আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যগণ ভালো আছেন ।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজ আমার ইউনিভার্সিটিতে আমার ইংলিশ ফ্যাকাল্টির প্রেজেন্টেশন ছিল।আজকের দিনটি আপনাদের সাথে আমি শেয়ার করব।
প্রেজেন্টেশনের আগের ক্লাসে একটা এক্সাম ছিল তাই আজকে এক্সাম তারপর প্রেজেন্টেশন সবমিলিয়ে আজকের দিনটি বেশ ব্যস্ততার মাঝেই কেটেছে। সকাল এগারোটায় আমি আমার বাসা থেকে বের হই।তারপর বাসে করে ১.৫০ ঘণ্টা সময়ে আমি আমার ভার্সিটিতে পৌছায়।তারপর ১২.৩০ থেকে আমার ক্যালকুলাস পরীক্ষা দেই।তারপর ১.৫০ এ ইংলিশ ক্লাসে যাই। প্রেজেন্টেশন আমাদের সবার আইডি নাম্বারের সিরিয়াল অনুযায়ী হয়েছিল।আমার সিরিয়াল নাম্বার ছিল ২৪। একে একে প্রেজেন্টেশন চলে।অনেক পর আমার সিরিয়াল আসে।খুব নার্ভাস ছিলাম তখন ।আসলে সবার সামনে একটা বিষয়ে বলতেগেলে একটু নার্ভাস লাগেই ।তারপর প্রেজেন্টেশন দেই। প্রেজেন্টেশন ভালোই হয়েছে।আজকের আমার প্রেজেন্টেশনের টপিক ছিল ওয়েস্ট ম্যানেজমেন্ট অন ইউনিভার্সিটি ক্যাম্পাস।
ইউনিভার্সিটি ক্যাম্পাসের আবর্জনাগুলো কীভাবে পরিস্কার করলে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করল ভার্সিটির এত পরিমান আবর্জনার সঠিক ব্যবহার হবে এবং প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস কিভাবে বানানো যাবে ,তারপর স্টুডেন্টদেরকে এই কাজে কীভাবে আরও উৎসাহিত করা যাবে এবং তাদের কীভাবে আরো সচেতন করা যাবে এবং কীভাবে ভার্সিটি ক্যাম্পাসকে একটি জিরো ওয়েস্ট ক্যাম্পাসে পরিণত করা যাবে এইগুলোই ছিল আমার প্রেজেন্টেশনের মূলকথা।আমাদের মোট তিন মিনিট সময় দেয়া হয়েছিল কথা বলার জন্য।তিন মিনিটে পুরো প্রেজেন্টেশনটা শেষ করা একটু কষ্টকর।কারণ এইরকম টপিকে ডিটেইল বলতে হয় তাই সময়ও বেশি লাগে।তবুও মোট সময়ের মাঝেই শেষ করতে পেরেছি।
প্রেজেন্টেশন শেষ করে বন্ধুদের সাথে ক্যান্টিনে যাই।তারপর সেখানে বসে সবাই হালকা কিছু খাই এবং বেশ সময় ধরে আড্ডা দেই।সামনে ১২ তারিখ থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু সেই বিষয়েই বেশ অনেক সময় কথা চলে ।তারপর কিছু ছবি তুলি এবং ভার্সিটি বাসের জন্য বাসের লাইনে দাড়াই।তারপর বাসে করে বাসায় ফিরি।এই ছিল আমার আজকের দিনের ইতিকথা।আজকের আমার একটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
ধন্যবাদ সবাইকে 🩵
প্রেজেন্টেশনের আগের ক্লাসে একটা এক্সাম ছিল তাই আজকে এক্সাম তারপর প্রেজেন্টেশন সবমিলিয়ে আজকের দিনটি বেশ ব্যস্ততার মাঝেই কেটেছে। সকাল এগারোটায় আমি আমার বাসা থেকে বের হই।তারপর বাসে করে ১.৫০ ঘণ্টা সময়ে আমি আমার ভার্সিটিতে পৌছায়।তারপর ১২.৩০ থেকে আমার ক্যালকুলাস পরীক্ষা দেই।তারপর ১.৫০ এ ইংলিশ ক্লাসে যাই। প্রেজেন্টেশন আমাদের সবার আইডি নাম্বারের সিরিয়াল অনুযায়ী হয়েছিল।আমার সিরিয়াল নাম্বার ছিল ২৪। একে একে প্রেজেন্টেশন চলে।অনেক পর আমার সিরিয়াল আসে।খুব নার্ভাস ছিলাম তখন ।আসলে সবার সামনে একটা বিষয়ে বলতেগেলে একটু নার্ভাস লাগেই ।তারপর প্রেজেন্টেশন দেই। প্রেজেন্টেশন ভালোই হয়েছে।আজকের আমার প্রেজেন্টেশনের টপিক ছিল ওয়েস্ট ম্যানেজমেন্ট অন ইউনিভার্সিটি ক্যাম্পাস।
ইউনিভার্সিটি ক্যাম্পাসের আবর্জনাগুলো কীভাবে পরিস্কার করলে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করল ভার্সিটির এত পরিমান আবর্জনার সঠিক ব্যবহার হবে এবং প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস কিভাবে বানানো যাবে ,তারপর স্টুডেন্টদেরকে এই কাজে কীভাবে আরও উৎসাহিত করা যাবে এবং তাদের কীভাবে আরো সচেতন করা যাবে এবং কীভাবে ভার্সিটি ক্যাম্পাসকে একটি জিরো ওয়েস্ট ক্যাম্পাসে পরিণত করা যাবে এইগুলোই ছিল আমার প্রেজেন্টেশনের মূলকথা।আমাদের মোট তিন মিনিট সময় দেয়া হয়েছিল কথা বলার জন্য।তিন মিনিটে পুরো প্রেজেন্টেশনটা শেষ করা একটু কষ্টকর।কারণ এইরকম টপিকে ডিটেইল বলতে হয় তাই সময়ও বেশি লাগে।তবুও মোট সময়ের মাঝেই শেষ করতে পেরেছি।
প্রেজেন্টেশন শেষ করে বন্ধুদের সাথে ক্যান্টিনে যাই।তারপর সেখানে বসে সবাই হালকা কিছু খাই এবং বেশ সময় ধরে আড্ডা দেই।সামনে ১২ তারিখ থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু সেই বিষয়েই বেশ অনেক সময় কথা চলে ।তারপর কিছু ছবি তুলি এবং ভার্সিটি বাসের জন্য বাসের লাইনে দাড়াই।তারপর বাসে করে বাসায় ফিরি।এই ছিল আমার আজকের দিনের ইতিকথা।আজকের আমার একটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
আজকের দিনটি বেশ ভালোই কেটেছে।আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে।অনেকে হয়ত আমার আজকের দিনের সাথে আপনদের এই রকম ভার্সিটির দিনের কাটানো সময়ের সাথে রিলেট করতে পারবেন।সবাই ভালো থাকবেন।এই তাপদাহে নিজের ও পরিবারের সবার বিশেষ যত্ন নিবেন আর বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সবার জন্য শুভ কামনা রইলো।