লেভেল ৪ হতে আমার অর্জন - By @aongkon

in hive-129948 •  2 years ago 


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৭ই ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার , এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



20230207_230218.jpg

আজকে আমি #abb-level04 এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করব। আমার শ্রদ্ধেয় প্রফেসরগণ এবং তাদের দেয়া লেকচার শীট ফলো করে লেভেল-৪ এর বিষয় গুলো ভালোভাবে শিখতে ও বুঝতে পেরেছি। আমি নিমোক্ত বিষয় সম্বন্ধে এবিবি-স্কুল লেভেল -৪ থেকে আমার প্রফেসরদের কাছে থেকে স্পষ্ট ধারণা লাভ করেছি এবং নতুন নতুন অনেক বিষয় শিখতে পেরেছি। সেজন্য আমি আমার প্রফেসরগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজ পর্যন্ত এবিবি স্কুলের লেভেল-৪ থেকে আমার প্রফেসরদের কাছে থেকে যা যা শিখেছি তা একটি লিখিত পরীক্ষায় এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের থেকে আমি আশীর্বাদ প্রার্থী।



১. প্রশ্ন: p2p কি ?



উত্তর: পার্সন টু পার্সন ট্রান্সফার কে p2p ট্রান্সফার বলা হয়। স্টিমিটে p2p ট্রান্সফার হলো নিজের স্টিমেট ওয়ালেট হতে আরেকজনের স্টিমেট ওয়ালেটে STEEM,SBD,TRX ট্রান্সফার করাকে বোঝায়।

২. প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।



উত্তর:
P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করে এটার স্ক্রিনশট নিন্মরূপ:

20230207_123052.jpg

টু, এমাউন্ট এবং মেমো দেয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে।

20230207_123035.jpg

সবকিছু ভালোভাবে দেখে ওকে ক্লিক করলে SBD ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।

৩. প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।



উত্তর:
P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 STEEM সেন্ড করে এটার স্ক্রিনশট নিন্মরূপ:

20230207_123501.jpg

টু , এমাউন্ট এবং মেমো দেয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে।

20230207_123450.jpg

সবকিছু ভালোভাবে দেখে ওকে ক্লিক করলে STEEM ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।

৪. প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।



উত্তর:

P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করে এটার স্ক্রিনশট নিন্মরূপ:

20230207_124116.jpg

টু এবং এমাউন্ট দেয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে।

20230207_124102.jpg

সবকিছু ভালোভাবে দেখে ওকে ক্লিক করতে হবে।

20230207_124408.jpg

এবার TRON একাউন্টের প্রাইভেট KEY দিয়ে ট্রান্সফার আইকনে ক্লিক করলেই TRX ট্রান্সফার হয়ে যাবে।

৫. প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।



উত্তর:
Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করেছি এবং এটার স্ক্রিনশট নিম্নরূপ:

প্রথমে নিজের স্টিমেট একাউন্টে যাব তারপর সেখান থেকে স্টিমিট একাউন্ট লগইন করে নিজের স্টিমিট ওয়ালেটে যাব। এবার স্টিম ডলারের পাশে যে ড্রপডাউন আছে সেটাতে ক্লিক করব।

20230207_125556.jpg

এখান থেকে ট্রান্সফার অপশন সিলেক্ট করব।

20230207_125646.jpg

এখন Buy Steem সেকশন থেকে সেল অর্ডার থেকে প্রাইস টা দেখে কপি করে এখানে পেস্টি করে নিব। এবার Total এর ঘরে 0.1 লিখে দিলে উক্ত এসবিডি দিয়ে কত স্টিম কিনতে পারবো সেটা অটোমেটিক উঠে পড়বে। সবশেষ Buy Steem অপশনে ক্লিক করলেই সাথে সাথে ট্রানজেকশনটি সম্পন্ন হয়ে যাবে এবং একটি নোটিফিকেশন আসবে।

৬. প্রশ্ন: Poloniex Exchange site এ একটি Account Create করুন।



উত্তর:
Poloniex Exchange site এ একটি Account Create করেছি এর স্কিনশট নিম্নরূপ:

20230207_131713.jpg

20230207_132558.jpg

প্রথমে প্লে স্টোর থেকে Poloniex অ্যাপ ডাউনলোড দিতে হবে । তারপর Poloniex গিয়ে sign up ক্লিক করতে হবে, একটি email address দিতে হবে। এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ডে আবার পাসওয়ার্ড দিতে হবে। Referral code ঘরে কিছুই দেওয়া লাগবে না। এবার captcha verify করে নিতে হবে। নিচে থাকা ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এরপর ইমেইলে একটি লিঙ্ক পাঠাবে। সেখান থেকে ইমেল ভেরিফাই করে নিতে হবে। এভাবে poloniex একাউন্ট তৈরি হয়ে যাবে।

৭. প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।



উত্তর:
আমার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করেছি এর স্ক্রিনশট নিম্নরূপ:

