লেভেল ৪ হতে আমার অর্জন ।

in hive-129948 •  23 days ago  (edited)
আসসালামুয়ালাইকুম / আদাব
হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি আমার বাংলা ব্লগের লেভেল -৩ অতিক্রম করেছি। লেভেল ৪ থেকে আমি যা যা শিখেছি সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো।

1000017693.jpg

• p2p কি?

= p2p হচ্ছে person to person , যা একজন ইউজারের ওয়ালেট হতে অন্য ব্যক্তিকে steem, SBD বা trx পাঠানোকে বোঝায়।

• P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

= P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করতে আমি প্রথমে আমার স্টিমিট ওয়ালেট প্রবেশ করবো। তারপর সেখানে এসবিডি এর পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে সেখানে ক্লিক করবো । এখানে ক্লিক করার পর আমি ট্রান্সফার নামে একটি অপশন পাবো সেখানে ক্লিক করবো এবং পরে যে বক্সটি আসবে সেখানে আমি আমার প্রয়োজন মত তথ্য দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমাকে আরেকটি কনফার্মেশন প্রিভিউ দেখাবে। সেখানে আমার প্রাইভেট কী দিয়ে ওকে করবো। নিচে স্ক্রিনশট এর মাধ্যমে ধাপ গুলি তুলে ধরা হলো:

ধাপ -১:
1000017648.png

ধাপ -২:

1000017649.png

ধাপ -৩:

1000017663.jpg

ধাপ -৪:

1000017653.jpg

ধাপ -৫:

1000017657.jpg

• P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

= স্টীম ট্রান্সফার করার ধাপগুলো এসবিডি ট্রান্সফার করার মত প্রায় একই। ষ্টিমিট ওয়ালেটে প্রবেশ করার পর সেখান থেকে স্টিমের পাশে যে ড্রপডাউন রয়েছে সেখানে ক্লিক করবো , তারপর সেখানে ট্রান্সফার সিলেক্ট করে আমি level4test এ ০.০০১ স্টীম পাঠানোর জন্য টু তে level4test এবং এমাউন্টে ০.০০১ স্টীম লিখেছি এবং মেমোতে learning purpose দিয়েছি। তারপর নেক্সট ক্লিক করার পর ফাইনাল প্রিভিউ দেখাবে এবং আমি সেটা চেক করে ওকে ক্লিক করি। সর্বশেষ ধাপে ট্রান্সফার কমপ্লিট করার জন্য একটিভ কি দিয়ে ওকে করে দেই। নিচে স্ক্রিনশট এর মাধ্যমে ধাপ গুলি তুলে ধরা হলো :

ধাপ -১:

1000017648.png

ধাপ -২:

1000017666.png

ধাপ -৩:

1000017661.jpg

ধাপ -৪:

1000017662.jpg

ধাপ -৫:

1000017657.jpg

• P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

=P2P এর মাধ্যমে স্টিম একাউন্ট হতে আপাতত TRX সেন্ড অপশনটি skip করতে বলা হয়েছে।

• Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

= Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার জন্য আমি আমার ওয়ালেটে লগইন করবো । তারপর আমার প্রোফাইলে ডান পাশে আইকনে ক্লিক করবো , সেখানে আমি currency market option পাবো। সেখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর সেখানে দুটি অপশন পাবো একটি Buy Steem এবং অপরটি হলো Sell Steem। যেহেতু এখানে SBD কে steem এ কনভার্ট করতে বলা হয়েছে তাই আমি Buy steem সিলেক্ট করবো। তারপর buy orders থেকে প্রাইস বসাবো এবং যথাযথ আমাউন্ট বসাবো। তারপর Buy Steem এ ক্লিক করলে এসবিডি স্টিমে কনভার্ট হয়ে যাবে।

ধাপ-১:

1000017634.png
ধাপ -২:

1000017667.png

ধাপ-৩:

1000017660.jpg

• Poloniex Exchange site এ একটি Account Create করুন।

= Poloniex Exchange site এ অ্যাকাউন্ট খুলার জন্য প্রথমে সাইনইন ওপেশনে ক্লিক করতে হবে, তারপর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে ক্যাপচা ক্লিয়ার করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

1000017697.jpg

1000017695.jpg

• আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

= Steemit account থেকে Poloniex Exchange site এ Steem Transfer তার জন্য সবার আগে আমি Poloniex লগইন করি এবং সেখান থেকে ওয়ালেটে ক্লিক করি। ওয়ালেট থেকে আমি ডিপোজিট অপশনে ক্লিক করি। সেখানে একটি সার্চ বার আসে যেখানে আমি স্টিম লিখে সার্চ করি এবং নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করি । সেখানে আমি এড্রেস এবং মেমো দেখতে পাই এবং তা ভালোভাবে কপি করে রাখি । এরপর পুনরায় আমি আমার স্টিমিট ওয়ালেটে প্রবেশ করি। স্টিম যেভাবে ট্রান্সফার করি ঠিক সেইভাবে স্টীম ট্রান্সফার এ যাই। সেখানে একটি বক্স আসবে যেখানে আমার আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নেক্সট দিই। এই বক্সটিতে আমি poloniex থেকে কপি করা এড্রেস এবং মেমো ভালোভাবে পেস্ট করি এবং প্রয়োজনীয় এমাউন্ট বসিয়ে দিই।এরপর আমাকে ফাইনাল প্রিভিউ দেখাবে ,যা আমি ওকে করে দেই। তারপর প্রাইভেট কি দিয়ে আমি আমার ট্রান্সফারটি সম্পন্ন করি। ধাপগুলো নিচে দেয়া হলো:
ধাপ-১:

1000017668.png
ধাপ-২:

1000017669.png

ধাপ-৩:

1000017670.png

ধাপ-৪:

1000017659.jpg

ধাপ-৫:

1000017658.jpg

ধাপ-৬:

1000017657.jpg

• আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

= TRX অপশনটি skip করতে বলা হয়েছে।

• Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

= Poloniex Exchange site এ Steem কে USDT তে Exchange করার জন্য আমি আমার Poloniex একাউন্টে লগইন করি। সেখান থেকে আমি ট্রেড Trade অপশনটিতে ক্লিক করি। সেখান স্পট Spot নামে option এ ক্লিক করবো। সেখানে একটি সার্চ বার আসবে , সেখানে আমি Steem/USDT লিখে সার্চ দেই এবং এ দুইটার পেয়ার সিলেক্ট করি। সেখানে buy এবং Sell দুইটি অপশন আছে। আমি Sell অপশনে ক্লিক করি এবং তারপর আমি যে পরিমাণের steem USDT তে exchange করতে চাই সেই অ্যামাউন্ট লিখবো। সবশেষে আমি Sell steem অপশনে ক্লিক করে আমার steem USDT তে Exchange করবো। ধাপগুলো নিচে দেয়া হলো:

ধাপ-১:

1000017644.png

ধাপ-২:

1000017655.jpg

ধাপ-৩:

1000017647.png

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1--ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ডেইলি টাস্ক -

1000017703.jpg

1000017700.png

1000017699.png

আপনি আপনার পোস্টে বেনিফিশারি দিতে ভুলে গেছেন, পরবর্তীতে এরকম ভুল আর করবেন না ধন্যবাদ.

জ্বি ভাইয়া, আমি পরে লক্ষ্য করসি।
তারাতারি করে পোস্ট করছে তো খেয়াল করি নাই।
ইনশাল্লাহ এইরকম ভুল আর হবে না।

আপনি অনেক সুন্দর পরীক্ষা দিয়েছেন ভাইয়া। আপনার উত্তরপত্র দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। বেশি দারুন মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়ার চেষ্টা করেছেন। দেখা করব সমস্ত বিষয়গুলো মনে রাখবেন এবং ভাইবাতে অংশ নিবেন।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনাদের কমেন্টগুলো পরলে কাজ করতে আরও উৎসাহ পাই।
আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার লেভেল চারের লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি খুবই সুন্দর ভাবে লেভেল চারের বিষয় গুলো বুঝতে পেরেছেন। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর একদম সহজ ভাবে দিয়েছেন। আশা করছি পরবর্তী ক্লাস টি আপনার আরো অনেক বেশি সহজ হবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো।