গ্রামীণ কালচার ও রীতিনীতি

in hive-129948 •  3 years ago 

received_4522527454465407.jpeg

received_158025783069116.jpeg

বাংলার সম্পূর্ণ কাঠামোর বেশিরভাগ অংশে রয়েছে গ্রামীণ কাঠামো। পুরো অংশের মধ্যে শহরে কাঠামোর অংশ খুব কম। সব মিলে গ্রামই দেশের প্রাণ। সুতরাং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ কাঠামোকে ঘিরেই গড়ে উঠেছে।

এই গ্রামীণ কাঠামো ঐতিহ্যবাহী পেশা হলো কৃষি। কৃষি কে কেন্দ্র করে গ্রামের মানুষের জীবন ও জীবিকা নির্বাহ করে। প্রতিটি গ্রামের ভূপ্রকৃতি অনুসারে তাদের কৃষি কাঠামো ভিন্ন ভিন্ন হয়। কারণ এদেশের কিছু কথা বলতে ব্যাপক বৈচিত্রতা রয়েছে। ধান, গম, ভুট্টা, আখ, আলু,শাক সবজি, সরিষা,তিল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ফসল ফলে এদেশের গ্রামীণ ভূপ্রকৃতিতে। এতগুলো গ্রামীণ ফসল একটি নির্দিষ্ট অঞ্চলে গড়ে ওঠা সম্ভব নয়। আবার কৃষি ফসল ঘরের তোলার পর গ্রামের লোকজন তাদের বিভিন্ন ধরনের উৎসব পালন করে। নবান্ন,হালখাতা তন্মধ্যে অন্যতম। যদিও এই ঐতিহ্যগুলো এখন বিলুপ্তির পথে। তবুও টিকে রয়েছে কিছু কিছু গ্রামীণ অঞ্চলে। পহেলা বৈশাখ ঈদ পূজা ইত্যাদি অনুষ্ঠান গুলো দেশের সর্বত্র পালিত হলেও গ্রামীণ অঞ্চল এবং শহর অঞ্চলের মধ্যে কিছুটা ভিন্নতা তো রয়েছেই। গ্রাম অঞ্চলের মানুষজনের আন্তরিকতা ব্যাপক পরিমাণে পরিলক্ষিত হয়। আবার কিছু কিছু গ্রামাঞ্চলে নদী রয়েছে। ওইসব অঞ্চলের লোকজন এর জীবিকা আবার নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে।

এদেশের গ্রামগুলোতে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি রয়েছে গ্রামীণ সংস্কৃতি ও রীতিনীতি। গ্রামের লোকজন খুব সাধারণ জীবন যাপন করে। তাদের জীবন কাঠামোতে বিলাসিতা পরিলক্ষিত হয় না।গ্রামীন অঞ্চলের মানুষের উৎসব অনুষ্ঠানও পার্বণের শেষ নেই। বর্তমানে কিছু কিছু গ্রামীণ সংস্কৃতি এখন বিলুপ্তির পথে। আমাদের উচিত এই বিলুপ্তপ্রায় সংস্কৃতি গুলোকে টিকে রাখা।

received_153320900303444.jpeg

received_280721150191632.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম কে কেন্দ্র করে বড় বড় শহর গুলো গড়ে উঠেছে। কারণ গ্রাম থেকে শহরে খাদ্যদ্রব্যে যায়, এ থেকে বুঝা যায় গ্রামে দেশের প্রাণকেন্দ্র। যাইহোক আপনার পোস্টটি পছন্দ হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

কৃষি এবং গ্রামীণ অবকাঠামো নিয়ে অনেক সুন্দর লিখেছেন আপনি।আপনার লেখা গুলোর মধ্যে গ্রামীণ জীবনের অনেক কথাই তুলে ধরেছেন।

এই গ্রামীণ কাঠামো ঐতিহ্যবাহী পেশা হলো কৃষি। কৃষি কে কেন্দ্র করে গ্রামের মানুষের জীবন ও জীবিকা নির্বাহ করে।

আপনি ঠিকই বলেছেন তাদের কৃষি কাজের পেশা আমাদের সকলের জন্য মঙ্গল।তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা বক্ষণ করি।

অনেক ধন্যবাদ আপনাকে।

গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

ছবিগুলোর মাধ্যমে গ্রামীণ পরিবেশ ভালই ফুটিয়ে তুলেছেন আপনি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর। আপনি গ্রামীণ পরিবেশে গ্রামের কৃষকদের নিয়ে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

ধন্যবাদ ভাই।

পাটের জাগ দিলে কি যে বীভৎস গন্ধ হয় টা লিখে বোঝানো সম্ভব না। তবে সেটা খুবই মিস করছি। বিশেষ করে এইসময় বাড়িতে চারিদিকে সবুজের মেলা।

ভাই কচি গাছগুলো কেটেছে কেন?

কি জানি ভাই। ধন্যবাদ আপনাকে।

ভাই আপনার ছবি গুলো দেখে আমি খুবেই আনন্দিত৷
image.png
এগুলো গ্রামেব় প্রাধান অথ নৈতিক ফসল ৷গ্রামেব় মানুষেব় জীবিকাব় প্রাধাণ চালিকা শক্তি৷

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।