হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৬ ই জুন, শুক্রবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগেই আমাদের শ্রদ্ধেয় দাদার Tron Fan Club কমিউনিটি থেকে একটি পোস্ট করা হয় দাবা খেলার টুর্নামেন্টের আয়োজন করা নিয়ে। দাবা খেলার এরকম সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমাদের শ্রদ্ধেয় বড় দাদা এবং ছোট দাদা সহ Tron Fan Club এর সকল মোডারেটরদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গত মাসের জুনের ২৫ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টে অংশগ্রহণের শেষ তারিখ ছিলো। আমিও এই দাবার টুর্নামেন্টে খেলার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। আমাদের শ্রদ্ধেয় বড় দাদা সহ এই টুর্নামেন্টে মোট ১৬ জন অংশগ্রহণ করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় বড়-দাদার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগছিল নিজের কাছে।
দাবা খেলার টুর্নামেন্ট বিষয়ক পোস্টটি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম কারন আমি ছোটবেলা থেকেই দাবা খেলা খুবই পছন্দ করি। আর আমার দাবা খেলাটার হাতেখড়ি আমার বাবার কাছ থেকে। ছোটবেলায় যখন আমার বাবা বাড়িতে অন্যদের সাথে দাবা খেলতো তাদের দাবা খেলা দেখেই মূলত আমার আস্তে আস্তে দাবা খেলাটা শেখা। এজন্য দাবা খেলাটা কতটা ছোট থেকে শিখেছি এটা আমি নিজেও জানিনা।
আমাদের Tron Fan Club এর শ্রদ্ধেয় মডারেটর লাবিব ভাই দাবা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে। সূচিতে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং ফাইনাল রাউন্ড রাখা হয়। ১৬ জন অংশগ্রহণকারী হওয়ায় সূচিটি বেশ সুন্দর হয়েছিল। প্রথম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় রাউন্ডের জন্য আট জন মনোনীত হয়। প্রথম রাউন্ডের খেলা শেষে আবারো লাবিব ভাই দ্বিতীয় রাউন্ডের জন্য আলাদা একটি সূচি প্রকাশ করে। এই টুর্নামেন্টের দাবা খেলাটি ছিল একজন বনাম একজন। দাবার টুর্নামেন্টের এই পুরো সূচি ছিলো নকআউট সিস্টেম। যে ব্যক্তি একটি ম্যাচ হারবে সে ব্যক্তি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তাই এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনেক জনপ্রিয়।
আমাদের দাবার এই টুর্নামেন্ট টি সম্পূর্ণ ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী খেলা হবে। রাজা ব্যতীত প্রতিটি গুটিতে আলাদা আলাদা করে পয়েন্ট থাকবে। কারণ ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী দাবা খেলা কখনো ড্র হলে, যে ব্যাক্তির পয়েন্ট সবথেকে বেশি থাকবে সেই বিজয়ী বলে গণ্য হবে। আমাদের এই টুর্নামেন্টের সকল ম্যাচগুলো পরিচালিত হবে Tron Fan Club এর ডিসকোড চ্যানেলে।
আমাদের এই দাবা টুর্নামেন্টটি শুরু হয়েছিল এই মাসের ৫ তারিখ থেক। গতকালকে দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ ছিলো, ছিল রাত সাড়ে আটটা থেকে লাবিব ভাই বনাম ফয়সাল আমিন ভাইয়ের। আর এই ম্যাচটিতে ফয়সাল আমিন ভাই জয়লাভ করে। আমার এবং Tron Fan. Club এর শ্রদ্ধেয় মডারেটর সাগর ভাইয়ের ম্যাচটি ছিল রাত সাড়ে দশটার দিকে।
তারপর সবার উপস্থিতিতে খেলাটা শুরু করা হয়। আমি সাদা কালারের গুটি পাই এবং সাগর ভাই কালো কালারের গুটি পাই। খেলাটা শুরুর পাঁচ মিনিটের ভেতরেই সাগর ভাইয়ের একটি ভুল চালে আমি একটি রুক পাওয়ার লাভ করে ফেলি।
তারপর আমাদের খেলাটা বেশ ভালই ধীরে চলতে থাকে। যদি আমার একটি বেশি পাওয়ার লাভ ছিল তারপরেও সাগর ভাই বেশ ভালো দেখে শুনে খেলে যাচ্ছিলো। তারপর খেলা আধাঘন্টা পেরোলে সাগর ভাইয়ের কয়েকটি ভুলের কারণে আমার তিনটি পাওয়ার বেশি লাভ হয়ে যায়। আমি সাগর ভাইয়ের তিনটি পাওয়ার বেশি খেয়ে ফেলি। তারপরেও সাগর ভাই বেশ ভালোই খেলাটা চালিয়ে যায়।
আমাদের এই ম্যাচটি টানা এক ঘন্টা যাবত চলতে থাকে। তারপরে আমি সাগর ভাইয়ের সবগুলো পাওয়ার খেয়ে ফেলে, আমার দুইটি রুক দ্বারা সাগর ভাইয়ের রাজাকে কিস্তিমাত করে ফেলি। তারপর সাগর ভাই আমার জন্য শুভকামনা জানায় এবং আমিও সাগর ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে খেলাটি শেষ করি।
দ্বিতীয় রাউন্ডে জয়লাভ করতে পেরে বেশ ভালো লাগছিল। এখন পরের ধাপে তৃতীয় রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে শ্রদ্ধেয় মডারেটর ফয়সাল আমিন ভাইয়ের সাথে আমার খেলা আছে। । আরো বেশি মানুষ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে খেলাটা আরো জমজমাট হতো। আর খেলায় দর্শকের সংখ্যা যত বেশি হবে খেলা তত বেশি মজা দেওয়া হবে। তাই আমি চাইবো পরবর্তী ম্যাচ থেকে যাতে আরো বেশি দর্শক হয়। আর সবাইকে অনুরোধ করবো দাবা খেলার টুর্নামেন্টের সকল ম্যাচগুলো দেখার জন্য। আর সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেনো দাবা টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করতে পারি।
পোস্টের ছবির বিবরন
স্ক্রিনশট | Tron Fun Club |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
তারিখ | ১৫ ই জুন |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit