হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ-২৯শে সোমবার,২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমরা নীলাদ্রি লেকের উপরের সবুজ ঘাসে আবৃত এই জায়গাটিতে আসার পরে সবাই অনেক বেশি উৎফুল্ল ছিলাম। আমার এই ফটোগ্রাফিটি দেখে হয়তো বুঝতে পারছেন যে, এই জায়গাটিকে আসলে বাংলার সুইজারল্যান্ড কেন বলা হয়। এই সুইজারল্যান্ড খ্যত সুন্দর জায়গা দিতে আমরা অনেক বেশি সময় কাটাতে চেয়েছিলাম কিন্তু প্রচন্ড রোদের কারণে সেটা সম্ভব হয়নি। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনেক সুন্দর ভাবে উপভোগ করেছিলাম।
মেঘালয় পাহাড়ের পাদদেশের নীলাদ্রি লেকের নীল জলরাশি দেখতে চমৎকার সুন্দর লাগছিল। নীলাদ্রি লেখটি অনেক বেশি গভীর হওয়ায় এই জায়গাটিতে সব সময় জল থাকে। বর্ষাকালে অবশ্য জলের রং এতটা নীল থাকে না কিন্তু আমরা যে, টাইমে গিয়েছিলাম জলের বর্ণটা অনেক সুন্দর ছিলো। নীলাদ্রি লেকের ঠিক পাশ দিয়ে সুন্দর একটি মাটির রাস্তা রয়েছে।
আমরা বেশ কিছু সময় নীলাদ্রি লেকের উপরে বাংলার সুইজারল্যান্ড খ্যাত মাঠের সবথেকে উপরের অংশে একটি বরই গাছের ছায়াতে বেশ কিছু সময় রেস্ট নেওয়ার পরে সবাই যার যার মত ছবি তুলতে শুরু করি। আমার বন্ধু রাহুলের হাতে আমার ফোনটি দিয়ে বলি যে, সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিতে। বন্ধু রাহুল ফটোগ্রাফিতে বেশ এক্সপার্ট সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। বন্ধু রাহুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি পোস্ট আমার বাংলা ব্লগের ফিচারর্ড আর্টিকেল হয়েছে।
আমি কয়েকটি ছবি উঠার পরে আমার বন্ধু রাহুলকে বললাম যে, এবার তুই বাইকের উপর গিয়ে বস আমি কয়েকটি ছবি তুলে দিই। আসলে নিজে ছবি ওঠার থেকে ছবি তুলে দিতে আমি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ বোধ করি। এটা অবশ্য আমার বন্ধু রাহুলের ক্ষেত্রেও সেম। আমার বন্ধু রাহুল যেমন অনেক সুন্দর ফটোগ্রাফি করে তেমনি ছবি নিজে ওঠার সময় বেশ সুন্দর সুন্দর স্টাইল দিতে পারে।
আমি আর আমার বন্ধু রাহুলের ছবি ওটা শেষ হতে না হতেই আমার দাদা আর আমার কাকা চলে আসলো ছবি ওঠার জন্য। এমন সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্যের মাঝে সবাই চাই সুন্দর সুন্দর ছবি উঠতে। আসলে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড যদি অনেক সুন্দর হয় ছবিগুলো দেখতে এমনিতেই বেশি চমৎকার দেখায়।
সেদিনে দুপুরের প্রচন্ড রোদের ভেতরে একটু ঘোরাঘুরি করতেই অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। অনেক ইচ্ছা ছিল নীলাদ্রি লেকের নীল জলে স্নান করার। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে নীলাদ্রি লেকে নীল জলে স্নান করতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে আবার যদি কখনো যাই অবশ্যই নীলাদ্রি লেকের এই নীল জলে স্নান করবো। আমরা দূর থেকে দেখছিলাম যে, অনেক পর্যটকেরা এসে নীলাদ্রি লেকের নীল জলে সেফটি গার্ড নিয়ে স্নান করছে।
নীলাদ্রি লেকে সেফটি গার্ড নিয়ে স্নান করার কারণ হলো এখানে জলের গভীরতা অনেক বেশি। আমাদের হাতে সময় কম থাকায় আমরা নীলাদ্রি থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেই।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সুনামগঞ্জ, সিলেট
তারিখ: ৩০ শে আগস্ট ২০২৩
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
আপনারা সুনামগঞ্জের নীলাদ্রি লেক ঘুড়তে গিয়ে সবাই মিলে বেশ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন। তার পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা অনেক বেশি সুন্দর। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই আমিও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালোবাসি। আর তাইতো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করি। সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুনামগঞ্জের নীলাদ্রি লেক এ ঘুরতে গিয়ে খুব সুন্দর একটি মুহুর্ত শেয়ার করেছেন৷ একইসাথে অসাধারণ কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন৷ এই ফটোগ্রাফিগুলো দেখে এই লেকের সৌন্দর্য অনেকটাই বুঝতে পেরেছি৷ আপনারাও সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই সুনামগঞ্জের নীলাদ্রি ঘুরতে গিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit