হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৬ ই মার্চ, শুক্রবার, ২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
কভার ফটো
ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে হাওয়া দমে দেখো তারে.... গানটি গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
গানের প্রয়োজনীয় তথ্য
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না....
- লিরিক্স: হাওয়া দমে দেখো তারে...
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
কে বানাইলো এমন রঙমহল খানা,
বিনা তেলে জ্বলে বাতি,
দেখতে যেমন মুক্তা মতি,
জলময় তার চতুর্ভিতি মধ্যে খানা।।
তিল পরিমাণ জায়গা সে যে,
হদ্দরূপ তাহার মাঝে,
কালায় শোনে আঁধলায় দেখে নেংড়ার নাচনা।।
যে গঠিল এ রঙমহল,
না জানি তার রূপটি কেমন।
সিরাজ সাঁই কয় নাইরে লালন তার তুলনা।।
আমার অনুভূতি
বাউল সম্রাট ফকির লালন সাঁইজের এই গানটি আমার ভীষণ পছন্দের। কিছুদিন আগেই এই গানটি আমি রেকর্ডিং করেছি। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির প্রতিটি গানই আধ্যাত্মিক ও দেহতত্ত্ব। প্রতিটি গান ভিতরে তিনি সৃষ্টিকর্তা এবং মানুষকে নিয়ে লিখেছেন। আমাদের এই পৃথিবী নামক রংমহলখানা তৈরি করেছেন সর্বশক্তিমান স্বয়ং সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা বিভিন্ন গুণে গুণান্বিত। সৃষ্টিকর্তার অপার সৃষ্টি আমাদেরকে সবসময় মুগ্ধ করে। সৃষ্টিকর্তার সৃষ্টির কোন তুলনা হয় না।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই গানটাও খুব সুন্দর। এভাবে আজকের গাওয়া এই গানটা এত সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লালনগীতি শুনলে মনটা একদম ভরে ওঠে। আজকে আপনি আমাদেরকে খুব সুন্দর একটি লালনগীতি গেয়ে শোনালেন। একটি শুনে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে গানটি কাভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবার একটি সুন্দর লালনগীতি আমাদের শোনাবার জন্য ধন্যবাদ ভাই। আপনার গান ব্লগের পাতায় দেখতে পেলেই ছুটে আসি শোনবার জন্য। আসলে আপনার গলায় লালনগীতি শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। আর এই পোস্টে আপনি যেভাবে সুন্দর করে সম্পূর্ণ লিরিক্সটি দিয়ে দিয়েছেন, তাতে গানটি অনুধাবন করার জন্য ভীষণ সুবিধাজনক হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কণ্ঠে লালন গীতি শুনতে অনেক ভালো লাগে। আসলে ভাইয়া আমরা বাংলা ব্লগ না আসলে হয়তো এমন লালন গীতি শুনতে পারতাম না।আপনি বাংলা ব্লগের মাধ্যমে নতুন করে গান করার সুযোগ পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটা গান কভার করেছেন।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর গান কভার করে থাকেন। আপনার কন্ঠে এরকম সুন্দর গানগুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। এই গানটা কিন্তু অনেক দারুন ছিল। আপনার খালি গলায় শুনে মনটা ভালো হয়ে গেলো। আপনার গানগুলো আমি সব সময় শোনার জন্য চেষ্টা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি তো খুব চমৎকার লালনগীতি গান কভার করেছেন। লালন গীতি গান গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি প্রায় সময় চমৎকার লাগান গীতি গান কভার করেন। আজকে ও সুন্দর করে হাওয়া দমে দেখো তারে গানটি সুন্দর করে কভার করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বরাবরই লালন গীতির গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেন।যদিও লালনগীতির গান আমি তেমন একটা শুনি না।তবে আপনার কন্ঠে এই গানগুলো শুনতে বেশ ভালোই লাগে। আজকেও খুব সুন্দর ভাবে গানটি কভার করে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই লালনগীতি গুলো আমি কখনও শুনি নাই। বেশ দারুণ লাগল শুনে। চমৎকার গেয়েছেন ভাই। আপনার কন্ঠে লালনগীতি গুলো বেশ চমৎকার লাগে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে করে নেওয়ার জন্য। বেশ দারুণ গেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লালনগীতি গান শুনতে আমার অনেক ভালো লাগে। আপনার কন্ঠে লালনগীতি গান শুনে খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে গানটি কভার করেছেন। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি গান কভার করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit