অ পদার্থবিজ্ঞান - A Podarthobiggan Ratul Khan PDF Download

in hive-129948 •  3 years ago 

images - 2022-05-23T063859.829 (1).jpeg

আলোর বেগ এর তুলনায় অনেক কম বেগে চলা বস্তুর ক্ষেত্রে ক্লাসিকাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স খুব ভালো ভাবে কাজ করলেও বেগ যত বাড়তে থাকবে এর কার্যকারিতা তত কমতে থাকবে। অনেক বেশি বেগে ঘটে যাওয়া বিষয় বা ঘটনা বর্ণনা করতে দরকার হয় আপেক্ষিকতা বা থিওরি অফ রিলেটিভিটি।

আইনস্টাইন 1905 সালে 'স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি' প্রকাশ করেন। থিওরি অফ রিলেটিভিটি মূলত স্থান-কালের সম্পর্ক নিয়ে। কোন একটা কিছু যখন ঘটে, সেটা ঘটনা। আর সেটা যে দেখে বা বর্ণনা করে বা পরিমাপ করতে পারে সে হলো পর্যবেক্ষক।

একই ঘটনা যদি একাধিক পর্যবেক্ষক দেখে এবং তাদের মধ্যে যদি একটা আপেক্ষিক বেগ থাকে তাহলে সেই ঘটনার সবকিছু সম্পর্কে তারা একমত নাও হতে পারে।

আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী জোরে ছুটে যাওয়া লাঠির দৈর্ঘ্য কম, এক কাপ গরম চা এর ভর ঠান্ডা অবস্থার চেয়ে বেশি, গতিশীল ঘড়ির সময় ধীর।

স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে শুধুমাত্র জড় পদার্থ নিয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গ কাঠামো হলো যার সাপেক্ষে আমরা স্থান, গতি নির্ধারণ ও পরিমাপ করতে পারি। যেমন হাবলু যদি একটি চলন্ত গাড়ির ভেতরে থাকে, তাহলে গাড়ির দেয়ালগুলোর সাপেক্ষে সে তার নিজের কিংবা অন্য কোন কিছুর অবস্থান কোথায় সেটা বলতে পারবে। গাড়ির ভেতর কিছু নাড়াচাড়া করলেও সেটার বর্ণনা দিতে পারবে গাড়ির অন্যান্য অংশের সাপেক্ষে। গাড়িটা হলো হাবলুর প্রসঙ্গ কাঠামো।

Book Name: অ পদার্থবিজ্ঞান
Writer: রাতুল খান
File size: 13 MB
Format: PDF
Location: Google Drive

Download Now

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রোফাইল থেকে বুঝতে পারলাম আপনি সদ্য স্টিমিট এ জয়েন করেছেন। যার ফলে আপনি এখনো জানেন না এখানে কি ভাবে কাজ করলে সফল হতে পারবেন।

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। তারপর আপনার পরিচিতি মূলক পোষ্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি অন্যান্য পোস্ট করতে পারবেন। তবে যেহেতু এখন আমাদের নতুন মেম্বার নেয়া বন্ধ আছে তাই আপনি চাইলে আমাদের ডিসকর্ডে জয়েন করে যোগাযোগ করতে পারেন। ডিসকর্ডে জয়েন থাকলে আপনি জানতে পারবেন যে পরবর্তীতে আবার কখন নতুন মেম্বার নেয়া হবে।

ডিসকর্ড লিংক-https://discord.gg/AmDvat4Xuv

পরিচিতি মূলক পোস্ট কিভাবে করতে হয় সেটা এই পোস্ট থেকে জানতে পারবেন-https://steemit.com/hive-129948/@rme/4pwnok

আমার বাংলা ব্লগের নিয়মাবলীর সর্বশেষ আপডেট-
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আপনি নিজস্ব লেখা ব্যতীত অন্যের সামগ্রী এখানে শেয়ার করতে পারবেন না।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493