আশা করি সকলে ভালো আছেন।আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালোই আছি।আজকে আমি আবার বৃষ্টি বিষয়ের একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।বেশ কয়েকদিনের তীব্র তাপদাহের কারণে সবার যে কষ্টকর অবস্থার সৃষ্টি হয়েছিলো বৃষ্টি তার মাঝে সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরুপ বর্ষিত হয়েছে।আসলে এই গরমের পর কার না বৃষ্টি ভালো লাগে।সবাই বৃষ্টির আগমনে বেশ আনন্দিত।
https://pixabay.com/photos/farmer-paddy-nature-field-5253616/
কিন্তু তারই মাঝে বেশ অনেক মানুষ আছে যাদের জন্য বৃষ্টি আশীর্বাদ নয় বরং অভিশাপ হয়ে এসেছে।আসলে এই মানুষগুলো আমাদের সবারই খুব পরিচিত।তারা হচ্ছে কৃষক শ্রেণীর মানুষজন।তারা সবাই যে বৃষ্টিকে ভালো ভাবে নিয়েছে বিষয় টা তা নয়। আমরা যারা মোটামুটি কৃষি সম্বন্ধে খবর রাখি তারা জানি যে বর্তমানে আমাদের দেশে কৃষকেরা সবাই ক্ষেতের ধান কাটতে ব্যস্ত। অনেকে নিজের ঘরে ধান তুলে ফেলেছে। অনেকে এখনো তোলতেছে।সবার ধান যেমন একসাথে পরিপক্ক হয় না তার সাথে ধান কাটতে যে শ্রমিক লাগে তাদের সবাইকে সব কৃষক এক সময়ে পায় না।এক ক্ষেতের ধান কাটা শেষ হলে অন্য কৃষক তাদের নিয়ে নিজের ক্ষেতের ধান কাটে।এই কারণেই এখনো অনেকের ক্ষেতে ধান রয়ে গেছে।যার ফলে এই বৃষ্টির কারণে সব পাকা ধান ভিজে যাবে।সাথে সাথে অনেক ধান ঝোরে পরে যাবে ধানের ক্ষেতে।যা তুলে নিয়ে যাওয়া সম্ভব না।যার ফলে ধানের যেমন পরিমাণ কমে যায় সাথে সাথে ভিজে ধানের বাজার মূল্যও কম।ফলে কৃষক দুই দিক থেকেই ক্ষতিগ্রস্থ হয়।তিন চার মাস কঠোর পরিশ্রমের পর যখন কৃষক তার কাঙ্খিত ফল না পায় তখন সবার কাছের আনন্দের এই বৃষ্টি তাদের কাছে অভিশাপ হয়ে যায়।তারা তাদের যেই পরিমাণ টাকা আর শ্রম দেয় তার সেই শ্রমের কাঙ্খিত ফল পায় না।
কিন্তু এই পরিস্থিতিতে আমাদের সমবেদনা প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই।গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছে।আবার অনেকেই নিজের কাজ করতে পারতেসিলো না।বিশেষ করে যারা খোলা স্থানে বা যাকে সবাই বলে ফিল্ডে কাজ করে।তাদের জন্য বৃষ্টি খুবই উপকার করেছে।কারণ বৃষ্টির কারণে আবহাওয়ার তাপমাত্রা এখন অনেকটাই কমেছে।কিছুদিন আগে যেখানে তাপমাত্রা ছিল ৪০° সেলসিয়াস বর্তমানে সেখানে তাপমাত্রা ৩৪°/৩৫° তে নেমে এসেছে।যা সবার জন্যই বলা যায় মঙ্গলকর।
আসলে বৃষ্টি হয়ত কারো জন্য আশীর্বাদ বয়ে আনবে আবার কারো জন্য অভিশাপ বা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এটাই হয়ত নিয়তির লেখন।কিন্তু আমরা তো বৃষ্টি বা গরম কোন টাই নিয়ন্ত্রণ করতে পারবো না , তাই আমাদের উচিত যেসকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সকলে মিলে তাদের পাশে দাঁড়ানো।
সকলে ভালো থাকবেন ।সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে,আনন্দে থাকে।বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন।সকলের জন্য শুভকামনা রইলো।
একদম সঠিক কথা বলেছেন আপনি বৃষ্টি কারো জন্য আশীর্বাদ স্বরুপ আবার কারো জন্য অভিশাপ।কৃষকেরা এতোদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলিয়ে ফলস ফলিয়েছেন। বৃষ্টির কারনে যদি তা নষ্ট হয়ে যায় তাহলে অভিশাপ হয়ে দাঁড়াবে।ধন্যবাদ বাস্তব কিছু কথা তুলে ধরে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার এবং কমেন্ট করার জন্য।বৃষ্টির ভালো খারাপ দুই দিকই আছে ।আমাদের দুটো দিকই বিবেচনা করা উচিত। আপনার জন্য শুভকামনা রইলো।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit