আসসালামুয়ালাইকুম / আদাব 🩵
copyright free image source : PixaBay
https://pixabay.com/photos/thermometer-summer-hot-city-4295884/
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যরা ভালো আছেন ।আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। কিন্তু বর্তমানে যে পরিমাণে গরম বাড়ছে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠছে ।এই তাপদাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।এই প্রচন্ড গরমে না কাজ করে শান্তি না শুয়ে থেকে যদি না আপনার বাসায় এসি থাকে ।সবাই তো আর সাধ্য নেই এসি কিনার, যাদের আছে তারা বেশ ভালোই আছে । কিন্তু তাদেরও বেশ ঝামেলা আছে । এসি শুধু রুমে গরম কমায় বাহিরে না , বাহিরে গেলে ঠিকই গরম লাগে ।
তবে দিন দিন যে পরিমাণে গরম বাড়ছে এই রকম বাড়তে থাকলে মানুষের জীবন সংশয়ে পরে যাবে । বিশেষ করে নিম্নবিত্ত মানুষদের জীবন বিশেষ সংশয়ে পরে যাবে ।কিন্তু এত গরম / তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ কি ? এর জন্য দায়ী কারা? আসলে এই বিষয়টা আমরা সবাই জানি যে এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী আমরা মানুষ জাতি। আমদের কর্মকান্ডের ফলে এইরকম তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গরম থেকে বাঁচার জন্য আমরা এসি কিনসি , চার্জার ফ্যান কিনতেছি। কিন্তু যেই বিষয়টা করলে গরম সারাদেশে কমবে সেই বিষয়যে আমরা নীরব , নির্ভোদ।প্রচুর পরিমানে গাছ/ বৃক্ষ কাটা হচ্ছে ।অনেক বন উজাড় করে দিচ্ছে কিছু মানুষ তাদের লাভের আশায়। কিন্তু তারা যে কি পরিমান পরিবেশের ক্ষতি করছে ,নিজের জন্য কি বড় বিপদ ডেকে আনছে তারা নিজেরাও জানে না।তাদের এই কর্মকান্ডের ফলে দিন দিন গাছের পরিমান বিপুল হারে কমে যাচ্ছে ।শুধু তারা নয় আমরাও অনেকটাই দায়ী এই তাপদাহের জন্য।নগরায়নের তাড়নায় আমরা হয়ত ভুলেই গেছি গাছ যে কতটা গুরুত্ব আমাদের বেছে থাকার জন্য ।গ্রাম অঞ্চলেও আস্তে আস্তে গাছের পরিমান কমে যাচ্ছে । আমার ছেলে বেলা যে গাছ গুলা দেখছি তার খুব কম গাছ এখনো টিকে আছে।বাকি সব আমাদের প্রয়োজনে কাটা পড়ে গেছে ।
এই অকাতরে গাছ কাটা আমাদের কতটা ক্ষতি করছে তা হয়ত আমরা এখন বুঝতে পারছি ।জীবন জীবিকার তাগিদে আমার হয়ত ভুলেই গেছে একটি কথা - গাছ লাগান , পরিবেশ বাঁচান ।খবরে ,পত্রিকায়, রাস্তার বিভিন্ন দেয়ালে আগে এই কথা গুলো শুনা যেত,দেখা যেত ।কিন্তু আমরা এইগুলো শুধু দেখেই গেলাম ,সেইটা আর কাজে করা হলো না ।সেই ফল আমরা এখন ভুগ করছি ।দিন দিন হয়ত তাপমাত্রা আরও বাড়তে পারে ।এই ভাবে গাছ কাটতে থাকলে হয়ত আমাদের দেশ একদিন মরুভূমিতে পরিণত হবে ।
এই নাতিশীতোষ্ণ দেশ হয়ত হয়ত একদিন গ্রীষ্মপ্রধান দেশে পরিণত হবে । আমরা তো কখনই চাই না ।তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ উদ্যোগে বেশি বেশি গাছ লাগাতে হবে ।এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু মানি না ।তবে এখন শুধু জানলে বা শুনলে হবে না , তা কাজে করে দেখিয়ে দিতে হবে ।বেশি বেশি গাছ লাগিয়ে সবুজের ছায়ার গরমকে হার মানাতে হবে ।তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে কিভাবে রাখা যায় তার ব্যবস্থা করতে হবে ।তার জন্য যা যা করণীয় সব করতে হবে ।সবাই দলবদ্ধ হয়ে কাজ না করলে একা কেউ এত বড় কাজ করতে পারবে না । তবে এখন এত তাপমাত্রা বৃদ্ধির পর নানান গাছ লাগানোর কর্মকান্ড শুরু হয়েছে । এইটা ভালো তবে এই কাজটা এই গরমে না করে আমরা আগে করলে হয়ত এখন সেই ফলটা পেতাম ।কথায় আছে না সময়ের কাজ সময় করা ভালো।আমরা এই কাজ গুলো আগে শুরু করলে হয়ত এখন এত প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পেতে না হয়ত।
