গ্রাম প্রকিতির এক অপার সৌন্দর্যের নাম। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রামে ঘুড়ে না দেখলে বুঝা যাবে না। যে দিকেই তাকাই না কেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যতদুর দু-চোখ যায় চোখে পড়ে শুধু সবুজের সমারোহ।
গ্রামের আকা বাকা ম্যেঠো পথ ধানখেত গুলোর সমাহার মনোমুগ্ধকর করে তোলে প্রকৃতি প্রেমিদের।
এখন অবশ্য ধানখেত গুলো প্রায় পাকার পথে তাই প্রকৃতির সাজানোও নিয়ম অনুসারে ধানের শিসগুলা সবুজ থেকে সুনালী রং ধারণ করেছে।
![IMG_20211025_090247_183.jpg]
মাঝে মাঝে প্রকৃতি আবার ভয়ংকর রুপও ধারণ করে। যার ফলে নষ্ট হয় হাজারো মানুষের রংঙ্গিল সপ্ন। বিষয় টা খুব কষ্টের হলেও এটাই প্রকৃত সত্য যে,
প্রকৃতি সব সময় একই ভাবে চলে না।
কখনও প্রতি কুলে কখনও আবার অনুকূল।
()
শুধু কি তাই!
একটু ভিন্ন দিকে লক্ষ্য করুন চোখের দেখা মিলবে
সতেজ সবজি ও সেগুলোর সত্ত ফোটা পুষ্প গুলো দেখলে মনে হবে প্রকৃতি যেন আপুন গতিতে সেজেছে যা সত্যিই মনোমুগ্ধকর।
"""" গ্রাম ছারা ওই রাঙ্গা মাটির পথ
আমার মন ভুলায়রে""""""""
মনে পারে গেলো ছোট বেলার দুইটা গানের লাইন ও
বাংলাদেশ যে ছয় ঝ্রিতুর দেশ সেটা বুজতে বা দেখতে গ্রামের কোন বিকল্প নেই। কারন গ্রামেই তার প্রকৃতির নিয়মে পুরো এক বছরকে ছয়ভাগে বিভক্ত করে! শুধু বিভক্তই করে তা না প্রকৃিতিকে নতুন এবং ভিন্ন ভিন্ন ছয় ভাবে সজ্জিত ও করে আপুন গতিতে।
কবির ভাষায় বলতে চাইলে,,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে,যে আমার জন্মভূমি!
গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলেই মনটা ভরে যায় ।সবুজ ধানক্ষেত যে কি অপরূপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। অনেক ভালো ফটোগ্রাফি করেছেন আপনি। প্রথম ফুলটার নাম কি? খুব সুন্দর লাগছে ফুলটা। এটা কি গাছের ফুল? খুব সুন্দর ভাবে আপনি আপনার মত অনুভুতি গুলো প্রকাশ করেছেন আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফির গুলোর কোন তুলনা হয় না। সবুজের সমারোহ এর ভিতরে আমিও ডুবে যেতে চাই। সত্যি সত্যিই সৃষ্টিকর্তার অপরূপ মায়া আমাদের এই চিরচেনা সবুজে ঘেরা বাংলাদেশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শেষের ছবির ফুলটা কি ঢ়েডঁস গাছের ফুল ভাইয়া?
ধানক্ষেত যখন বাতাসে দোলে তখন আমার কাছে বেশি ভালো লাগে। কি সুন্দর ঢেউ খেলে যায় পুরো ক্ষেত জুড়ে।একদম দেখার মতো সিনারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই! ওই টা ঢ়েড়স গাছেরই ফুল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এমন সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামবাংলার প্রকৃত সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে। বিশেষ করে ধানের প্রকৃত সৌন্দর্য মনোমুগ্ধকর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতি কতোই না সুন্দর। আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা মন ভালো করার জন্য কতো কিছুই না করি। কিন্তু আমরা যদি মন খারাপের সময় একটু মন দিয়ে প্রকৃতি সৌন্দর্য অনুভব করি তাহলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। সুন্দর ভাবে প্রকৃতির ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। ধানক্ষেত এর ছবিটা অসাধারণ ছিলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে প্রকৃতির সৌন্দর্য দেখলে মন ভরে যায়। আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেন। প্রকৃতির সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন।গ্রাম বাংলার মাঠ দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। ধানগুলো একদম শুয়ে আছে কত সুন্দর পরিবেশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাইয়া অসাধারণ গ্রামের মতো সুন্দর সহজ সরল প্রকৃতি কোথাও খুঁজে পাবেন না।
আমার খুব ভালো লাগে গ্রাম।
চারদিকে শুধু সবুজ আর সবুজ মাঠে ভরা ধান।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবুজের সমাহিত গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য তুলে ধরেছেন। মাঠ ভর্তি সবুজ ফসল বাতাসে দোলা দিয়ে যায়। সুন্দর দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি গ্রাম বাংলার প্রকৃতির রুপ আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফিগুলো অনেক পছন্দ হয়েছে আমার।শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম কে সবুজের সমারোহ বললেও ভুল হবে না। গ্রামীণ জীবন যাপন আর কতই না সুন্দর। মাঠের সবুজ ধান সোনালী ধান দেখে প্রাণটা জুড়িয়ে গেল। খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।ঢেঁড়স এর ফুল টা আমার কাছে খুব সুন্দর লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর করে গ্রাম বাংলার প্রকৃতির কিছু ধানের ক্ষেতের ফটোগ্রাফি করেছেন। যা অনেক সুন্দর হয়েছে। কখনো সোনালী ধান, কখনো সবুজ ক্ষেত, সেই সাথে বাহাড়ি রকম সবজির ফুল। সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা ছবিই চমৎকার হয়েছে।আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ছবিই ক্যাপচার করেছেন।
শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit