আমার করা কিছু এলোমেলো ফটোগ্রাফি | |

in hive-129948 •  10 months ago  (edited)
আসসালামুয়ালাইকুম/ আদব 🩵
সকলকে জানাই ঈদের শুভেচ্ছা , ঈদ মুবারাক ।
সকলে কেমন আছেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আরও একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি ছবি তুলতে খুব ভালোবাসি । সময় পেলে টুকটাক ছবি তুলি।আশা করি ছবিগুলো আপনাদের ভালো লাগবে ।

1000002673.jpg



Device-pixel 7 pro
গতকাল ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় হঠাৎই অনেক বৃষ্টি শুরু হয়ে যায় । আমি সেই মুহূর্তে বাসে ছিলাম ।ছবিটি তুলেছিলাম গুলশান -২ ট্রাফিক সিগন্যালে বাসে বসে থাকার সময় । হঠাৎ দেখি বৃষ্টির পানি বাসের গা বেয়ে বেয়ে পড়ছে ।আমার মনে হচ্ছিল যদি বৃষ্টির পানিতে মানুষের দুঃখ গুলি যদি এমন ভাবে মুছে যেতো ,কতই না ভালো হতো এই জগতটা তাহলে । মানুষের সব দুঃখ শেষ হলে সবাই কতই না বুঝি খুশি হতো ।


1000002942.jpg



যান্ত্রিক ঢাকার একটি স্থির চিত্র । ছবিটি দেখে মনে হচ্ছে ঢাকার সে কি রূপের বাহার । কিন্তু এই রূপ রঙের মাঝে লুকিয়ে আছে বহু মানুষের কষ্ট ।এই ছবিটি তুলেছিলাম ধানমন্ডি ২৭ এ। রাতের বিভিন্ন দোকানের আলোয় রাস্তাটি যেন বাহারি রূপে আবির্ভূত হয়েছে।দেখতে বেশ ভালোই লাগছিলো যখন দাড়িয়া ছিলাম সেখানে।

1000002936.jpg



এই ছবিটি তুলেছি জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় । এই যে কিছুদিন আগে চলে গেলো বাংলা বছরের প্রথম দিন আমাদের পহেলা বৈশাখ , এই পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয় সংসদের সামনের পুরো রাস্তা জুরে রঙিন আলপনায় রাস্তাটি রাঙ্গিত করছিল। আমি যখন এইখানে আসছিলাম তখন বৃষ্টি শেষে আকাশ পুরো পরিস্কার এবং সন্ধ্যার আগমনে আকাশ এক লাল আভায় ছেয়ে ছিল । আল্পনার রং তখন আরও রঙিন হয়ে উঠে ছিল ।

1000002941.jpg



ছবিটি তুলেছিলাম একটা বিষয় চিন্তা করে । এই যে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে ,আমাদের জীবনেও এমন অনেক মানুষ আছে যারা আমদের পাশে সব সময় ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকে । সন্ধ্যা রাতের ছবিটি তুলেছিলাম আমার এক বন্ধুর কথায় । সে বলে বন্ধু এইখানে এই ছবিটি তুল । খুব ভালো আসবে ,জীবনের সাথে মিল পাবি যখনই এই ছবিটি দেখবি ।

1000002934.jpg



সন্ধ্যার আকাশের রূপ ভারী সুন্দর লাগে দেখতে । আকাশ এক নতুন রূপ ধারণ করি । সারাদিন এক রূপ নিয়ে থাকে আবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এক নতুন রূপ ধারণ করে । আমার মনে হয় সবারই এই রূপ হয়ত খুব ভালো লাগে ।ভালো লাগারই কথা । এমন সুন্দর দৃশ্য কার না ভালো লাগে।

1000002939.jpg



অফিস শেষে সবাই বাড়ি ফিরে যাচ্ছে ।সময়টি ছিল সন্ধ্যার আগ মুহুর্তে। ছবিটি তুলেছিলাম আমাদের জাতীয় সংসদ ভবনের ঠিক উল্টো দিকের রাস্তায় । ঝড়ো হাওয়ায় ফুল গাছের সব পাতা পড়ে গেছে । গাছগুলো খুব শূন্য মনে হচ্ছে ।রাস্তার ল্যাপ পোস্টের বাতিগুলি জলে উঠেছে । তারা হয়ত বুঝাচ্ছে সন্ধ্যা হয়ে এসছে ।

এই ছিল আজকের ফটোগ্রাফিগুলো । আশা করি সকলের কাছে ছবি গুলো ভালো লাগবে । সবাই ভালো থাকবে । সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার বাংলা ব্লগে নিয়মিত পোস্ট শেয়ার করতে পারি এবং মাঝে মাঝে কিছু ফটোগ্রাফি/ ছবি আপনার কাছে পেশ করতে পারি । সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া বিশেষ করে বৃষ্টির ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো স্বচ্ছ ভাবে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনে খুবই ভালো লাগলো যে আপনার আমার ছবিগুলো ভালো লেগেছে । দোয়া করবেন যেন আরও বেশি বেশি ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি । আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

আপনার তোলা ভিন্ন ভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই সুন্দর গোছানো বর্ণানা উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনার তোলা সন্ধ্যার আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আমি আশা করি আগামীতে আপনার নিকট থেকে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফির পোস্ট আমরা করতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে । আমার ছবি গুলা আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো । আপনাদের কমেন্টগুলো আমাকে আরও প্রেরণা যোগায় আরও বেশি বেশি ছবি তুলার জন্য। দোয়া করবেন আমি যেনো আরো বেশি বেশি ফটোগ্রাফি পোস্ট করতে পারি ।আপনার জন্য শুভকামনা রইলো।

বেশ চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই এলোমেলো ফটো দেখে বেশ ভালো লাগলো। চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন ফটোগুলো। আশা করি পূর্ণ ব্লগ তৈরি করা এবং সুন্দর সুন্দর ভাবে প্রেজেন্ট করা শিখে যাবেন।

ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগে জেনে নতুন ব্লগার হিসাবে আমাকে আরও উৎসাহিত করে আরও বেশি বেশি পোস্ট করার জন্য।দোয়া করবেন আমি যেনো আরও ভালো ও সুন্দর ভাবে আপনাদের সামনে আমার পোস্টগুলো উপস্থাপন করতে পারি । আপনার জন্য শুভকামনা রইলো।