আমার গ্রামের কিছু এলোমেলো স্থিরচিত্র ।।

in hive-129948 •  last month 
আসসালামুয়ালাইকুম / আদাব

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন। দেশের যে বর্তমান বন্যা পরিস্থিতি যে যেই স্থানেই আছেন নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং নিরাপদে আছি।আমি ফটোগ্রাফী করতে খুব আগ্রহী।সময় সুযোগ পেলেই ছবি তুলার চেষ্টা করি।আমি পারিবারিক কাজে খুব বেশি ব্যস্ত থাকায় আগের মত আর নিয়মিত পোস্ট করতে পারতেছিনা।তবে আমি আশাবাদী আমি আবার নিয়মিত পোস্ট করতে পারবো।তবে আজকে আমি আপনাদের মাঝে আমার গ্রামের বর্তমান পরিস্থিতির কিছু ছবি শেয়ার করব। আসা করি আপনাদের ছবিগুলো ভালো লাগবে।

ফটোগ্রাফী 📸 নং :-১

1000012890.jpg

Device - Pixel 7 Pro
What's 3 Word Location

ছবিটি তুলেছিলাম আমাদের ঘরের বারান্দা থেকে। বৃষ্টির ঠিক আগ মুহূর্তে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে যেন দিনের সময়ই পুরো রাতের মত অন্ধকারে ছেয়ে যাচ্ছে। সময়টি ছিল পুরো ভর দুপুর কিন্তু আকাশের রূপ দেখে তার বুজার উপায় নেই।

ফটোগ্রাফী 📸 নং :-২

1000012885.jpg

What's 3 Word Location

ছবিটিতে যেমন চারদিকে পানি থৈ থৈ করছে । তেমনি বর্তমানে দেশের সব জায়গার পরিস্থিতি প্রায় একই।তবে বেশ অনেক জায়গায় পরিস্থিতি আরও অনেক খারাপ । আমাদের ময়মনসিংহ অঞ্চলটি একটু উচু ভূমি দেখে আমাদের এই অঞ্চলে খুব বেশি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় না।তবে ফেনী, নোয়াখালি, কুমিল্লাসহ দেশের অনেক জায়গায় এখন বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ।

ফটোগ্রাফী 📸 নং :-৩

1000012888.jpg

What's 3 Word Location

ছবিটি খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু আমাদের জন্য এই জায়গাটি খুবই স্পেশাল। কারণ এই জায়গায় বসলে নির্মল বাতাসের সাথে গাছপালার শব্দ, সাথে চারিদিকের সবুজের অরণ্যে আপনার মন ভালো হতে বাধ্য।কিন্তু বর্তমানে এই পুকুরটি বৃষ্টির জন্য প্রায় ডুবে যাচ্ছে। পুকুরের কানায় কানায় পানি দিয়ে ভরে গেছে। আর একরাত যদি বৃষ্টি পরে হয়ত পুকুরটি পুরো পুরি ভেসে যাবে।

ফটোগ্রাফী 📸 নং :-৪

1000012617.jpg

What's 3 Word Location

ছবিটি তিনদিন আগে তুলেছিলাম। তখনও তেমন বৃষ্টি শুরু হয়নি।তাই ধনের ক্ষেত ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে।তবে এখন এই সবগুলো ধনের ক্ষেত পানির নিচে ডুবে আছে। এখন তাকালে আর সেই চিরচেনা ধনের ক্ষেত আর চেনা যায় না।

ফটোগ্রাফী 📸 নং :-৫

1000012608.jpg

What's 3 Word Location

ছবিটি গ্রামের সত্যিকার প্রাকৃতিক রূপ বহন করে। অন্তহীন ধনের ক্ষেত মাঝে কিছু গাছপালা এবং মেঘলা আকাশ। এমন রূপ দেখলে মন জুড়িয়ে যায়। হয়ত মানুষ এমন রূপ দেখতেই বার বার গ্রামের পানে ছুটে আসে।

ফটোগ্রাফী 📸 নং :-৬

1000012561.jpg

What's 3 Word Location

ছবিটি এই ভারী বর্ষা শুরু হওয়ার আগে তুলেছিলাম। তখন আকাশ ছিল পুরো পরিষ্কার, ছিল না কোন মেঘের আনাগোনা, ছিল নীল আকাশের মাঝে শুধুই সাদা মেঘের বিচরণ। পুকুরের মাঝে ডুবন্ত সূর্য এবং আকাশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তখন দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগছিলো।

সবাই ভালো থাকবেন।এই বন্যা পরিস্থিতে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। পারলে বন বন্যা সাহায্যে এগিয়ে আসবেন। সকলের জন্য দোয়া করবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার গ্রাম থেকে ধারণ করা বেশ কিছু চিত্র আমাদের দেখিয়েছেন। আপনার চিত্র ধারণ করা দারুন হয়েছে। অনেক সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছেন এই পোস্টে। আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো আমার।

ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করার জন্য। গ্রামীণ পরিবেশে সবার কাছেই ভালো লাগে। প্রকৃতি সবাইকে আকৃষ্ট করে।
আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার গ্রাম থেকে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আকাশ এতো দেখছি প্রচন্ড মেঘ জমে আছে। আসলে বর্ষার সময় এই ধরনের আকাশ সব সময় দেখা যায়। প্রকৃতির চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো। বর্ষায় প্রকৃতি এক নুতুন রূপ নেয়।যা উপভোগ করতে খুবই ভালো লাগে।
আপনার জন্য শুভকামনা রইলো।

শত ব্যস্ততার মাঝেও নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন ভাইয়া। তাহলে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আর মিস দিতে ইচ্ছা করবে না। যাইহোক আপনার আজকের গ্রাম বাংলার ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। গ্রামের পরিবেশ দেখতেই ভালো লাগে। আর ফটোগ্রাফি করলে তো আরো চমৎকারভাবে ফুটে ওঠে। আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন।

ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করার জন্য। আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।

বাহ আপনি তো বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। গ্রামের ফটোগ্রাফি গুলো দেখলে অন্যরকম ভালো লাগে। এবং আপনার ফটোগ্রাফি সবগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। চমৎকার কিছু ভিন্ন রকম ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। গ্রামের সুন্দর এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনাদের ভালো লাগাই আমাদের জন্য আরোপ্রেরনা। আপনাদের কমেন্টগুলো পড়লে আরও উৎসাহ পাই আরও বেশি বেশি ফটোগ্রাফি পোস্ট করার।
আপনার জন্য শুভকামনা রইলো।