"বিশ্ব পিতৃ দিবসে" পৃথিবীর সব বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসা।

in hive-129948 •  2 years ago 


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৮ ই জুন, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে বিশ্ব পিতৃ দিবসে পৃথিবীর সব বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বাবাকে বিশেষভাবে সম্মান এবং ভালোবাসা প্রদানের জন্যই "বিশ্ব বাবা দিবস" পালন করা হয়।পিতা-মাতা দুটি শব্দই আমাদের কাছে অভিন্ন এবং একই।

আমরা প্রতিটি মানুষই মাকে ঠিক যতটা ভালোবাসি ঠিক ঠিক ততটাই বাবাকেও ভালোবাসি। যদি ভালবাসার হিসাব করি তাহলে দুজনেই আমাদের চোখে সমান। আজকে বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি সন্তানদের ভালোবাসা প্রকাশের একটি বিশেষ দিন। যদিও বাবাকে ভালোবাসার কোন দিন হয় না।

fathers-day-card-875315_1280.webp

Source:Pixabay

আমরা প্রতিটি দিনেই বাবাকে ভালবাসতে পারি, বাবাকে ভালোবাসি। তারপরেও একটি বিশেষ দিনকে যদি আমরা বিশেষভাবে বাবার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই তাহলে বিষয়টা বেশ ভালই হয়। আর এই জন্যই বিশ্ব বাবা দিবসের উৎপত্তি হয়েছিল। প্রতিটি পিতা-মাতার কাছে সন্তান যেমন তার সব থেকে প্রিয় আবার প্রতিটি সন্তানের কাছে পিতা-মাতা সব থেকে প্রিয়।

প্রতিটি বাবার প্রতিটি সন্তানের কাছে বটবৃক্ষের স্বরুপ। আর বাবা নামক বট বৃক্ষ সন্তানের মাথার উপর সবসময় থাকে বলেই সন্তান এতটা সুখ এবং শান্তিতে থাকে। আমরা বাবাকে বিভিন্ন নামে ডেকে থাকি যেমন, পিতা, বাবা,ড্যাডি, পাপ্পা, আব্বু এখানকার প্রতিটি শব্দের মাঝে একজনের প্রতিচ্ছবি ফুটে ওঠে সেটা হচ্ছে বাবা। বাবা মানে প্রতিটি সন্তানের কাছে তার জীবনের সুপারহিরো।

people-2942837_1280.jpg

Source:Pixabay

জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে বাবা আমাদের বদ বৃক্ষের মতো ছায়া হয়ে পাশে থাকে। আমরা জানি যে, মুঘল সাম্রাজ্যের সম্রাট বাবর সন্তানদের প্রতি ভালবাসার অনন্য উদাহরণ হয়ে রয়েছে। আর কবি গোলাম মোস্তফা তার "জীবন বিনিময়" কবিতায় তুলে ধরেছেন কিভাবে একজন বাবা তার সন্তানের রোগ মুক্তির কামনার জন্য নিজের জীবন উৎসর্গ করতেন।

সন্তানের প্রতি একজন বাবার কতটা ভালোবাসা এবং কতটা স্নেহ থাকলে এ ধরনের কাজ করা যেতে পারে। তাইতো বাবা মানে একজন সন্তানের কাছে পুরো পৃথিবী। একজন সন্তান জন্মের পর ছোটবেলা থেকেই তার বাবার মতো হওয়ার চেষ্টা করে। কারণ তার বাবাই থাকে তার প্রথম আইডল। সন্তানের কাছেই প্রতিটি বাবা তার আইডল।

বাবা তুমি আছো বুকের বাম পাশে,
বাবা তুমি আছো হৃদয়ের মনিকোঠাতে।
বাবা তুমি আছো প্রতিটি সন্তানের হৃদয়ে,
বাবা তুমি আছো প্রতিটি সন্তানের ভালোবাসাতে।

এই সামান্য কিছু কথাতে হয়তো বাবাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করা অসম্ভব। কিন্তু বাবার প্রতি প্রতিটি সন্তানের ভালোবাসা অফুরন্ত,অসামান্য।



পোস্টের বিবরন

পোস্টের ধরনজেনারেল রাইটিং
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আসলে শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে কখনো বাবাদের ঋণ শোধ করা যায় না। বাবারা সব সময় তাদের সব কিছু ত্যাগ করে সন্তাদের ভালো মন্দ চিন্তা করে তাদের পাশে ছায়া হয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া বাবাদের নিয়ে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পিতৃ ঋণ কখনোই শোধ হওয়ার মত নয়। প্রতিটি পিতা প্রতিটি সন্তানের কাছে আইডল। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

image.png

আপনার লেখাটা পড়ে বেশ ভালো লাগলো। বাবাকে নিয়ে আপনার যে চিন্তা ধারা এটা যথেষ্ট সম্মানের। তাছাড়া আপনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলোও খুব সুন্দর ছিল। আসলে বাবা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র তারাই ভালো করে বুঝতে পারে যারা এই মানুষটাকে হারিয়ে ফেলেছে।

