এবিবি কনটেস্ট-৩৪|| অর্গানিক উপাদান দিয়ে তৈরি "মন-প্রাণ" শরবত

in hive-129948 •  2 years ago 


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১১ ই এপ্রিল, মঙ্গলবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নাম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে শেয়ার করব, আমার বাংলা ব্লগের আয়োজিত মাহে রমজান উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা, শেয়ার করো ইউনিক শরবতের রেসিপি । এই প্রতিযোগিতাটি আমার বাংলা ব্লগের - ৩৪ তম বিশেষ প্রতিযোগিতা। প্রতি মাসেই আমার বাংলা ব্লগে দুটি করে প্রতিযোগিতার আয়োজন করেন আমাদের এডমিন ও মডারেটর গণ। আর আমি এসব সুন্দর সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে স্বাচ্ছন্দ বোধ করি। আমার বাংলা ব্লগের যেকোনো প্রতিযোগিতায় অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে যেটা আমার বাংলা ব্লগেরসকল ব্লগারদের জন্য খুবই ভালো একটা দিক।

কয়েকদিন আগে আমাদের শ্রদ্ধেয় মডারেটর @rupok ভাইয়ের দেওয়া পোস্ট থেকে জানতে পারলাম, আমার বাংলা ব্লগে- ৩৪ তম প্রতিযোগিতার সকল বিষয়। এবারের প্রতিযোগিতার ইউনিক একটা বিষয় দেখে খুবই ভালো লাগছিল মনের কাছে। আর যেহেতু এখন মাহে রমজান চলছে তাই প্রতিযোগিতার জন্য আমাদের সবার শ্রদ্ধেয় দাদা ইউনিক শরবতের রেসিপি প্রতিযোগিতা করার আইডিয়াটা দিয়েছে। আমাদের শ্রদ্ধেয় মডারেটর রূপক ভাইয়ের পোস্টটি দেখার পর থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আমার মনটা খুবই ছটফট করেছিল।

কিন্তু মেসে থাকার কারণে এ ধরনের প্রতিযোগিতায় ইউনিক একটি রেসিপি তৈরি করে অংশগ্রহণ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই একটু টেকনিক খাটিয়ে ন্যাচারাল উপাদান দিয়ে সহজ উপায়ে সুন্দর ইউনিক শরবতের রেসিপি তৈরি করেছি।

📸 কভার ফটো 📸

GridArt_20230410_215349328.jpg

  • কয়েকটি ছবিকে একত্রিত করে সৌন্দর্যপূর্ণ একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।


আর যেহেতু কনটেস্টটি মাহে রমজান উপলক্ষে শরবতের রেসিপির উপর আয়োজন করা হয়েছে। তাই আমি এই "মন-প্রাণ" অর্গানিক শরবত তৈরি করার জন্য বিশেষ কয়েকটি মেইন ন্যাচারাল উপাদান বেছে নিয়েছি সেগুলো হলো: ইসবগুলের ভুষি, তালমাখনা, মালটা ও লেবু । আমার এসব অর্গানিক উপাদান গুলো বেছে নেয়ার কারণ হলো, তালমাখনা এবং ইসুবগুলের ভুষি আমাদের যেকোনো ধরনের শারীরিক দুর্বলতার জন্য খুবই উপকারী এবং এই উপাদান গ্যাস্ট্রিক, আলসার ও বদহজমসহ অনেকগুলো রোগের নিরাময় করে।

আর মালটা এবং লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই মাহে রমজানে সারাদিন রোজা থাকার পরে আমার তৈরি "মন-প্রাণ" শরবত খাওয়ার পরে দেহ ও মন সতেজ হয়ে উঠবে, শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আমি আশা করি, আমার অর্গানিক উপাদান দিয়ে "মন-প্রাণ" শরবত রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক অনেক প্রিয় লাগবে।



"মন-প্রাণ"

শরবত রেসিপি তৈরির জন্য



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
মালটাতিনটি
লেবুচারটি
ইসুবগুলের ভুষিপঞ্চাশ গ্রাম
তালমাখনাগ্রাম
ঠান্ডা পানিএক লিটার
বরফহাফ কেজি
চিনিএকশত পঞ্চাশ গ্রাম
লবনস্বাদমতো


উপকরণের ছবি


20230410_200006.jpg

  • মালটা এবং লেবু পরিষ্কার জল দিয়ে ধুয়ে এই পাত্রে রেখেছি।

20230410_194037.jpg

  • এই পাত্রে ইসুবগুলের ভুষি, তালমাখনা, চিনি ও লবণ রেখেছি।

20230410_222701.jpg

  • এই পাত্রে বরফ রেখেছি।

20230410_200108.jpg

  • এই টেবিলের উপর "মন-প্রাণ" শরবত তৈরির জন্য সকল প্রয়োজনীয় উপকরণ একসঙ্গে গুছিয়ে রেখেছি।


শরবত প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ:

20230410_195448.jpg

  • প্রথম ধাপে শরবত তৈরীর পাত্রে এক লিটার জল ঢেলে নেব।


দ্বিতীয় ধাপ :

20230410_195408.jpg

  • দ্বিতীয় ধাপে পাত্রে রাখা জলের ভেতর ইসুবগুলের ভুষি দিয়ে নেব।


তৃতীয় ধাপ:

20230410_195120.jpg

  • তৃতীয় ধাপে পাত্রে রাখা জলের ভেতর তালমাখনা দিয়ে নেব।


চতুর্থ ধাপ:

20230410_195316.jpg

  • চতুর্থ ধাপে পাত্রে রাখা জলের ভেতর চিনি দিয়ে নেব।

পঞ্চম ধাপ:

20230410_195024.jpg

  • পঞ্চম ধাপে পাত্রে রাখা জলের ভেতর স্বাদমতো লবণ দিয়ে নেব।

ষষ্ঠ ধাপ:

20230410_222832.jpg

  • ষষ্ঠ ধাপে ইসুবগুলের ভুষি, তালমাখনা, চিনি ও লবণ দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে।


সপ্তম ধাপ:

20230410_223044.jpg

  • সপ্তম ধাপে যে সকল উপাদান দিয়েছি সেগুলোকে একটি চামচ দিয়ে পাত্রের জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  • ভালোভাবে মিশ্রণ করার পরে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে যাতে ইসুবগুলের ভুষি ও তালমাখনা ভালোভাবে ফুলে যায় এবং খাওয়ার উপযোগী হয়। আর চিনি এবং লবণ যাতে জলের সাথে সুন্দর ভাবে মিশে যায়।



অষ্টম ধাপ:
20230410_193057.jpg20230410_191028.jpg
20230410_202129.jpg20230410_192254.jpg
  • অষ্টম ধাপে পাত্রে রাখা মালটা এবং লেবু গুলো ছুরি দিয়ে সুন্দর মত কেটে নেব।


নবম ধাপ:

20230410_194330.jpg

  • নবম ধাপে মালটার কেটে রাখা পিচ গুলো হাত দিয়ে চিপে শরবত তৈরির পাত্রের ভেতর রস দেবো।


দশম ধাপ:

20230410_194006.jpg

  • দশম ধাপে লেবুর কেটে রাখা পিচ গুলো হাত দিয়ে চিপে শরবত তৈরির পাত্রের ভেতর রস দেবো।


একাদশ ধাপ:
IMG20230410173003.jpg20230410_194421.jpg
20230410_193210.jpg20230410_193454.jpg
  • একাদশ ধাপে শরবতের পাত্রের ভেতর বরফ দেব। তারপর চামচ দিয়ে খুব সুন্দর মত সকল উপাদান মিশ্রণ করব।


শেষ ধাপ:

20230411_125513.jpg

  • শরবতের রেসিপি প্রস্তুত প্রণালীর শেষ ধাপে আমার "মন-প্রান" শরবতের রেসিপিটি তৈরি সম্পন্ন হয়ে গেছে।


শরবতের ডেকোরেশন

প্রথম ধাপ:

20230410_192404.jpg

  • প্রথম ধাপে শরবতের পাত্রটি একটি প্লেটের উপর রেখেছি, তারপর মালটা লম্বালম্বি ভাবে, ছোট ছোট পিস করে কেটে শরবতের পাত্রে চারপাশ দিয়ে গোল করে সাজিয়ে নিয়েছি।


