লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @arafat-hasan6

in hive-129948 •  8 months ago  (edited)

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যগণ ভালো আছেন । সৃষ্টকর্তার রহমতে আমিও ভালো আছি। গত বুধবার স্টিমিটে আমার বাংলা ব্লগ প্লাটফর্মে লেভেল ওয়ান এর ক্লাস সম্পূর্ণ করি। উক্ত ক্লাসে আমি কি কি শিখলাম তার উপর ভিত্তি করে আজকের পোস্টি ।

1000004164.jpg


• কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

কোনো ব্যক্তি না চাওয়া সত্ত্বেও যদি তাকে বারবার একই বিরক্তিকর কিছু প্রেরণ করা হয় , সেটিই হচ্ছে স্প্যামিং।অথবা কোনো কোম্পানির প্রচারণামূলক ইমেইল যদি বারবার কাউকে প্রেরণ করা হয় , সেটাও হচ্ছে স্প্যামিং।

• ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

কঁপিরাইট অর্থ হচ্ছে কোনো কিছু নকল করা বা হুবহু কপি করা। অন্য কারো কোনো ছবি নিজের বলে চালিয়ে দেয়া কিংবা ছবির মালিকের অনুমতি ছাড়া সেই ছবি অন্য কোথাও ব্যবহার করা হলে তখন তাকে ফটো কঁপিরাইট বলে। যদি আমাদের ব্যবহার করতেই হয় তবে কঁপিরাইট বিধিনিষেধ মেনে আমাদের ছবি ব্যবহার করতে হবে।

• তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

1.https://pixabay.com
2.https://www.pexels.com/
3.https://www.freeimages.com

• পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

আমরা যেই বিষয়ের উপর লিখি সেই বিষয়েই উপর কিছু কীওয়ার্ড হচ্ছে ট্যাগ।কোনো ব্যক্তি কোনো বিষয়ের উপর কিছু পোস্ট খুঁজতে চাইলে সে যেনো খুব সহজে পোস্টি খুঁজে পেতে পারে সেই জন্যে ট্যাগ ব্যবহার করা হয়। আপনি যেই বিষয়ের উপর পোস্ট করবেন সেই বিষয়ের সাথে প্রাসঙ্গিক রেখে ট্যাগ নির্বাচন করা হয়। অবাঞ্ছিত কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না।

• আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

১. ধর্মীয় বিষয়ের উপর কোনো পোস্ট করা যাবে না।
২.নারী বিদ্বেষমূলক এবং নারী নির্যাতন মূলক কোনো পোস্ট করা যাবে না।
৩.সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট করা যাবে না।
৪. শিশু শ্রম সমর্থন করে এমন কোনো পোস্ট করা যাবে না। কি
৫. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল বা যৌনতা বিষয়ক পোস্ট করা যাবে না।

• প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেয়া অথবা লেখা কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেয়াকে প্লাগারিজম বলে।প্লাগারিজম লেখার ক্ষেত্রে বেশি প্রযোজ্য।

• re-write আর্টিকেল কাকে বলে?

কোনো বিষয়ের উপর লিখতে গিয়ে যখন কোনো সোর্স থেকে ডাটা নিয়ে নিজের মত করে সাজিয়ে লেখা হয় তখন তাকে রিরাইট বলে।
রিরাইট লেখার সময় ৭৫% লেখা নিজের হতে হয়।

• ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

নিজের লেখা ৭৫ শতাংশ হতে হবে।
একাধিক সোর্স থেকে ডাটা নিয়ে কিছু লিখলে সেই সোর্সগুলো অবশ্যই উল্লেখ করে দিতে হবে।

• একটি পোস্ট কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি মাত্র ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোস্টকে মাইক্রো পোস্ট হিসাবে গণ্য করা হয়।

• প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

একজন ব্লগার ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে
[আমার বাংলা ব্লগ কমিউনিটিতে] ।

ধন্যবাদ সবাইকে 🩵


Posted using SteemPro Mobile</center

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল ওয়ান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ বলতে গেলে পোস্ট করতে কি কি লাগে। পোস্টের খুঁটিনাটি এবং একজন মানুষ কি ধরনের পোস্ট করতে পারবে আর পারবে না, তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখনই স্টিমিট এ পোস্ট করতে যাই লেভেল ওয়ান লাগবে। আমরা অনেক কিছুই শিখতে পারবো ইনশাআল্লাহ লেভেল ওয়ান থেকে।শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। জ্বি ভাই লেভেল ওয়ান থেকে নতুন হিসাবে মুটামুটি বেশ অনেক কিছু জানতে পারছি ।দোয়া করবেন যেন স্টিমিটে রেগুলার থাকতে পারি। আপনার জন্য শুভকামনা রইলো।

লেভেল ওয়ানে ভালোই অর্জন করেছেন। আর এই অর্জনই আপনার জন্য একটা সময় সুফল বয়ে আনবে। সেজন্য ধৈর্য ধরে কাজ করে যান আশা করছি ভালো কিছু হবে।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মুল্যবান কমেন্টির জন্য।দোয়া কইরেন ভাই যেনো ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে পারি ।আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো ।

লেভেল ওয়ান এর ক্লাস সম্পূর্ণ করে আপনি অনেক সুন্দরভাবে নেভেল ওয়ান এর প্রশ্নগুলো উত্তর দিয়েছেন । দোয়া করি লেবেলগুলো খুব তাড়াতাড়ি অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হয়ে যান।

ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টি করার জন্য।দোয়া কইরেন যাতে খুব তাডাতাড়ি লেভেলগুলো পার করে একজন ভেরিফাইড মেম্বার হয়ে কাজ শুরু করতে পারি ।আপনার জন্য শুভকামনা রইলো।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

এটির উত্তর একদম ঠিক দিয়েছেন। প্রশ্নপত্রে ম্যাক্রো আছে, আসলো ওটা মাইক্রো হবে।

বাদবাকি পরীক্ষা ভালো দিয়েছেন।

ধন্যবাদ দাদা সবসময় আমাদের ছোট ছোট ভুল গুলো ধরিয়ে দেয়ার জন্য। আপনার যত্ন নিয়েন ।