প্রথমে Poloniex একাউন্টে গিয়ে অ্যাড্রেস এবং ম্যামো কপি করে নিব।

Screenshot_20230207-133249_Poloniex.jpg

20230207_133451.jpg

এবার নিজের স্টিমেট একাউন্টের ওয়ালেটে লগইন করে লিকুইড স্টিম এর পাশে যে ড্রপডাউন আছে সেখানে ক্লিক করার পরে ট্রান্সফাররে সিলেক্ট করতে হবে তারপর কপি করা এড্রেসটি টু এর ঘরে এবং ম্যামো এর ঘরে কপি করা মেমোটি পেস্টি টি করব। এবার ৫ স্টিম Poloniex এ নিবো সেটা লিখে নিয়েছি।

20230207_133522.jpg

এবার নেক্সট আইকনে ক্লিক করব।

20230207_133504.jpg

সর্বশেষ সব কিছু ঠিক আছে কিনা দেখে ওকে আইকনে ক্লিক করলেই ট্রানজেকশনটি সম্পন্ন হয়ে যাবে।

৮. প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।



উত্তর:

আমার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করেছি এর স্ক্রিনশট নিম্নরূপ:

প্রথমে Poloniex একাউন্টে গিয়ে এড্রেসটি কপি করে নিব।

20230207_134401.jpg

20230207_134352.jpg

এবার নিজের স্টিমেট একাউন্টের ওয়ালেট লগইন করে TRX এর পাশে যে ড্রপডাউন আছে সেখানে ক্লিক করার পরে ট্রান্সফাররে সিলেক্ট করতে হবে তারপর টু এর ঘরের নিচে Switch To Tron Account সেটাতে ক্লিক করতে হবে এবার কপি করা এড্রেসটি টু এর ঘরে এবং 5 TRX Poloniex এ নিবো সেটা লিখে নিয়েছি।

20230207_134340.jpg

এবার NEXT আইকনে ক্লিক করতে হবে।

20230207_134324.jpg

এবার সবকিছু দেখে OK আইকনে ক্লিক করতে হবে।

20230207_134310.jpg

সর্বশেষ Tron একাউন্টের প্রাইভেট Key দিয়ে Transfer এ ক্লিক করলেই ট্রানজেকশনটি সম্পন্ন হয়ে যাবে।

৯. প্রশ্ন: Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।



উত্তর:

STEEM কে USDT কনভার্ট নিম্নরূপ:

20230207_141939.jpg

20230207_141917.jpg

TRX কে USDT কনভার্ট নিম্নরূপ:

20230207_142029.jpg

20230207_142011.jpg



আমার শিক্ষকবৃন্দ এবং তাদের দেয়া লেকচার শীট থেকে লেভেল ফোর এ যতটুকু শিক্ষা গ্রহণ করেছি ততটুকু লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার সম্মানিত মডারেটর শিক্ষক @rupok এবং @alsarzilsiam আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমার লিখিত পরীক্ষাটি পর্যবেক্ষণ করার জন্য।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আজকে এ পর্যন্তই এবিবি স্কুলের লেভেল -৪ এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার লেভেল-৪ এর লিখিত পরীক্ষা কেমন হয়েছে ! আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বাহ চমৎকারভাবে এবং বেশ গুছিয়ে আপনি লেভেল ৪ এর বিষয়গুলো উপস্থাপন করেছেন, আশা করি আপনি এই লেভেল থেকে দ্রুত পরবর্তী লেভেলে চলে আসবেন, আপনার জন্য শুভকামনা রইল খুব শীঘ্রই আপনি একজন ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের মাঝে চলে আসবেন।

অবশ্যই ভাই আমিও খুব শীঘ্রই একজন ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের মাঝে যেতে চাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে হলে বেসিক বিষয়ে জ্ঞান থাকা অত্যাবশ্যকীয়। সেজন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রত্যেকটা ইউজারের মূল ভিত্তি শক্তিশালী করে নেয়। যাতে সকল বিষয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারে আপনি লেভেল ফোরে অনেক কিছুই জানতে পেরেছেন। আপনার অর্জিত জ্ঞান খুব সুন্দর ভাবে উপস্থাপন করে তুলে ধরেছেন ভালো লাগলো।

আপনি ঠিকই বলেছেন ভাই স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে হলে বেসিক বিষয়ে জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। সুন্দর মতামত দান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার প্রশ্নের উত্তর দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালোই পরীক্ষা দিয়েছেন। আমরা আশা করি খুব তাড়াতাড়ি একজন ভালো মানের ব্লগার পাব। আসলে লেভেল ফোর এর প্রশ্নের কাজগুলো জানা খুবই জরুরী। আশা করি ভালো ভাবে জ্ঞান অর্জন করতে পেরেছেন। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দেখেছেন যিনি খুবই খুশি হয়েছি। আমি যতটা শিখেছি ততটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সুন্দর মত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

জানার ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব।
লেভেল ৪ থেকে আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেটা আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল দাদা।

হ্যাঁ ভাই আমি লেভেল পর থেকে যতটা জ্ঞান অর্জন করেছি ততটা আপনাদের মাঝে তুলে ধরেছি। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।