দ্বিতীয় ধাপ:

20230410_200412.jpg

  • দ্বিতীয় ধাপে লেবু লম্বালম্বি ভাবে, ছোট ছোট পিস কেটে নিয়েছি, তারপর শরবতের পাত্রের চারপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।


তৃতীয় ধাপ:

20230410_192503.jpg

  • তৃতীয় ধাপে একটি লেবু চাকা চাকা করে কেটে শরবতের পাত্রের উপরে সাজিয়ে নেব।
শেষ ধাপ:

20230410_192657.jpg

  • শেষ ধাপে একটি মালটা গোল অর্থাৎ মাঝখানে থেকে দুটি খন্ড করব তারপর প্লেটের দুই পাশে সাজিয়ে নেব।
"মন-প্রাণ" শরবত পরিবেশন

IMG20230410175655-01.jpeg

  • আমার রেসিপি সুন্দরভাবে ডেকোরেশন করে সৌন্দর্য বাড়িয়ে খাবারের উপযুক্ত করে পরিবেশনের জন্য পাত্রে রাখা হয়েছে। আমার "মন-প্রাণ" শরবতের রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ সুন্দর স্বাদ হয়েছে।


আমার মতামত


আমার তৈরি "মন-প্রাণ" শরবতের রেসিপিটি দেখতে অনেক সৌন্দর্যপূর্ণ ও খাইতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমাদের মেসের সবাই মিলে আমার তৈরি "মন-প্রাণ" শরবত ইফতার করেছি। আমার মেসের সবাই এ ধরনের সুন্দর অর্গানিক উপাদান দিয়ে তৈরি "মন-প্রাণ" শরবত পরিপূর্ণ তৃপ্তি সহকারে খেয়ে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। এই "মন-প্রাণ" শরবতটি বানানোর পর আমি নিজেই একটু অবাক হয়েছি ! কারণ যতটা টেস্টি হবে ভেবেছিলাম তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়েছিল। আর আমি নিজেও ইউনিক একটি শরবত তৈরি করে সবাইকে ইফতার করাতে পেরে অনেক খুশি হয়েছি।

মাহে রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে আমার তৈরি এক গ্লাস "মন-প্রাণ" শরবত খেলে মন এবং প্রাণ জুড়িয়ে যাবে, আর মনে অনাবিল সুখ অনুভূত হবে। আপনারা সবাই আমার তৈরি "মন-প্রাণ" শরবতের রেসিপিটি নিজেরা বাসা বা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন। আমি আশা করি, এই "মন-প্রাণ" শরবত একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে।



পোস্টের ছবির বিবরন


পোস্টের ধরনশরবত রেসিপি
ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ১০ ই এপ্রিল
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার "মন-প্রাণ" শরবত রেসিপির ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



🇧🇩সবাইকে অসংখ্য ধন্যবাদ🇧🇩
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই শরবত খেতে ইচ্ছা করছে।

আমার রেসিপি পরিবেশন আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম। শরবত খেতে ইচ্ছা করলে, হয় আমার কাছে আসতে হবে, আর না হয় বানিয়ে খেতে হবে ভাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

"মন-প্রাণ" শরবতের নামটা কিন্তু বেশ দারুন। এই দুপুর বেলায় গরম পরেছে অনেক। মন চাচ্ছে আপনার তৈরি করা শরবত খেয়ে দেখি। যাই হোক কোন একদিন ইফতারিতে এভাবে শরবত তৈরি করে খেয়ে দেখতে হবে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। দেখতেও বেশ লোভনীয় লাগছে।

হ্যাঁ আপু খেতে সত্যি দারুন হয়েছিল। অবশ্যই আপনিও একদিন ইফতারিতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা করি অনেক ভালো লাগবে। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