সবাই ভালো থাকবেন । এই তাপদাহের সময় নিজের এবং পরিবারের সবার বিশেষ যত্ন নিবেন ।এটি আমার প্রথম জেনারেল পোস্ট আমার বাংলা ব্লগে । কোনো ভুল হলে আমাকে তা ধরিয়ে দিবেন অথবা বলে দিবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। সর্বোপরি সবাই বেশি বেশি গাছ লাগান যে যেখানে পারেন।গাছ লাগান পরিবেশ বাঁচান -এই কথাটা সবাই মনে রাখার ও তার উপর আমল করার চেষ্টা করবো।
তবে দিন দিন যে পরিমাণে গরম বাড়ছে এই রকম বাড়তে থাকলে মানুষের জীবন সংশয়ে পরে যাবে । বিশেষ করে নিম্নবিত্ত মানুষদের জীবন বিশেষ সংশয়ে পরে যাবে ।কিন্তু এত গরম / তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ কি ? এর জন্য দায়ী কারা? আসলে এই বিষয়টা আমরা সবাই জানি যে এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী আমরা মানুষ জাতি। আমদের কর্মকান্ডের ফলে এইরকম তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গরম থেকে বাঁচার জন্য আমরা এসি কিনসি , চার্জার ফ্যান কিনতেছি। কিন্তু যেই বিষয়টা করলে গরম সারাদেশে কমবে সেই বিষয়যে আমরা নীরব , নির্ভোদ।প্রচুর পরিমানে গাছ/ বৃক্ষ কাটা হচ্ছে ।অনেক বন উজাড় করে দিচ্ছে কিছু মানুষ তাদের লাভের আশায়। কিন্তু তারা যে কি পরিমান পরিবেশের ক্ষতি করছে ,নিজের জন্য কি বড় বিপদ ডেকে আনছে তারা নিজেরাও জানে না।তাদের এই কর্মকান্ডের ফলে দিন দিন গাছের পরিমান বিপুল হারে কমে যাচ্ছে ।শুধু তারা নয় আমরাও অনেকটাই দায়ী এই তাপদাহের জন্য।নগরায়নের তাড়নায় আমরা হয়ত ভুলেই গেছি গাছ যে কতটা গুরুত্ব আমাদের বেছে থাকার জন্য ।গ্রাম অঞ্চলেও আস্তে আস্তে গাছের পরিমান কমে যাচ্ছে । আমার ছেলে বেলা যে গাছ গুলা দেখছি তার খুব কম গাছ এখনো টিকে আছে।বাকি সব আমাদের প্রয়োজনে কাটা পড়ে গেছে ।
এই অকাতরে গাছ কাটা আমাদের কতটা ক্ষতি করছে তা হয়ত আমরা এখন বুঝতে পারছি ।জীবন জীবিকার তাগিদে আমার হয়ত ভুলেই গেছে একটি কথা - গাছ লাগান , পরিবেশ বাঁচান ।খবরে ,পত্রিকায়, রাস্তার বিভিন্ন দেয়ালে আগে এই কথা গুলো শুনা যেত,দেখা যেত ।কিন্তু আমরা এইগুলো শুধু দেখেই গেলাম ,সেইটা আর কাজে করা হলো না ।সেই ফল আমরা এখন ভুগ করছি ।দিন দিন হয়ত তাপমাত্রা আরও বাড়তে পারে ।এই ভাবে গাছ কাটতে থাকলে হয়ত আমাদের দেশ একদিন মরুভূমিতে পরিণত হবে ।
এই নাতিশীতোষ্ণ দেশ হয়ত হয়ত একদিন গ্রীষ্মপ্রধান দেশে পরিণত হবে । আমরা তো কখনই চাই না ।তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ উদ্যোগে বেশি বেশি গাছ লাগাতে হবে ।এই কথাটা আমরা সবাই জানি। কিন্তু মানি না ।তবে এখন শুধু জানলে বা শুনলে হবে না , তা কাজে করে দেখিয়ে দিতে হবে ।বেশি বেশি গাছ লাগিয়ে সবুজের ছায়ার গরমকে হার মানাতে হবে ।তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে কিভাবে রাখা যায় তার ব্যবস্থা করতে হবে ।তার জন্য যা যা করণীয় সব করতে হবে ।সবাই দলবদ্ধ হয়ে কাজ না করলে একা কেউ এত বড় কাজ করতে পারবে না । তবে এখন এত তাপমাত্রা বৃদ্ধির পর নানান গাছ লাগানোর কর্মকান্ড শুরু হয়েছে । এইটা ভালো তবে এই কাজটা এই গরমে না করে আমরা আগে করলে হয়ত এখন সেই ফলটা পেতাম ।কথায় আছে না সময়ের কাজ সময় করা ভালো।আমরা এই কাজ গুলো আগে শুরু করলে হয়ত এখন এত প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পেতে না হয়ত।
সবাই ভালো থাকবেন । এই তাপদাহের সময় নিজের এবং পরিবারের সবার বিশেষ যত্ন নিবেন ।এটি আমার প্রথম জেনারেল পোস্ট আমার বাংলা ব্লগে । কোনো ভুল হলে আমাকে তা ধরিয়ে দিবেন অথবা বলে দিবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। সর্বোপরি সবাই বেশি বেশি গাছ লাগান যে যেখানে পারেন।গাছ লাগান পরিবেশ বাঁচান -এই কথাটা সবাই মনে রাখার ও তার উপর আমল করার চেষ্টা করবো।
ছবির exact লোকেশন লিংক উল্লেখ করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit