাচ্ছি।।


কিভাবে পাওয়ার আপ করবো তা নিম্নে উল্লেখ করা হলো:-



আমার ওয়ালেটে যে পরিমাণ লিকুইড স্ট্রিম রয়েছে সেখান থেকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করব। পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম ছিল ১৩.৩৮৭ এবং স্টিম পাওয়ার ছিল ৩৫৮৫.৮৪২।


যেহেতু আমি ১০ স্টিম পাওয়ার আপ করব, তাই এমাউন্টের ঘরে ১০ লিখেছি।


Screenshot_5.png

এরপর একটিভ কে দিয়ে সাইন ইন করবো।



আমার পাওয়ার আপ করা সম্পূর্ণ হয়ে গেছে ৷পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটের ছবি ৷আগে আমার স্টিম পাওয়ার ছিল ৩৫৮৫.৮৪২।১০ স্টিম পাওয়ার আপ করার পরে হয়েছে ৩৫৯৫.৮৪২ এসপি।


আমার ব্যালেন্স


পূর্বের এসপি ৩৫৮৫.৮৪২
পাওয়ার আপ ১০
বর্তমান এসপি ৩৫৯৫.৮৪২


আমরা আমাদের স্টিম পাওয়ার গুলো @heroism এর মত প্রজেক্টে ডেলিগেট করে সর্বোচ্চ সুবিধা পেতে পারি।তাহলে আমরা হিরোইজম থেকে প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়ার্ড পাওয়ার পাশাপাশি নিয়মিত ভোটিং সুবিধা পাবো।সর্বোপরি নিজেদের আইডির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের নিয়মিত পাওয়ার আপ করা উচিত।


সকলকে ধন্যবাদ।

asa.png


111.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png


standard_Discord_Zip.gif


Heroism_3rd.png


RGgukq5E6HBM2jscFu6Z_br_9_br_C45vAtaj46fHKRytJMev17ocsydQSGsUDEdsbe1MWrCoKgc8BowDdGyLqsHeYN8v8y1rXBt3HFagDyyS955dDa6apxWkdgs8XCAKtutTRw.gif



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

পাওয়ার আপ খুব গুরুত্বপূর্ণ। আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করলেন। পাওয়ার আপ করে নিজের একাউন্টের শক্তি বৃদ্ধি করছেন। এভাবে ধীরে ধীরে এগিয়ে যাবেন নিজ লক্ষ্যে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

একাউন্টঃ @anisshamim
পাওয়ার বৃদ্ধিঃ = invalid entry

নতুন সিজন আসার সাথে সাথে আপনি আপনার সক্ষমতা বৃদ্ধি করার ধারাবাহিকতা বজায় রেখেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলের উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ৩৫৯৫ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।

সিজন ৪তে আপনার দশ স্টিম পাওয়ার আপ পোষ্ট দেখে অনেক ভালো লাগলো। দীর্ঘমেয়াদি কাজ করতে হলে আমাদের সবার পাওয়ার আপ করা দরকার।সিজন- ৪ তে সবাই টার্গেট করে এখন পাওয়ার আপ শুরু করেছে। পাওয়ার আপ করা মানি আমরা আমাদের শক্তি বৃদ্ধি করা। পাওয়ার আপ করে অনেকদূর এগিয়ে যান এই কামনাই করি।

আপনার দশ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এভাবে আসলেই আমাদের সবারই উচিত একটু একটু করে কম হলেও পাওয়ার আপ করার জন্য। এই প্লাটফর্মে আমাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। সেজন্য অবশ্যই উচিত পাওয়ার আপ করা। তাছাড়া আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করতেছেন দেখে বেশ ভালো লাগলো। এভাবেই চেষ্টা করতে থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।