আমার লেখাটা পড়ে ভালো লেগেছে এটাই আমার সবথেকে বড় পাওয়া। হ্যাঁ দাদা যারা জীবনে বাবাকে হারিয়েছে তারা সব থেকে বেশি বোঝে বাবার গুরুত্বটা। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলেই বাবাকে ভালবাসতে কোন দিবসের প্রয়োজন হয় না তবুও বাবাদের ভালোবাসা এবং সম্মানার্থে একটি দিবস পালন করা হয়। ঠিক বলেছেন ভাইয়া বাবারা সবসময় সন্তানদের পাশে বট বৃক্ষের মতো ছায়া দেয়।। এই বাবা দিবসে সকল বাবাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা।

হ্যাঁ আপু বাবাকে ভালোবাসার কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও আমরা বাবার প্রতি বিশেষভাবে সম্মান প্রদানের জন্য একটি দিনকে বেছে নিয়েছি। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাবা হল পৃথিবীর বটবৃক্ষের মতো অনেক বড় ছায়া ।এই ছায়া না থাকলে সেই বুঝতে পারে সেই অনুভব করতে পারে। বিশ্ব বাবা দিবস উপলক্ষে সকল বাবার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার অনুভূতিগুলো দারুন ছিল।

হ্যাঁ ভাই বাবা নামক এই ছায়াটা না থাকলে সব থেকে বেশি অনুভব করা যায়। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আমি জানি না বাবা কে ভালোবাসতে কোন দিবস লাগে কিনা। আমি জানিনা বাবাকে আবেগে জড়াতে কোন দিবস লাগে কিনা। আর আমি জানিনা বাবার অস্থিত্ব আর ভালোবাসা অনুভব করার জন্য কোন বিশেষ দিন আছে কিনা। আমি শুধু এতটুকু জানি বাবা আমাদের সবার মাথার তাজ। আর বছরের প্রতিটি দিন প্রতিটি সেকেন্ডই আমার কাছে বাবা দিবস। যাদের বাবা বেঁচে আছে তারা আরও বেশী বাবা কে ভালোবাসুক, আর যাদের বাবা নেই তারা বেশী বেশী বাবার জন্য দোয়া করুক।

হ্যাঁ আপু বাবা দিবসের কোন দিন হয় না, বাবাকে আমরা সব সময়ই ভালবাসি। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাবার অবদান কি এই একটা দিবসে প্রকাশ করে শেষ করা যায়। আমাদের জন্য তো প্রতিটি দিনই বাবা দিবস। তাছাড়া বাবারা যতদিন বেঁচে থাকে সন্তানের উপর আসলেই বটবৃক্ষের ছায়ার মত থাকে। আমরা বাবা-মা জীবিত থাকলে সেই বিষয়টি বুঝতে পারি না। যখনই তারা আমাদের ছেড়ে চলে যায় তখনই তাদের শূন্যতা আমরা অনেক বেশি অনুভব করি।সকল পিতাকে বাবা দিবসের শুভেচ্ছা জানাই।

আসলেই আপু বাবার অবদান একটি দিবসে প্রকাশ করে সে সবার কথা নয়। প্রতিটি দিবসই আমাদের কাছে বাবা দিবস। বাবাকে আমরা প্রতিটি মুহূর্তে ভালোবাসি, প্রতিটি সময় ভালবাসি। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আসলে বাবা হচ্ছে আমাদের সবার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। বিশ্ব পিতৃ দিবসে আপনার মত আমিও সকল বাবাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার লেখা আজকের এই পোস্টটি সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম টপিকগুলো নিয়ে পোস্ট লিখলে আমার কাছে সেগুলো পড়তে একটু বেশি ভালো লাগে।

আপনি ঠিকই বলেছেন আপু বাবা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ। প্রতিটি পিতা তার নিজের থেকে সন্তানদের প্রতি কেয়ারফুল বেশি হয়। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাবা দিবসে খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্ট পড়ে অনেকটাই আবেগপ্রত হয়ে গিয়েছিলাম খুবই চমৎকারভাবে আপনি আপনার আজকের এই পোস্টটা উপস্থাপন করেছেন। আসলেই বাবা বটো বৃক্ষের মতো বটবৃক্ষের মতো পাশে থেকে আমাদেরকে ছায়া দিয়ে যায় সারা জীবন। এই বটবৃক্ষের ছায়া থেকে যারা বঞ্চিত একমাত্র তারাই বুঝতে পারে যে সূর্যের তাপ কতটা প্রখর। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাই সূর্যের তাপ তখনোই প্রখর লাগে, যখন পিতা নামক বড় বৃক্ষের মতো ছায়াটা, আমাদের মাথার উপর থাকে না। আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল ভাই।

প্রথমে বাবা দিবসের শুভেচ্ছা জানাই। আসলে বাবারা সবসময় বটের ছায়ার মত আমাদের আগলে রাখে, আর এই বাবাদের দিবসে তাই প্রতিটা বাবার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা।

জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বাবাকে অনুভব করি বাবাকে ভালবাসি। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

অসাধারণ সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টে গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতার উদাহরণটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে বাবা হল আমাদের সকলের জন্য বটবৃক্ষের ছায়ার মত। বাবা যতক্ষণ আমাদের পাশে থাকেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনের পূর্ণতা অনুভব করতে পারি। আমাদের জীবনের সঠিক দিক-নির্দেশনা গুলো আমরা আমাদের বাবার কাছ থেকে পেয়ে থাকি। যাহোক, অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ ভাই আমাদের জীবনে সঠিক দিক নির্দেশনা আমাদের বাবাই দিয়ে থাকে। আমার পোস্টে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।