আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশাকরিভালো আছেন।আল্লাহর রহমতে আমি ভালো আছি।বাংলা ভাষাভাষী মানুষ,বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করে যতটা শান্তি পাই তা আর কোথাও পাওয়া যাবে না।সব জাতি তার নিজ মাতৃভাষা কে সবার উপরে স্থান দিয়ে থাকে।আমি এই প্লাটফর্মে এ নতুন।আপনাদের সাথে বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারবো ভেবে নিজেকে ধন্য মনে করছি।আমি আশা করি আপনারা আমাকে সেই সুযোগ করে দিবেন এবং আমাকে আপনাদের দলের একজন হিসাবে পাশে রাখবেন।সকলের সম্মিলিত চেষ্টায় জাতি হিসাবে আমরা সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাড়াবো।আমি আপনাদের সাথে আমার পরিচয় পর্বটা সেরে নিতে চাই।
আমার নাম আরিফুল ইসলাম,একজন সাধারণ শিক্ষার্থী(স্নাতকে অধ্যায়নরত)। পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিপার্টমেন্টে।একজন কৃষক পরিবারের সন্তান।সেই সুবাদে গ্রামে বেড়ে ওঠা।বর্তমানে আছি খুলনা বিভাগের,খুলনা জেলারা বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের তিলক গ্রামে।পরিবারের সদস্য সংখ্যা ৪ জন(মা,বাবা,বড় ভাই এবং আমি)।বড় ভাই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতকোত্তর শেষ করেছে।ছোট পরিবারে, সাবাইকে নিয়ে সুখে থাকাটা হলো সবচেয়ে আনন্দের।
ডিজিটাল যুগে শুধু পড়াশুনা করে উন্নতি করা সম্ভব নয়।পড়াশোনা পাশাপাশি নতুন কিছু করার জন্য চেষ্টা করছিলাম।তখন মামা @hafizullah আমাকে অনুপ্রেরণা দিলেন।তার মাধ্যমে স্টিমিট এ ইনশাআল্লাহ পথচলা শুরু করবো।
মানুষ বাঁচে স্বপ্ন এবং শখের মধ্যে দিয়ে।আমি ও তার ব্যতিক্রম নই।নিজের বাসনা পূরনের পাশাপাশি স্বপ্ন বুনতে চাচ্ছি।ভ্রমন করা আমার প্রধান শখ।নতুন বিষয়ে জানতে আমি বেশি পছন্দ করি।মোটামুটি খুলনার আশে পাশে স্থানগুলোঘুরে দেখা শেষ।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার।
পরিশেষে "মানুষের মতো মানুষ" হতে চাই।মানুষ কথাটা ব্যাখ্যা করলে আসবে(মান+হুস)।সহজ ভাষায় যার মান-সম্মান(আত্নমর্যাদা) আছে এবং হুস(বিবেক)আছে।কথাই আছে" মানুষ মাত্রই ভুল"।আমিও ব্যতিক্রম নই।আমার ভুলত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতো সহযোদ্ধা হিসাবে গ্রহন করবেন।সকলের জীবন সুন্দর হোক।
ইতি,
আরিফুল ইসলাম
খুলনা,বাংলাদেশ
আপনাকে এই কমিউনিটিতে স্বাগতম হাফিজুল্লাহ ভাইয়া আপনার মামা জেনে খুব আনন্দিত হলাম। আশা করছি এবিবি স্কুলের ক্লাস গুলো করে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগে আপনার পদার্পণ দেখে। যেহেতু হাফিজুল্লাহ ভাই আপনাকে রেফার করেছে আশা করছি আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছুই পাবো। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে স্বাগতম মামা। আশা করছি মেধা এবং সৃজনশীলতা দিয়ে ভালো কিছু করতে পারবা। অনেক অনেক শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে এই কমিউনিটিতে স্বাগতম! হাফিজুল্লাহ ভাইয়া আপনার মামা হিসেবে আপনাকে পরিচয় দিয়ে সত্যিই আনন্দিত হলাম। আশা করছি এবিবি স্কুলের ক্লাসগুলো শেষ করে আপনি আরও অনেক কিছু শিখবেন এবং নিজেকে আরো উন্নত করবেন। আপনার যাত্রা সফল ও প্রেরণাদায়ক হোক, আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit