পিঁপড়ে ও মানুষ

in hive-129948 •  4 years ago 

পিঁপড়ে ও মানুষ

IMG20210620190311-01.jpeg

মাঠের কাজ শেষে ফিরার পথে দেখলো তাহাদের এবং তাহাদের দেখে বিস্মিত হলো দারিদ্র কৃষক ইসমাইল!
হায়! হায়!
কি দেখলাম তাহাদের কান্ড-কাহিনী আর কিভাবেই তা সম্ভব হইলো এটা? ছোট ছোট বলিয়া কিছুই বলিতে পারিনে, পারিনে সে শিক্ষা টুকুও দিতে এদেরকে। যদ্যপি অন্তরীক্ষে নাহি পাঠাইবো বাছা তোদের দিয়াছি ছাড়ি হাল, পাই না খুজে হাল উরাইবো তোদের মাঝে শিক্ষার পাল। আইজ পাহিলাম খুজি উপাই কিন্তু পাইনে তবো আনিতে তোদের কথার ছায়াতল, জাস না বাবা ফেলি মোর কথার হাল ধর পিপড়েদের আকর্ষণীয় পরিশ্রমের ঢাল আল-কোরানে আছে তার প্রমান। প্রাণী হয়ে জন্মিছে পিঁপড়েও মানুষ তো হইলো তাহাদের মতো, ঐক্যতান মিলে শুধু তাদের মাঝে যারা ধরিয়াছে
ক্ষুদ্র কীটের পদচারণা। এরা তো সামাজিক জীব হিসাবেই স্থান পেয়েছে মানবতার মাঝে তাহা হইলে মানুষের হইলো কি? তাহারা মানুষ বা অন্য কাহারো দ্বারা আঘাত পাহিলে তাহারা মুহুর্তের মধ্যে অন্য পিঁপড়াদের জানিয়ে দেয়।শুধু আঘাত নহে কোনো সংকত পাইলেই তাহারা অন্যদের জানিয়ে দেয় মানুষের মাঝেও এমন হওয়া উচিত কি নয়? অন্য পিঁপড়ার উপকার করিবার জন্য তাহারা সবসময় প্রস্তুত থাকে।আজকে তোমাদের কি অবস্থা তোমাদের মাঝে শুধু কলোহ কলোহ কলোহ। তোমরা কেন একজন অন্যের উপকার দেখিতে পারোনা,তোমাদের কি এত প্রয়োজন যার জন্য তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকো অন্যের কল্যাণে নিজের কল্যাণ নিহিত থাকে।একজন কোন বিপদ সংকেত পেলে তা মুহূর্তের মধ্যে সবার মাঝে ছড়িয়ে পড়ে।তোমাদের মাঝে একমাত্র নেশা সেটা হইলো টাকা-পয়সা উপার্জনের কিন্তু দিন শেষে তোমরা আসল সুখ শান্তি টাই হারিয়ে ফেলো টাকা-পয়সার পেছনে ছুটতে গিয়ে।কল্যাণের পেছনে ছোট পরিশ্রমকে ব্যতিরেকে নয় পরিশ্রম সঙ্গে নিয়ে সামনের পথে।আসবেই তোমাদের ফল আসবেই তোমাদের ফল। আজ দুঃখ করে তোমাদের একখানা কথা কহি ফেলোনা মোরা কথা খানি।আজ বেলা মোর ফুরিয়ে গেছে পাইনি সে শিক্ষা।তোমরা আজ একত্রিত হওয়া একে অন্যের কল্যাণে এগিয়ে আসো চাও না কারো বিপদ।যদি সুখের সমুদ্রে ভাসিতে চাও তোমরা শিক্ষা গ্রহণ করো প্রাণীর মাঝে আছে সকল শিক্ষা যেমন শেষ বেলায় পাইলাম আমি সেই শিক্ষা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পিপিলিকার ছবিটা অনেক সুন্দর হয়েছে

অসংখ্য ধন্যবাদ, আশা করছি ফলো দিয়ে সঙ্গে থাকবেন

শিক্ষামূলক ও তথ্যবহুল একটি পোষ্ট। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্যে।

আপনাকেও ধন্যবাদ ভাই

প্রাণীরাও বোঝে শুধু আমরাই বুঝতে চাইনা । আমরা আসলে দিনশেষে মানুষ নেই, অন্য কিছু হয়ে যাচ্ছি ।ধন্যবাদ ভালো লিখেছেন।

ধন্যবাদ আপনাকেও।ভালো থাকবেন আল্লাহর রহমতে