নামটা বেশ দারুন দিয়েছেন শরবতের। আপনি তালমাখনা যেটাকে বলছেন সেটা তোকমা। আর তাল মাখনা ফুচকা তৈরিতে ব্যবহার করা হয়। তবে কিন্তু শরবতটা দেখতে কিন্তু দারুন হয়েছে । মনে হচ্ছে খেতেও বেশ ভাল হবে। সুন্দর একটি শরবতের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ আপু খেতে অনেক দারুন হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দারুণ রেসিপি করেছেন ভাই আপনি রেসিপি নামটা কিন্তু আমার অসাধারণ ভালো লেগেছে মন প্রাণ শরবত। শরবত খেলে তো এমনিতে মন প্রাণ ঠান্ডা হয়ে যায় শরবতের নামটা কিন্তু পারফেক্ট হয়েছে। ইসবগুলের ভূষি স্বাস্থ্যের জন্য অনেক ভালো রোজার দিনে এমন শরবত খেতে অনেক ভালো লাগে। দারুন একটি শরবত রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।

হ্যাঁ আপু শরবত খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায় আর সেই কারণেই এই রেসিপি এর নাম মন-প্রাণ শরবত দিয়েছি। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

শরবত এর নামটা তো খুব ভালো লেগেছে আমার কাছে। আর শরবতের মধ্যে আপনি যেসব উপকরণ ব্যবহার করেছেন সেগুলো সবগুলোই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই ধরনের শরবতগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আপনার শরবত এর ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সরবত অনেক বেশি সুস্বাদু হয়েছে। দেখতে বেশ লোভনীয় লাগছে।

বাহ্ সবার কাছে দেখি শরবতের নামটা অনেক বেশি ভালো লেগেছে। এ ধরনের শরবত আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। হ্যাঁ আপু শরবত অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ আপু।

গত কয়েকদিন যাবত যে পরিমাণে গরম পড়তে শুরু করেছে তাতে এই ধরনের শরবত না খেলে যেন শরীর ঠান্ডায় হচ্ছে না। আপনি দেখছি অনেকগুলো উপকরণ ব্যবহার করে দারুন একটা শরবত তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। শরবত দেখে মনে হচ্ছে যেন এখনই দু গ্লাস খেয়ে নেই।

ঠিকই বলেছেন ভাই যা গরম পড়ছে তাতে এ ধরনের শরবত না খেলে শরীর আর ঠান্ডা হবে না। সুন্দর মজাদার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই।অনেক গুলো উপাদান দিয়ে তৈরি করা মন-প্রাণ শরবত টি দেখতে অনেক সুন্দর হয়েছে।এরকম এক গ্লাস শরবত খেলে মন-প্রাণ সত্যিই জুড়িয়ে যাবে।শুভকামনা রইলো।

সত্যি বলেছেন আন্টি এরকম এক গ্লাস শরবত খেলে মন
-প্রাণ জুড়িয়ে যাবে। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।অর্গানিক উপাদান দিয়ে তৈরি মন প্রাণ শরবত দেখে মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছেন। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেলে ভীষণ ভালো লাগবে। একেবারে তৃপ্তি সহকারে খাওয়া যায় তখন। ভালো লাগলো আপনার ইউনিট এই শরবতের রেসিপি দেখে। বলতে হচ্ছে খুবই চমৎকার একটা শরবতের রেসিপি ছিল।

অর্গানিক উপাদান দিয়ে তৈরি মন-প্রাণ শরবত বেশ মজা করে খেয়েছিলাম আপু। সুন্দর মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

আপনি মেসে থাকা সত্ত্বেও আপনি খুব সুন্দর একটি শরবতের রেসিপি শেয়ার করেছেন। আপনার শরবত দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা আরও বেশি সুন্দর হয়েছে। এভাবে এতগুলো উপকরণ দিয়ে কখনো শরবত তৈরি করা হয়নি। ইফতারিতে এমন শরবত খেলে সত্যি শরীর একদম ঠান্ডা হয়ে যায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু ইফতারিতে এমন শরবত খেলে সত্যি শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

শরবতের নামটা কিন্তু দারুন দিয়েছেন ভাইয়া। তবে পুরোটাই অর্গানিক উপাদান দিয়ে তৈরি করেছেন এর জন্য আরো বেশি ভালো হয়েছে। বিশেষ করে শরীরের জন্য বেশি উপকারী।

যতটা টেস্টি হবে ভেবেছিলাম তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়েছিল

তাহলে আপনার হাতের শরবত একদিন খেতে হয়।

অবশ্যই ভাই শরবত খাওয়ার দাওয়াত রইলো ঢাকাতে চলে আসুন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

বেশ দারুণ নামকরণ করা হয়েছে আপনার শরবতের রেসিপি। আসলেই আমাদের সবারই উচিত এই ধরনের ঠান্ডা শরবত খাওয়া। মালটা ইসবগুলের ভুষি তালমাখানা দিয়ে খুব চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। এরকম দেশে ফিরে আমাদের স্স্থেবার জন্য খুবই উপকার।

আমার শরবতের রেসিপিটি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম। নামকরণটা আসলে অনেক ভাবনা চিন্তা করার পরে সিলেক্ট করেছিলাম। আমার এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। অসংখ্য ধন্যবাদ আপু।

প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি অনেকগুলো জিনিস দিয়ে শরবত বানিয়েছেন। তবে ঠিক বলেছেন ইসুবগুলির ভুসি খেলে শরীরে অনেক উপকারে আসে। আর মাল্টার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। রমজান মাসে এ ধরনের শরবত খেতে পারলে সত্যি অনেক ভালোই লাগে। সুন্দর করে পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর গঠনমূলক মন্তব্য করে অনুপ্রেরণা জুগিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

এই রমজান মাসে ইফতারের সময় যদি এরকম ঠাণ্ডা ঠাণ্ডা শরবত পাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে ভাইয়া। মালটা লেবু এবং ইসুবগুলের ভুষি দিয়ে এভাবে শরবত তৈরি করা যায় তা আমার জানা ছিল না। নতুন একটি শরবত তৈরি করা শিখে নিলাম। ধন্যবাদ

হ্যাঁ আপু বাড়িতে বানিয়ে খাবেন আশা করি অনেক ভালো লাগবে। ইফতারিতে এ ধরনের শরবত রেসিপি শরীরের জন্য খুবই উপকারী।

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার শরবতের রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। ইসুবগুলের ভুষি শরীরের জন্য অনেক উপকারী। এবং মালটা ও খেলে শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন হয়। তবে আপনি একদম ভিন্ন ধরনের শরবত হিসেবে করেছেন। অনেক সুন্দর করে আমাদের মাঝে শরবতের রেসিপিটি উপস্থাপনা করেছেন।

দাওয়াত রইল ভাই শরবত খাওয়ার জন্য চলে আসুন। অনুপ্রেরণা জুগিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শরবত দেখতে পাচ্ছি এবং শিখতে পারছি। নামটা বেশ দারুণ দিয়েছেন শরবতের। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দারুন লাগে। সুন্দর একটা শরবতের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

অনেকগুলো উপকরণ দিয়ে আপনি রেসিপিটি তৈরি করেছেন।দেখে মনে হচ্ছে শরবত খেতে খুব ভালো ছিল।এতো সুন্দর ইউনিক একটি শরবত রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ আপু শরবত খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

"মন প্রাণ" নামটা কিন্তু বেশ দারুন একটি নাম। সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস ঠান্ডা শরবত আমাদের খুব প্রয়োজন। এভাবে মালটার শরবত আগে কখনো খাইনি ভাইয়া। আমি অবশ্যই একদিন ইফতারের সময় এই শরবত তৈরি করব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। অবশ্যই একদিন ইফতারের সময় এই শরবত তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভাল লাগবে।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর শরবতের নামটি যা দারুন হয়েছে মন প্রাণ। সত্যিই অসাধারণ ছিল আপনার শরবতের রেসিপিটি। গরমে এরকম একটি শরবত মন প্রাণ জুড়িয়ে যাবে। ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি শরবতের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইউনিক শরবত রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অর্গানিক উপাদান ব্যবহার করে চমৎকার শরবত তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। শরবতের কালার দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই শরবত খেতে অনেক চমৎকার হয়েছিল। সুন্দর গঠনমূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার মেসে থাকলে মন-প্রাণ শরবত উপভোগ করতে পারতাম।ডেকোরেশন অনেক সুন্দর ছিল। ❤️❤️

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।